রাস্তা সংস্কারের জন্য আবেদন

তোমাদের এলাকার রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লেখ।

রাস্তা সংস্কারের জন্য আবেদন

বরাবর

জেলা প্রশাসক

চাঁদপুর

বিষয়ঃ রাস্তা সংস্কারের জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মনোহরপুর থেকে কড়ইয়া পর্যন্ত যে রাস্তাটি গিয়েছে, তা বুহুদিন যাবৎ সংস্কারের অভাবে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। কয়েক বছর পূর্বে রাস্তাটিতে ইট বসানো হয়েছিল এবং কিছু অংশ পাকা করা হয়েছিল। এরপর অজ্ঞাত কারণে রাস্তা নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। এ রাস্তা দিয়ে প্রতিদিন ট্রাক, সিএনজি, রিক্সাসহ বিভিন্ন ধরনের যানবাহন এবং হাজার হাজার লোক যাতায়াত করে। কিন্তু বহুদিন পর্যন্ত সংস্কার কার্য না হওয়ায় রাস্তার ইটগুলো খসে পড়েছে এবং কোনো কোনো স্থানে মাটিও ভেঙ্গে পড়ে যাচ্ছে। বর্তমানে এ রাস্তা দিয়ে যানাবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে এতদঞ্চলের জনগণকে জেলা সদর ও উপজেলা সদরে যাতায়াত অশেষ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিন বছর পূর্বে এলাকার মাননীয় সংসদ মনোহরপুর এসে আশ্বাস দিয়েছিলেন কিছুদিনের মধ্যে মনোহরপুর থেকে কড়ইয়া পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণরূপে পাকা করে এতদঞ্চলের জনগণের বহুদিনের স্বপ্ন বাস্তবায়িত করবেন। কিন্তু দুর্ভাগ্য, আজও রাস্তাটির কোনো সংস্কার হয় নি।

এমতাবস্থায়, আপনার কাছে আমাদের আকুল আবেদন, অনতিবিলম্বে উল্লিখিত রাস্তাটির সংস্কার করে জনসাধারণের বহুদিনের দুঃখ-দুর্দশা দূর করবেন।

নিবেদক

‘ম’

এতদঞ্চলের জনসাধারণের পক্ষে

Post a Comment

Support Us