হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) এর অমীয় বাণী

প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) এর মূল্যবান অমীয় বাণী বা উক্তি শেয়ার করবো। আর এই উক্তিগুলো আমাদের প্রাত্যাহিক জীবনে ব্যবহার করলে অবশ্যই সফলকাম হবো, ইনশাআল্লাহ্‌। অনলাইনে হাজারো উক্তির মধ্যে আমার ভালোলাগা কিছু উক্তি বা বাণী আপনাদের মাঝে উল্লেখ করলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক - 

হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) এর অমীয় বাণী


➦ ঈমানের আদর্শ হচ্ছে নিজের ক্ষতি স্বীকার করে হলেও সত্য বলা, জ্ঞানের পরিধির বাইরে কিছু বলার চেষ্টা না করা এবং অন্যের সমালোচনা করার সময় অন্তরে আল্লাহ্র ভয় জাগ্রত করা। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ অজ্ঞদেরকে মৃত্যু বরণ করার পূর্বেই মৃত অবস্থায় কালযাপন করতে হয় এবং সমাধিস্থ হবার পূর্বেই তাদের শরীর কবরের আঁধারে সমাহিত হয়, কেননা তাদের অন্তর মৃত আর মৃতের স্থান কবর। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ সব বিষয়ে ধৈর্য ধারণ করার অভ্যাস গড়ে তোলে। মাথা ব্যতীত দেহের যেমন কোনো মূল্য নেই, ধৈর্য ছাড়া আর ঈমানেরও তদ্রুপ কোনো মূল্য নেই। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ ধন সম্পদ হচ্ছে কলহের কারণ, দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষ এবং বিপদের বাহন। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) এর অমীয় বাণী


➦ বড়দের সম্মান কর, ছোটরা তোমাকে সম্মান করবে। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায় আর পূন্যের কাজ করে গর্ববোধ করলে পূন্য বরবাদ হয়ে যায়। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ তিন কারণে মানুষের চরিত্রের পরিবর্তন হয় –

  • রাজা-বাদশার সঙ্গ লাভ।
  • ক্ষমতা লাভ।
  • দারিদ্রতার পর প্রচুর ধনসম্পদ লাভ।

এই তিন অবস্থার মধ্যে কোনো এক বা একাধিক অবস্থার সম্মুখীন হয়েও যদি কোনো ব্যক্তির চরিত্রের পরিবর্তন না হয়, তবে জানবে সে ব্যক্তি বুদ্ধিমান। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ তোমার যা ভালোলাগে তাই জগৎকে দান কর, বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) এর অমীয় বাণী


➦ জ্ঞানী লোক অন্যের কাছ থেকে উপদেশ লাভ করে এবং নিজেকে উপদেশ দানের পত্র বলে মনে করে না। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ অসৎ লোকের ধন-দৌলত পৃথিবীতে সৃষ্ট জীবের বিপদ-আপদের কারণ হয়ে দাঁড়ায়। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ উচ্চাকাঙ্ক্ষা এমন এক বাহন যারে আরোহণ করার পরিণাম সীমাহীন ক্লান্তি ছাড়া আর কিছুই নয়। লোভ-লালসা, অহংকার এবং পরশ্রীকাতরতা মানুষকে অসীম পাপের পথে ঠেলে দেয়। যারা জানে সাফল্য কামণা করে তাদেরকে উপরোক্ত বিষয় গুলির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ ক্ষমতা না থাকিলে শত্রুর সম্মুখীন হইও না। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ মুখের সম্মুখে এমন বিদ্যার কথা বলিও না, যাহা সেজন বুঝিতে না পারে। বলিলে সে তোমাকে মূর্খ ও মিথ্যাবাদী ভাবিবে। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) এর অমীয় বাণী


➦ নীচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ যদি কারো প্রতি তুমি অনুগ্রহ কর, তবে তা গোপন রাখবে। আর অন্যে যদি তোমার প্রতি অনুগ্রহ করে তবে তা সাধ্যমতো প্রচার করবে। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ যে প্রাচুর্য কুপথে টানে দারিদ্র তদপেক্ষা অনেক শ্রেয়। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ ব্যক্তি বিশেষের একটি আচরণ দেখেই তার প্রতি আকৃষ্ট হইও না, তার অন্যান্য আচরণ সম্পর্কেও খোঁজ খবর নিও। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ মূর্খের সঙ্গে বন্ধুত্ব করো না, সে তোমার উপকারের চেয়ে তোমার ক্ষতিই বেশি করবে। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) এর অমীয় বাণী


➦ অসৎ লোক কাউকে মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ ধন দানে যে ব্যক্তি যত বেশি কৃপণ, মানসম্মান দানে সে তত বেশি অকৃপণ। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ আত্মীয় ত্যাগী ধনী অপেক্ষা আত্মীয় বৎসল গরিব ভালো। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ যে তোমার উপদেশ শুনতে চায় তাকে ছাড়া অন্য কাউকে উপদেশ দিও না। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ অন্যের মধ্যে যা খারাপ বলে মনে কর, নিজের মধ্যেও তা খারাপ মনে করতে শিখ। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) এর অমীয় বাণী


➦ অপ্রয়োজনীয় দুরাশার পিছনে ঘুরে জীবনপাত কারী ব্যাক্তিই সর্বাপেক্ষা বেশী ক্ষতিগ্রস্ত। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ যার লক্ষ্য চিরন্তন জীবন, প্রবৃত্তির লালসা তার ত্যাগ করা উচিত। প্রবৃত্তিকে পরাভূত করে যে কাজ করা হয়, সেই সর্বোত্তম। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ বিপদ যত বড়ই হোক, তাকে চিরস্থায়ী মনে কর না এবং মৃত্যুকে কোন সময় ভুলে যেয়ো না। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ অলসতার প্রতি আত্মসম্পন্ন করার অর্থ নিজের অধিকার হতে স্বেচ্ছায় বঞ্চিত হওয়া। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ রাজ্যের পতন হয় দেশ হতে সুবিচার উঠে গেলে, কারণ সুবিচারে রাজ্য স্থায়ী হয়। সুবিচারকের কোনো বন্ধুর দরকার হয় না। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ নিজেকে বড় বলে অপদস্থ হয়। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতদের অন্তরে যে বিদ্বেষ জন্ম হয়, তা অত্যাচারীকে ভস্ম করেই ক্ষান্ত হয় না। সে আগুনের শিখায় অনেক কিছু দগ্ধীভূত হয়। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ যা সত্য নয় তা কখনো মুখে এনো না, তাহলে সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ যার কথার উপর নিয়ন্ত্রণ নেই, তার পক্ষে মর্যাদা পাওয়ার মতো কিছুই নেই। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) এর অমীয় বাণী


➦ বুদ্ধিমানরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধ মন্তব্য করে আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে এবং পরে তা নিয়ে চিন্তা করে। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ শত্রুরা শত্রুতা করতে কৌশলে ব্যর্থ হলে তারপর বন্ধুত্বের সুরত ধরে। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ কার্পণ্য ত্যাগ করো নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ অযাচিত দানই দান, চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় লোকে দান করে, কিন্তু তা দান নহে। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ কৃপণতা সকল বদভ্যাসের সম্মিলিত রুপ। এটা এমনি এক লাগাম যা দ্বারা যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ অভ্যাসকে জয় করাই পরম বিজয়। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করে না। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ যে নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ হীনব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষের। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)


➦ মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ভদ্র হয়। - হযরত আলী (রাদিয়াল্লাহু তায়ালা আনহু)

 

উক্তি বা বাণী সংগ্রহ এর সূত্রঃ অনলাইন।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment