প্রিয় ইসলামিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে “দুরুদে তুনাজ্জিনা” আরবি উচ্চারন, বাংলা উচ্চারণ এবং এর ফজিলত সম্পর্কে বিস্তারিত শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন এবং ভালো লাগলে পেইজটি অবশ্যই শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক -
দুরুদে তুনাজ্জিনা
এর আরবি উচ্চারণঃ
اَللّٰهُمَّ صَلِّ عَليٰ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَعَليٰ اٰلِ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلوٰةً تُنَجِّيْنَا
بِهَا مِنْ جَمِيْعِ الْأَهْوَالِ وَاْلآفَاتِ وَتَقْضِيْ لَنَا بِهَا مِنْ جَمِيْعِ الْحَاجَاتِ
وَتُطَهِّرُنَا بِهَا مِنْ جَمِيْعِ السَّيِّاٰتِ وَتَرْفَعُنَا بِهَا عِنْدَكَ اَعْليٰ الدَّرَجَاتِ وَتُبَلِّغُنَا
بِهَا اَقْصىٰ الْغَايَاتِ مِنْ جَمِيْعِ الْخَيْرَاتِ فِي الْحَيَاتِ وَبَعْدَ الْمَمَاتِء اِنَّكَ
عَليٰ كُلِّ شَيْئٍ قَدِيْرٍ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ
দুরুদে তুনাজ্জিনা
এর বাংলা উচ্চারণঃ
আল্লাহুম্মা সাল্লি আ’লা সায়্যিদিনা মুহাম্মদিন
ওয়া-আলা আ’লি সায়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামি’য়িল আহওয়ালি
ওয়াল-আফাতি ওয়া-তাক্বদি লানা বিহা মিন জামি’য়িল হাজাত ওয়া-তুত্তাহিরুনা মিন জামি’য়িল
সাইয়্যেয়াত ওয়া-তারফা’য়ুনা বিহা ইনদিকা আ’য়লা দারাজাত ওয়া-তুবাল্লিগুনা বিহা আক্বচাল
গা’য়াতি মিন জামি’য়িল খায়রাতি ফিল হায়াতি ওয়া-বা’য়দাল মামাত। ইন্নাকা আ’লা কুল্লি শাইয়্যিন
ক্বাদির বিরাহমাতিকা ইয়া-আরহামা-র রাহিমীন।
স্মরণীয় যে, আরবি উচ্চারণ বাংলা মাধ্যমে পড়লে শব্দের সঠিক উচ্চারণ হয় না। তাই চেষ্টা করবেন আরবি এবারত দেখে দেখে উচ্চারণ পড়ার জন্য।
দুরুদে তুনাজ্জিনা এর বাংলা অনুবাদঃ
হে আল্লাহ! আপনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ)
ও তাঁর বংশধরগণের উপর বিভিন্ন প্রকার রহমত নাযিল করেন। আর এই দুরুদ শরীফের উসিলায়
আমাদেরকে সকল প্রকার বিপদ হতে রক্ষা করেন। আমাদের যাবতীয় চাহীদা পূর্ণ করুন।
আমাদের কে সব রকম পাপকার্য হতে বিরত ও পবিত্র রাখুন। আর আমাদেরকে কল্যাণের শেষ
সীমায় পৌঁছে দিন। নিশ্চয়ই আপনি সর্ব বিষয় মহা শক্তিমান। অতএব, হে দয়াময় আল্লাহ!
আমাদেরকে নিজ দয়ায় দয়া করুন।
দুরুদে তুনাজ্জিনা
এর ফজিলতঃ
⇘ পবিত্রতার সহিত একই বৈঠকে দুরুদে তুনাজ্জিনা
১ হাজাত বার পাঠ করলে গুরুতর মোকাদ্দমায় সুফল পাওয়া যায়।
⇘ প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পরে দুরুদে তুনাজ্জিনা ১১ বার পাঠ করলে চাকরি এবং রিজিকের মধ্যে কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ্
⇘ এই দুরুদ শরীফ ১ মুষ্টি মাটির উপর ৩ বার পাঠ করে উক্ত মাটির উপর ৩ টি ফুঁক দিয়ে কবরের উপর ছিটিয়ে দিলে শিয়াল এবং কুকুর দ্বারা সেই কবরে কোনো অনিষ্ট হবে না।