বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন

 বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে একটি আবেদনপত্র লেখ।

 

বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন

অধ্যক্ষ

‘ম’ সরকারি কলেজ

চাঁদপুর-০০০০

বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

 

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার কলেজের ডিগ্রী পাস কোর্সের দ্বিতীয় বর্ষের একজন নিয়মিত ছাত্র। বিগত এক বছর যাবৎ আমি আপনার কলেজে অধ্যায়ন করে আসছি। গত প্রথম বর্ষের পরিক্ষায় আমি অত্যন্ত কৃতিত্বের সাথে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছি। কিন্তু আমি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। আমার বাবা একজন কৃষক। আমাদের জমিজামার পরিমাণও অতি অল্প। এই সামান্য জমিজামার আয় দিয়ে বৃহৎ পরিবারের ব্যায় নির্বাহের পর আমার লেখাপড়ার খরচ চালিয়ে যেতে তিনি সম্পূর্ণরূপে অক্ষম। এমতাবস্থায় বিনা বেতনে অধ্যয়নের সুযোগ না পেলে আমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে।

অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, আমাকে আপনার কলেজে বিনা বেতনে অধ্যয়নের সুযোগদানে বাধিত করবেন।

নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র

‘ম’

ডিগ্রী পাস কোর্স (দ্বিতীয় বর্ষ)

রোল নং - ১৩

 

 

Post a Comment

Support Us