প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Infinitive’ এর Common কিছু ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
Infinitive এর Common ব্যবহার –
⇘ Verb এর Subject হিসেবে। যেমন –
To
err
is human.
To
forgive is divine.
⇘ Verb এর Object হিসেবে। যেমন –
They expect to succeed.
An honest man does not fear to die.
⇘ Verb এর Complement হিসেব। যেমন –
He appears to be a wise man.
They ordered him to be punished.
⇘ Preposition এর Object হিসেবে। যেমন –
He is about to die.
They came to see the sports.
⇘ Command বা Instruction বুঝাতে be +
infinitive ব্যবহৃত হয়। যেমন –
He is to do the work.
⇘ Too বা enough এর সাথে Infinitive ব্যবহৃত
হয়। যেমন –
He is too weak to walk.
He is strong enough to carry the load.
⇘ কোনো বাক্য কে Qualify করতে কিছু কিছু
‘Infinitive Phrase’ বাক্যের শুরুতে বা শেষে ব্যবহৃত হয়। যেমন –
To
speak the truth, I have not done it.
To
tell frankly, he is a liar.
⇘ Adverb রূপে কোনো Verb কে modify করতে Infinitive
ব্যবহৃত হয়। যেমন –
He came to see me.
⇘ Adverb রূপে কোনো Adjective কে modify করতে
Infinitive ব্যবহৃত হয়। যেমন –
He is too weak to walk.
⇘ Adjective রূপে কোনো Noun কে qualify করতে
Infinitive ব্যবহৃত হয়। যেমন –
This is a chair to sit on.
⇘ অতীতে কোনো অভ্যাস উল্লেখ করতে used +
infinitive ব্যবহৃত হয়। যেমন –
I
used to smoke, but now I have stopped.
I
used to go to the market, but I do not go now.
⇘ নিম্নের Adjective গুলোর পরে Infinitive ব্যবহৃত হয়:
Able |
Fortunate |
Ready |
Afraid |
Free |
Relieved |
Agreeable |
Glad |
Right |
Amazed |
Grateful |
Rude
|
Amusing |
Happy
|
Sad |
Angry
|
Hard |
Safe
|
Anxious |
Hesitant
|
Selfish |
Apt
|
Inclined |
Sensible
|
Ashamed |
Interested
|
Shocked |
Astonished
|
Keen |
Silly
|
Bound |
Kind
|
Slow |
Careful
|
Likely |
Sorry
|
Certain |
Lucky
|
Stupid |
Content
|
Mad |
Sure
|
Crazy |
Nice
|
Surprised |
Cruel |
Pleasant |
Thankful |
Determined |
Pleased
|
Thrilled |
Due
|
Prepared |
Welcome
|
Eager |
Prompt
|
Wicked |
Easy
|
Proud |
Wise
|
Excited |
Qualified
|
Worthy |
Fit
|
Quick |
Wrong
|
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।