দুরুদে ফতুহাত ও দুরুদে ফতুহাত এর ফজিলত

প্রিয় ইসলামিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে “দুরুদে ফতুহাত” আরবি উচ্চারন, বাংলা উচ্চারণ এবং এর ফজিলত সম্পর্কে বিস্তারিত শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন এবং ভালো লাগলে পেইজটি অবশ্যই শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক -

দুরুদে ফতুহাত ও এর ফযিলত

দুরুদে ফতুহাত এর আরবি উচ্চারণঃ


 بِسْمِ اللهِ اَللّٰهُمَّ صَلِّ  وَسَلٌم عَليٰ سَيِّدِنَا  وَ مَولاًنَا مُحَمٌدٍ  وَعَلٰي اٰلِهٖ بِعَدَدِ اَنْوَاعِ الرِّزْقِ وَالْفُتُوْحَاتِ يَابَاسِطَ الَّذِيْ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاءُ بِغَيْرِ حِسَابٍء اُبْسُطْ عَلَيْنَا رِزْقًا وَاسِعًا مِنْ كُلِّ جِهَةٍ مِّنْ خَزَائِنِ غَيْبِكَ بِغَيْرِ مِنَّةٍ مَّخْلُوْقٍ ِبۢمَحْضٍ فَضْلِكَ وَكَرَمِكَ بِغَيْرِ حِسَابٍ


দুরুদে ফতুহাত ও দুরুদে ফতুহাত এর ফজিলত


দুরুদে ফতুহাত এর বাংলা উচ্চারণঃ

বিসমিল্লাহি আল্লাহুম্মা সাল্লি ওয়া-সাল্লিম আলা সায়্যিদিনা ওয়া-মাওলানা মুহাম্মাদিন ওয়া-আলা আলিহি বি-আদাদি আনওয়ায়ির-রিজ্বকি ওয়াল-ফুতুহাতি ইয়া-বাছিতা-ল্লাযি ইয়াবছুতু-রিজ্বকা লিমাইয়্যাশা-উ বিগায়রি হিসাব। ওবছুত আলায়না রিজ্বকান ওয়াসি’য়ান মিন কুল্লি জিহাতিম মিন খাজা’ইয়িনি গা’ইয়বিকা বিগায়রি মিন্নাতিম মাখলুকিম বিমাহযি ফাদ্বলিকা ওয়া কারামিকা বিগায়রে হিসাব।

 

স্মরণীয় যে, আরবি উচ্চারণ বাংলা মাধ্যমে পড়লে শব্দের সঠিক উচ্চারণ হয় না তাই চেষ্টা করবেন আরবি এবারত দেখে দেখে উচ্চারণ পড়ার জন্য

 

দুরুদে ফতুহাত এর ফজিলতঃ

  • দুরুদে ফতুহাত শরীফ প্রত্যহ ৩ বার পাঠ করলে যে কোন ব্যবসায়ে , চাকরিতে কিংবা ক্ষেতে খামারে কাজে কখনও কোন অবনতি আসতে পারে না; বরং দিন দিন তা প্রব্রিদ্ধি প্রাচুর্যে পূর্ণ হয়ে উঠে। 
  • দুরুদ ফতুহাত শরিফের পাঠকারির ইহকাল ও পরকালের কাজে আশাতিত সুফল লাভ হয়ে থাকে। যারা নানা রকমের সমস্যাজালে জড়িত হয়ে পড়েছেন, তারা এই দুরুদ শরীফ প্রত্যেক নামায বাদ ৩ বার করে পাঠ করলে, আল্লাহ তায়ালা অচিরেই তাকে সমস্যা মুক্ত করে দেবেন। 

Post a Comment