Infinitive এর Common ব্যবহার

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Infinitive’ এর Common কিছু ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Infinitive এর Common ব্যবহার

Infinitive এর Common ব্যবহার –

Verb এর Subject হিসেবে। যেমন –

To err is human.

To forgive is divine.


⇘ Verb এর Object হিসেবে। যেমন –

They expect to succeed.

An honest man does not fear to die.


⇘ Verb এর Complement হিসেব। যেমন –

He appears to be a wise man.

They ordered him to be punished.


⇘ Preposition এর Object হিসেবে। যেমন –

He is about to die.

They came to see the sports.


⇘ Command বা Instruction বুঝাতে be + infinitive ব্যবহৃত হয়। যেমন –

He is to do the work.


⇘ Too বা enough এর সাথে Infinitive ব্যবহৃত হয়। যেমন –

He is too weak to walk.

He is strong enough to carry the load.


⇘ কোনো বাক্য কে Qualify করতে কিছু কিছু ‘Infinitive Phrase’ বাক্যের শুরুতে বা শেষে ব্যবহৃত হয়। যেমন –

To speak the truth, I have not done it.

To tell frankly, he is a liar.


⇘ Adverb রূপে কোনো Verb কে modify করতে Infinitive ব্যবহৃত হয়। যেমন –

He came to see me.


⇘ Adverb রূপে কোনো Adjective কে modify করতে Infinitive ব্যবহৃত হয়। যেমন –

He is too weak to walk.


⇘ Adjective রূপে কোনো Noun কে qualify করতে Infinitive ব্যবহৃত হয়। যেমন –

This is a chair to sit on.


⇘ অতীতে কোনো অভ্যাস উল্লেখ করতে used + infinitive ব্যবহৃত হয়। যেমন –

I used to smoke, but now I have stopped.

I used to go to the market, but I do not go now.


⇘ নিম্নের Adjective গুলোর পরে Infinitive ব্যবহৃত হয়:

Able

Fortunate

Ready

Afraid

Free

Relieved

Agreeable

Glad

Right

Amazed

Grateful

Rude

Amusing

Happy

Sad

Angry

Hard

Safe

Anxious

Hesitant

Selfish

Apt

Inclined

Sensible

Ashamed

Interested

Shocked

Astonished

Keen

Silly

Bound

Kind

Slow

Careful

Likely

Sorry

Certain

Lucky

Stupid

Content

Mad

Sure

Crazy

Nice

Surprised

Cruel

Pleasant

Thankful

Determined

Pleased

Thrilled

Due

Prepared

Welcome

Eager

Prompt

Wicked

Easy

Proud

Wise

Excited

Qualified

Worthy

Fit

Quick

Wrong

 


আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment