প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে হযরত সোলাইমান (عَلَيْهِ ٱلسَّلَامُ) এর মূল্যবান অমীয় বাণী বা উক্তি শেয়ার করবো। আর এই উক্তিগুলো আমাদের প্রাত্যাহিক জীবনে ব্যবহার করলে অবশ্যই সফলকাম হবো, ইনশাআল্লাহ্। অনলাইনে হাজারো উক্তির মধ্যে আমার ভালোলাগা কিছু উক্তি বা বাণী আপনাদের মাঝে উল্লেখ করলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক -
➦ নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্য
অপেক্ষা কর! তিনি তোমাকে রক্ষা করবেন। - হযরত সোলাইমান (عَلَيْهِ
ٱلسَّلَامُ)
➦ দুষ্ট লোক কে তার দুষ্টামি-ই গ্রাস করবে, আপন পাপ রাশিতেই সে লট বাঁধা পড়বে। - হযরত সোলাইমান (عَلَيْهِ
ٱلسَّلَامُ)
➦ সৎ কাজ, সৎ ব্যবহার এবং সৎ স্বভাব মানুষকে সম্মানের উচ্চ আসনে অধিষ্টিত করে কিন্তু অন্যায় মানুষকে চরম মানহানি
করে। - হযরত
সোলাইমান (عَلَيْهِ ٱلسَّلَامُ)
➦ যে ব্যক্তি পাপ লুকিয়ে রাখে তার
মুক্তি নেই কিন্তু যে পাপ স্বীকার করে এবং উহা পরিত্যাগ করে, আল্লাহ তার প্রতি দয়া
প্রদর্শন করেন। - হযরত সোলাইমান (عَلَيْهِ
ٱلسَّلَامُ)
➦ যে ব্যক্তি গরীব দুঃখীর আর্তনাদ শুনে
কান বন্ধ করে রাখে, সেও একদিন আর্তনাদ করবে কিন্তু কেউ শুনবে না। - হযরত সোলাইমান
(عَلَيْهِ ٱلسَّلَامُ)
➦ আহমকের কথায় প্রতিবাদ করো না, শেষে তুমিই আহমক সেজে যাবে। - হযরত সোলাইমান (عَلَيْهِ
ٱلسَّلَامُ)
➦ জগড়া চরমে পৌঁছার আগেই ক্ষ্যান্ত হও। - হযরত সোলাইমান (عَلَيْهِ
ٱلسَّلَامُ)
➦ সততা এবং ন্যায়পরায়ণতা আল্লাহর রাহে কুরবানি
করার চাইতেও অনেক বেশী পুণ্যের। - হযরত সোলাইমান (عَلَيْهِ
ٱلسَّلَامُ)
➦ কথা বেশী বললে তার মধ্যে দোষ থাকা
অবশ্যম্ভাবী, তাই বুদ্ধিমত্তার পরিচয় হলো বাক্যকে যথাসম্ভব সংযত রাখা। - হযরত
সোলাইমান (عَلَيْهِ ٱلسَّلَامُ)
➦ যার বন্ধু বেশী থাকে তার সর্বনাশ হয়, কারণ নানাজন নানা পরামর্শ দেয়। - হযরত সোলাইমান (عَلَيْهِ
ٱلسَّلَامُ)
➦ সৎ লোক ৭ বার বিপদে পড়লে আবার উঠে
যায় কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত হয়। - হযরত সোলাইমান (عَلَيْهِ
ٱلسَّلَامُ)
➦ মনোরম বাক্য ক্রোধ নিবারণ করে আর কটু
বাক্য ক্রোধ আরও বৃদ্ধি করে। - হযরত সোলাইমান (عَلَيْهِ
ٱلسَّلَامُ)
➦ যে গরীবকে দান করে তার অভাব ঘটে না।
- হযরত সোলাইমান (عَلَيْهِ
ٱلسَّلَامُ)
➦ স্ত্রী লোকের জ্ঞান ও বৃদ্ধি তার
গৃহে, বাহিরে আসলে তা লোপ পায়। - হযরত সোলাইমান (عَلَيْهِ
ٱلسَّلَامُ)
উক্তি বা বাণী সংগ্রহ এর সূত্রঃ অনলাইন।