দুরুদে শিফা শরীফ

প্রিয় ইসলামিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে “দুরুদে শিফা শরীফ” আরবি উচ্চারন, বাংলা উচ্চারণ এবং এর ফজিলত সম্পর্কে বিস্তারিত শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন এবং ভালো লাগলে পেইজটি অবশ্যই শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক -

দুরুদে শিফা শরীফ

দুরুদে শিফা শরীফ এর আরবি উচ্চারণঃ

 اَللّٰهُمَّ صَلِّ عَليٰ سَيِّدِنَا وَمَوْلۤانَا مُحَمَّدٍ طِبِّ الْقُلُوْبِ وَدَوَائِهَا

 وَعَافِيَةِ الأَبْدَانِ وَشِفَائِهَا وَنُوْرِ الاَبْصَارِ وَضِيَائِهَا وَعَليٰ اٰلِهٖ وَصَحْبِهٖ وَسَلِّمْ


দুরুদে শিফা শরীফ এর ইমেইজ

দুরুদে শিফা শরীফ এর বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা সাল্লি আ’লা সায়্যিদিনা ওয়া-মাওলানা মুহাম্মাদিন তিব্বিল কুলুবি ওয়া দাওয়া-ই-হা ওয়া-আ’ফিয়াতিল আব্দানি ওয়া-শিফায়ি-হা ওয়া-নুরিল আবছারি ওয়া-দ্বিয়ায়ি-হা ওয়া আ’লা আ’লেহি ওয়া-সহবিহি ওয়া-সাল্লিম।

 

দুরুদে শিফা শরীফ এর ফজিলতঃ এ দুরুদে শিফা শরীফ পাঠ করলে যে কোনো জটিল ও কঠিন রোগ মুক্তি পাওয়া যায় (ইনশাআল্লাহ্‌)। তবে প্রতিদিন নিয়মিত সকাল সন্ধ্যা ৩ বার পাঠ করলে মৃত্যু পর্যন্ত রোগ মুক্ত থাকা যায়।

 

স্মরণীয় যে, আরবি উচ্চারণ বাংলা মাধ্যমে পড়লে শব্দের সঠিক উচ্চারণ হয় না। তাই চেষ্টা করবেন আরবি এবারত দেখে দেখে উচ্চারণ পড়ার জন্য।

Post a Comment