প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে “Gerund” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
Gerund এর সংজ্ঞা -
Verb এর Present Form এর সাথে ‘ing’ যুক্ত হয়ে যদি তা একসঙ্গে Noun ও Verb এর কাজ সম্পন্ন করে তবে তাকে Gerund বলে। যেমন –
Swimming is a good
exercise.
She started drinking.
উদাহরণ বিশ্লেষণঃ প্রথম বাক্যে ‘swim’ এর সাথে ‘ing’ যোগ করে “swimming” গঠিত হয়েছে। এখানে “swimming” দ্বারা “সাঁতার কাটা” কাজটি বুঝায় এবং তা ‘is’ Verb এর Subject অর্থাৎ ‘swimming’ এখানে Noun এর কাজ সম্পন্ন করছে। যেহেতু প্রথম বাক্যে ‘swimming’ একই সাথে Noun ও Verb এর কাজ সম্পাদন করে তাই তা Gerund.
দ্বিতীয় বাক্যে – ‘drinking’ Verbal টি
Verb ‘drink’ এর সাথে ‘ing’ যুক্ত হয়ে গঠিত হয়েছে। এখানে ‘drinking’ দ্বারা “পান করা” কাজটি বুঝাচ্ছে। অন্যদিকে ‘drinking’ প্রথম Verb টির Object হিসেবে বসেছে। তাই ‘drinking’
Noun এর কাজ সম্পন্ন করেছে। যেহেতু ‘drinking’ একই সাথে Noun ও Verb এর কাজ সম্পাদন করে তাই ‘drinking’ এখানে Gerund.
Gerund এর ব্যবহার -
⇘ Transitive Verb এর
Object হিসেবে Gerund ব্যবহৃত হয়। যেমন –
I enjoyed swimming yesterday.
He likes singing in the bathroom.
উপরের বাক্য দুটিতে ‘enjoyed এবং likes’ হলো দুটি Transitive Verb যাদের Object হিসেবে ব্যবহৃত হয়েছে যথাক্রমে “swimming এবং singing”
Gerund.
⇘ Preposition এর
Object হিসেবে বাক্যে Gerund ব্যবহৃত হয়। যেমন –
I am interested in swimming.
They excel in studying Dhaka.
উপরের বাক্য দুটিতে “interested in
এবং excel in” Prepositional Phrase এরপর যথাক্রমে “swimming এবং studying” Gerund দুটি ব্যবহৃত হয়েছে।
⇘ Linking Verb এর পরে Complement হিসেবে Gerund ব্যবহৃত হয়। যেমন –
His profession is writing.
My hobby is angling.
উপরের বাক্য দুটিতে ‘is’ Linking
Verb এর পরে Gerund
“writing এবং angling” ব্যবহৃত হয়েছে।
⇘ Compound Noun এর অংশরূপে বাক্যে Gerund ব্যবহৃত হয়। যেমন –
He has a looking glass.
She wanted my writing pen.
উপরের বাক্য দুটিতে “looking glass
এবং writing pen” হলো Compound Noun,
যাদের অংশ হিসেবে যথাক্রমে “looking ও writing’ Gerund ব্যবহৃত হয়েছে।
⇘ To Infinitive এর পরিবর্তে Gerund ব্যবহৃত হয়। যেমন –
To
tell
a lie is a sin. (To Infinitive)
Telling a lie is a
sin. (Gerund)
To
swim
is good for your health. (To Infinitive)
Swimming is good for
health. (Gerund)
To
work
is essential for your life. (To Infinitive)
Working is essential
for your life. (Gerund)
⇘ By + Gerund যুক্ত হয়ে বাক্য গঠিত হতে পারে। যেমন –
By
going there, we can meet him.
By
reading regularly, you can pass the examination.
By
working hard, you can be successful.
⇘ Without + Gerund যুক্ত হয়ে বাক্য গঠিত হয়। যেমন –
Without
swimming, you can’t be healthy.
Without
helping me, you can’t be helped.
Without
having money, you can’t buy it.
⇘ কখনো কখনো Preposition এর পরে Verbal Noun বা Gerund ব্যবহৃত হয়। যেমন –
He is addicted to drinking.
He is used to going there.
I am committed to helping you.
⇘ Gerund Verb এর
Subject হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন –
Swimming is a good
exercise for all.
Rising
early
in the morning is a good habit.
উপরের বাক্য দুটিতে Participle
“swimming ও rising” বাক্যের Subject হিসেবে ব্যবহৃত হয়েছে।
⇘ Gerund অনেক সময় বাক্যে Nominative Absolute রূপে কাজ করে। যেমন –
Maha being honest can prevent his son from doing evil deeds.
The weather being fine, they went out for a walk.
উপরের বাক্য দুটিতে “being” হলো Nominative Absolute এবং এগুলো Gerund এর কাজ করছে।
Gerund এর বৈশিষ্ট্য ও অবস্থান -
সাধারণত Gerund একইসাথে Verb ও Noun এর কাজ করে। এই বিশেষ ক্ষমতার জন্য এর নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে। আবার বাক্যে Gerund এর অবস্থান সবসময় একস্থানে থাকে না। অর্থের তারতম্য এবং ব্যবহারিক ভিন্নতার কারণে Gerund এর অবস্থান পরিবর্তিত হতে পারে। নিম্নে Gerund এর বৈশিষ্ট্য ও অবস্থান সম্পর্কে আলোকপাত করা হলো –
⇘ Gerund এর আগে Possessive Case হিসেবে Noun বা Pronoun উভয়ই ব্যবহৃত হতে পারে। যেমন –
Father does not like my making late.
He became happy at his son’s passing in the examination.
উপরের বাক্য দুটিতে Pronoun ও Noun এর Possessive
form হিসাবে যথাক্রমে my ও son’s ব্যবহৃত হয়েছে এবং এগুলোর পরে Gerund “making ও passing” ব্যবহার করা হয়েছে।
⇘ Gerund এর পূর্বে অনেকসময় Preposition এর অর্থ প্রকাশের জন্য ‘a’ ব্যবহার করা হয় যা প্রকৃতপক্ষে Preposition
‘on’ কে নির্দেশ করে। যেমন –
The king went a (on) hunting.
They kept a (on) contacting.
উপরের বাক্য দুটিতে Gerund
“hunting এবং contacting” এর আগে Preposition
“on” এর পরিবর্তে ‘a’ ব্যবহৃত হয়েছে।
⇘ To have verb এবং
To be verb থেকে গঠিত Gerund এর পরিবর্তী Verb টি সাধারণত Past Participle form এর হয়ে থাকে। যেমন –
He was afraid of being destroyed.
I am tired of having worked for a long time.
উপরের বাক্য দুটিতে To have verb এবং To be verb এর পরে যথাক্রমে Verb এর Past Participle form “destroyed ও
worked’ ব্যবহার করা হয়েছে।
⇘ Avoid, defer, deny, dislike, enjoy,
finish, forgive, pardon, postpone, prevent, prohibit, recollect, start, stop,
suggest, try, understand ইত্যাদি Verb এর পরে সাধারণত Gerund ব্যবহৃত হয়। যেমন –
You should avoid smoking.
He enjoys
playing cricket.
উপরের বাক্য দুটিতে “avoid ও enjoy” Verb দুটির পরে যথাক্রমে Gerund
“smoking ও playing” ব্যবহৃত হয়েছে।
⇘ At, for, in, of, on ইত্যাদি Preposition যখন Preposition
Phrase এর অংশ হিসেবে ব্যবহৃত হয় তখন এগুলোর পরে Gerund ব্যবহার করা হয়। যেমন –
He insisted on my going there.
She aimed at overcoming the fear.
উপরের বাক্য দুটিতে Preposition
“on ও at” এর পরে যথাক্রমে Gerund “going ও
overcoming” ব্যবহৃত হয়েছে।
⇘ Can’t stand (সহ্য করা), Can’t help (এড়ানো/ঠেকানো), it’s no use
(দরকার নেই),
It’s no good (ভালো কাজ নয়) ইত্যাদি expression বা অভিব্যক্তির পরে verb এর ing যুক্ত form বা Gerund ব্যবহার করা হয়। যেমন –
I can’t stand bearing his behaviour anymore.
He could not help laughing at the joke.
It’s no use helping him.
It’s no good following an evil personality.
উপরের বাক্যগুলোতে প্রত্যেকটি Expression বা অভিব্যক্তির পরে Verb এর ing যুক্ত form বা Gerund ব্যবহার করা হয়েছে।
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।