তৃতীয় শ্রেণির আমার বাংলা বই হ্যান্ডনোট - ছবি ও কথা

প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছো। আজকের এই ব্লগে আমি তোমাদের মাঝে তৃতীয় শ্রেণির “আমার বাংলা বই” বইয়ের প্রথম পাঠ ‘ছবি ও কথাএর হ্যান্ডনোট শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই হ্যান্ডনোট টি ঠিকমতো আয়ত্ত্ব করতে পারলে পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব হবে, ইনশাআল্লাহ্‌ তাহলে শুরু করা যাক

তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ছবি ও কথা পাঠের হ্যান্ডনোট

ছবি ও কথা এই পাঠটি পড়ে যা জানতে পারবে

  • নানা রকম সবজি, ফুল, ফল ও গাছ সম্পর্কে জানতে পারবে
  • পাখি, পিঁপড়া ও মৌমাছি কিভাবে গাছের উপকারে আসে তা জানতে পারবে
  • কীভাবে ফুল থেকে ফল হয় এবং গাছপালা থেকে আমরা কী কী পাই সে সম্পর্কে জানতে পারবে

 

ছবি ও কথাএই পাঠের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

  • আলু, শিম, বেগুন, লাউ, পটল, মুলা, গাজর, কচু, উচ্ছে, টমেটো, পিঁয়াজ, এবং মরিচ এগুলো সবজি এদের মধ্যে কিছু সবজি রান্না করে খাওয়া যায় এবং কিছু সবজি সালাদ হিসেবে কাঁচা খাওয়া যায় কাঁচা খাওয়া যায় এমন কিছু সবজির নাম যেমনগাজর, টমেটো
  • লাউ, কুমড়া, শিম, বেগুন, উচ্ছে, টমেটো, মরিচ এসব সবজি ফুল থেকে জন্ম নেয় (ফুল থেকে ফল হয়)
  • পাখি, পিঁপড়ে, মৌমাছি, বোলতা, প্রজাপতি, ফড়িং ইত্যাদি ফুল থেকে মধু সংগ্রহ করে

 

ছবি দেখি। ছবি নিয়ে ভাবি। বাক্য বলি ও খাতায় লিখি। 

তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ছবি ও কথা পাঠের হ্যান্ডনোট

বিলে অনেক সাদা ও লাল রঙের শাপলা ফুল ফুটে আছে। শাপলা ফুলের অনেক কুঁড়িও রয়েছে। শাপলা ফুলের অনেক পাতা পানির ওপর ভেসে আছে। উপরে নিল আকাশ এবং মেঘ ভেসে বেড়াচ্ছে। বিলের পাশেই গ্রামের ঘরবাড়ি ও গাছগাছালি দেখা যাচ্ছে।


তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ছবি ও কথা পাঠের হ্যান্ডনোট

একটি নৌকা নিয়ে দুজন ছেলেমেয়ে বিলে এসেছে শাপলা ফুল তুলতে। ছেলেটি দাঁড়িয়ে লগি দিয়ে নৌকা চালাচ্ছে এবং শাপলা ফুলের কাছে আসার পর মেয়েটি শাপলা ফুল তুলছে। শাপলা ফুল তুলে নৌকার পাটাতনে জমা করছে।


তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ছবি ও কথা পাঠের হ্যান্ডনোট

ছেলে ও মেয়েটি নৌকা নিয়ে বিলের পাড়ে এসেছে। সেখানে গ্রামের অনেক ছেলেমেয়ে তাদের জন্য পাড়ে অপেক্ষা করছে। ছেলেমেয়েরা নৌকা বোঝাই শাপলা ফুলে দেখে আনন্দিত। বড় মেয়েটি নিজের গলায় শাপলার মালা পরেছে এবং সকলের গলায় একটি করে শাপলার মালা পরিয়ে দিচ্ছে একটি ছেলে দৌড়ে তীরে কাছে আসছে কেউ কেউ আবার পাড়ে বসে আছে তারা সবাই খুব আনন্দ করছে

 

তথ্যসূত্রঃ

  • বইঃ আমার বাংলা বই (তৃতীয় শ্রেণি)
  • পাঠঃ ছবি ও কথা
  • পৃষ্ঠা – ৪

 

আশা করি তোমরা পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছ এবং উপকৃত হয়েছ আর এটাই আমার সার্থকতা পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন পাঠে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফেয

Post a Comment