প্রিয় ইসলামিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে “দুরুদে সা’য়াদাত” আরবি উচ্চারন, বাংলা উচ্চারণ এবং এর ফজিলত সম্পর্কে বিস্তারিত শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন এবং ভালো লাগলে পেইজটি অবশ্যই শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক -
দুরুদে সা'য়াদাত
এর আরবি উচ্চারণঃ
اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا وَمَوْلانَا مُحَمَّدٍ عَدَدَ مَا فِي عِلْمِ اللهِ صَلَوٰةً دَائمَةً بِدَوَامِ مُلْكِ اللهِ
দুরুদে সা’য়াদাত
এর বাংলা উচ্চারণঃ
আল্লাহুম্মা সল্লি’য়ালা সায়্যিদিনা ওয়া-মাওলানা
মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দা’য়িমাতান বিদাওয়ামি মুলকিল্লাহি।
স্মরণীয় যে, আরবি উচ্চারণ বাংলা মাধ্যমে পড়লে শব্দের সঠিক উচ্চারণ হয় না। তাই চেষ্টা করবেন আরবি এবারত দেখে দেখে উচ্চারণ পড়ার জন্য।
দুরুদে সা’য়াদাত
এর ফজিলতঃ
প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি
(রহঃ) বলেন, যে ব্যাক্তি ১ বার দুরুদে সা’য়াদাত শরীফ পাঠ করেন, তাহলে তার আমলনামায়
৬ লক্ষ বার দুরুদ পাঠের সাওয়াব লিখিত হয়। আর এই দুরুদ শরীফ কে “সালাতুস সা’য়াদাত বা
সৌভাগ্য আনয়নকারী” হিসেবে বলা হয়। তথ্যসূত্র – দালায়েলুল খায়রাত