ডিগ্রী পাস কোর্সের প্রথম বর্ষে ভর্তির জন্য অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।
অধ্যক্ষ
‘ম’
সরকারি কলেজ
চাঁদপুর-০০০০
বিষয়ঃ
ডিগ্রী পাস কোর্সের প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন।
জনাব,
বিনীত
নিবেদন এই যে, গত ১৫ জানুয়ারি, ২০২৩ তারিখে ‘দৈনিক ইনকিলাব’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনার কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ডিগ্রী পাস কোর্সের
প্রথম বর্ষে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আমি আপনার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে
ভর্তি হতে ইচ্ছুক। নিম্নে আমার প্রয়োজনীয় তথ্যাবলি উপস্থাপন করলামঃ
নাম : হাবিব গাজী
পিতার
নাম : ইসলাম গাজী
ঠিকানা : গ্রাম + পোঃ মনোহরপুর, উপজেলাঃ কচুয়া,
জেলাঃ চাঁদপুর
জন্ম
তারিখ : ০৫/১২/২০০০ ইং
জাতীয়তা
: বাংলাদেশী
ধর্ম : ইসলাম
শিক্ষাগত
যোগ্যতা :
পরিক্ষার নাম |
শাখা |
ফলাফল |
বোর্ড |
এসএসসি |
বিজ্ঞান |
এ+ |
কুমিল্লা বোর্ড |
এইচএসসি |
বিজ্ঞান |
এ+ |
কুমিল্লা
বোর্ড |
অতএব,
মহোদয় সমীপে বিনীত প্রার্থনা, উপরিক্ত তথ্যের আলোকে আমাকে আপনার কলেজে ডিগ্রী পাস কোর্সের
প্রথম বর্ষে ভর্তির অনুমতি দানে বাধিত করবেন।
তারিখঃ
২২ জানুয়ারি ২০২৩
নিবেদক
হাবিব গাজী
সংযুক্তিঃ
মাধ্যমিক,
উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কসীটের সত্যায়িত অনুলিপিসমূহ।
মাধ্যমিক,
উচ্চ মাধ্যমিক পাসের সত্যায়িত প্রশংসাপত্র।
মাধ্যমিক,
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের সত্যায়িত অনুলিপি।
সদ্য
তোলা দুই কপি সত্যায়িত ছবি।