বাংলা অর্থসহ গুরুত্বপূর্ণ Phrasal Verb এর তালিকা PDF ডাউনলোড

প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগে আপনাদের মাঝে ইংরেজি ব্যাকরণের “Phrasal Verb” এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে শুরু করা যাক

বাংলা অর্থসহ গুরুত্বপূর্ণ Phrasal Verb এর তালিকা

Phrasal Verb বলতে সে সকল Verb বা ক্রিয়াকে বুঝায় যেগুলো সাধারণ Verb এর মতো এক Word এর না হয়ে দুই বা তিন Word-এর সমন্বয়ে গঠিত। কিন্তু বাক্যে একটি ক্রিয়ার ন্যায় অবস্থান করে এবং অর্থ প্রকাশ করে। এ ধরনের Verb কে কখনো কখনো Multi-word Verb বা Group Verb বলা হয়। যেমন –

Maha gave up the opportunity of studying at a foreign university. (মাহা একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পরিত্যাগ করল )

Buying that house really run out my savings. ( বাড়ি কেনায় আমার সমস্ত সঞ্চয় শেষ হয়ে গেছে ।)


নিম্নে কতিপয় গুরুত্বপূর্ণ Phrasal Verb এর তালিকা দেওয়া হলো


Phrasal Verb এর তালিকা

A

Phrasal Verb

অর্থ

Abide by

মেনে  চলা

Abstain from

বিরত থাকা

Accede to

সম্মত হওয়া

Account for

ব্যাখ্যা করা

Act as

হিসেবে কাজ করা

Act up

বিগড়ে যাওয়া

Act upon

ক্ষতি করা

Act under

আদেশ অনুসারে কাজ করা

Act on

পালন করা

Act for

কারো পক্ষে কাজ করা

Act against

বিপক্ষে কাজ করা

Act up to

আশানুরূপ কাজ করা

Add to

বৃদ্ধি করা

Add up

যোগ করা

Adhere to

লেগে থাকা

Adjust to

মানানসই করে নেয়া

Agree with

কারো সাথে মতের মিল হওয়া

Agree to

কোনো বিষয়ে একমত হওয়া

Aim at

কোনো কিছুর প্রতি লক্ষ্য নির্দিষ্ট করা

Aim to

কামনা করা

Alight on

অবতরণ করা

Allow for

বিবেচনা করা

Allude for

উল্লেখ করা

Answer for

জবাবদিহি করা

Answer to

উত্তর করা

Apply for

আবেদন করা

Apply to

প্রযোজ্য হওয়া

Approve of

অনুমোদন দেওয়া

Argue for

পক্ষে যুক্তি দেখানো

Arrive at

পৌঁছানো

Ask after

খোঁজ নেওয়া

Attend to

মনোযোগ দিয়ে শোনা

Average out

গড় হিসাব করা

B

Phrasal Verb

অর্থ

Back down

বিশ্বাস/মত পরিত্যাগ করা

Back out

সরে পড়া

Back up

সহয়তা/সমর্থন করা

Bail out

জামিন দিয়ে ছাড়িয়ে আনা

Bank on

নির্ভর করা

Bargain for

প্রত্যাশা করা

Bear off

প্রতিযোগিতায় জয়লাভ করা

Bear down

দমন করা

Bear up

মনের জোর বজায় রাখা

Bear in mind

স্মরণ রাখা/করা

Bear a hand

সহায়তা করা

Bear out

সমর্থন করা

Bear with

ধৈর্য ধরা

Bash in

চূর্ণ করা

Bash on

অযন্ত্রের সাথে কিছু চালিয়ে যাওয়া

Beat down

কমানো

Beat off

প্রতিরোধ করতে সমর্থ হওয়া

Beat up

উত্তম মধ্যম দেওয়া

Believe in

বিশ্বাস করা

Belong to

অধিকারে থাকা

Belong with

একই সাথে থাকা

Bestow on

দান করা

Beware of

সাবধান হওয়া

Blare out

কর্কশভাবে বাজা

Blast out

খুব জোরে বের হয়ে আসা

Blot out

মুছে ফেলা

Blow away

উড়িয়ে নেওয়া

Blow over

বয়ে যাওয়া

Blow off

নির্গত করা

Blow out

নিভানো

Blow up

বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া

Blurt out

হঠাৎ বলে ফেলা

Book in

নাম রেজিস্ট্রি করানো

Boom out

শব্দ হওয়া

Bottle up

রুদ্ধ করা

Bring about

ঘটানো

Bring down

নিম্নমুখী করা

Bring in

আনয়ন করা

Bring to light

প্রকাশিত হওয়া

Bring forth

উৎপাদন

Bring on

ঘটানো

Bring up

প্রতিপালন করা

Bring round

সচেতন করা

Bring back

ফেরত দেওয়া

Break into

কোনো কিছু ভেঙ্গে প্রবেশ করা

Break out

প্রাদুর্ভাব হওয়া

Break up

ছুটি দেওয়া

Break down

ভেঙ্গে পড়া

Break through

জোর করে পথ করা

Break with

সম্পর্ক ছিন্ন করা

Break away

পালানো

Break off

সম্পর্ক না রাখা

Breathe in

নিঃশ্বাস নেওয়া

Brick up

ছিদ্র বন্ধ করা

Brim over

উপচে পড়া

Bristle with

পরিপূর্ণ হওয়া

Brush aside

সরিয়ে রাখা

Brush up

পাকা করা

Bubble over

উথলে পড়া

Buck up

তাড়াতাড়ি করা

Build up

গড়ে তোলা

Bump into

হঠাৎ সাক্ষাৎ করা

Bundle up

একত্রে গাদা করা

Burn down

সম্পূর্ণ ধ্বংস করা

Burn out

সম্পূর্ণ নিভে যাওয়া

Burst into

হঠাৎ ফেটে পড়া

Burst out

হঠাৎ শুরু করা

Butt in

হস্তক্ষেপ করা

Button up

বোতাম আটকানো

Buy off

ঘুষের মাধ্যমে কেনা

C

Phrasal Verb

অর্থ

Call up

স্মরণ করা

Call for

দাবি করা

Call in

ডাকা

Call off

প্রত্যাহার করা

Call at

কোনো স্থানে যেয়ে দেখা করা

Call on

সাক্ষাত করা

Call upon

আহবান করা

Call out

ডাকা

Calm down

শান্ত হওয়া

Care for

গ্রাহ্য করা

Carry off

বহন করা

Carry away

স্থানান্তরিত করা

Carry on

চালিয়ে যাওয়া

Carry out

মান্য করা

Carry about

সাথে নিয়ে বেড়ানো

Carve out

গঠন করা

Cast off

ছেড়ে যাওয়া

Catch on

জনপ্রিয় হওয়া

Catch up with

নাগাল ধরা

Chalk up

লেখা

Change into

পরিবর্তন করা

Check out

পরীক্ষা করা

Cheer up

উৎফুল্ল করা

Chop down

কেটে নামান

Clean out

পরিষ্কার করা

Clean up

পরিষ্কার করা

Clear off

পরিষ্কার হওয়া

Clear up

পরিষ্কার করা

Clear out

সম্পূর্ণ পরিষ্কার করা

Close down

স্থায়ীভাবে বন্ধ করা

Close in

নিকটে অগ্রসর হওয়া

Close up

সম্পূর্ণভাবে বন্ধ করা

Close with

মারামারি শুরু করা

Come about

ঘটা

Comes across

হঠাৎ দেখা

Come upon

হঠাৎ দেখা

Come round

সুস্থ হওয়া

Come out

প্রকাশ পাওয়া

Come off

সাফল্যের সাথে শেষ হওয়া

Come from

জন্মগ্রহণ করা

Come by

পাওয়া

Come over

পরিবর্তন আসা

Come along

সাথে আসা

Count in

গণনা করা/হিসাব করা

Count on

নির্ভর করা

Count out

বাদ দেওয়া

Cut out

বন্ধ করা

Cut down

কেটে ফেলা/কমানো

Cut off

বিচ্ছিন্ন করা

Cut back

উল্লেখযোগ্য পরিমাণে কমানো

Cut up

মর্মাহত হওয়া

Cut a sorry figure

খারাপ করা

Cut in

বাধা সৃষ্টি করা

D

Phrasal Verb

অর্থ

Die away

বিলুপ্ত হওয়া

Die down

বেগ প্রশমিত হওয়া

Die out

বিলুপ্ত হওয়া

Die from

কোনো কিছুর পরিণতি রুপে মরা

Die by

দুর্ঘটনায় মরা

Die of

রোগে মারা যাওয়া

Die for

দেশের জন্য মারা যাওয়া

Die off

গাদা গাদা মরা

Do away with

লোপ করা

Do down

প্রতারণা করা

Do for

পক্ষে কাজ করা

Do in

হত্যা করা

Do out

পরিষ্কার করা

Do on

পরা

Do without

ব্যতীত

Do off

খোলা

Draw in

অন্ধকার হয়ে আসা

Draw up

মুসাবিদা করা

Draw on

ব্যবহার করা/ আক্রমণের জন্য অস্ত্র বের করা

Draw back

পিছু হটা

Draw from

উৎসাহ পাওয়া

Draw into

পূর্বে ইচ্ছা ছিল না এমন কাজে জড়িয়ে পড়া

Drop by

হঠাৎ দেখা করা

Drop in

অল্লক্ষণের জন্য দেখা করা

Drop into

কিচ্ছুক্ষণের জন্য থামা

Drop off

পড়ে যাওয়া / কমে যাওয়া / তন্দ্রাচ্ছন্ন হওয়া

E

Phrasal Verb

অর্থ

Eager for

আগ্রহ

Eligible for

যোগ্য

End in

পরিণতি

Endowed with

গণসমৃদ্ধ

Engaged with

ব্যাস্ত (a person), in (নিমগ্ন) some work

Enter into (a room)

প্রবেশ করা

Entitled to

অধিকারী

Entrust with

দায়িত্ব দেয়া

Equal in (rank) with

সমকক্ষ হওয়া

Escape from

নিষ্কৃতি

Essential to

অত্যাবশ্যক

Excel in

গুণে বা কৃতিত্বে শ্রেষ্ঠ হওয়া

Exception to

ব্যতিক্রম

Exempt from

রেহাই দেওয়া

Expert at, in

দক্ষ

F

Phrasal Verb

অর্থ

Fade away

অদৃশ্য হওয়া

Fade in

মুছে যাওয়া / পরিষ্কার হওয়া

Fade out

নিঃশেষ করা/ধীরে ধীরে কমে যাওয়া

Fall back

পিছু হটা

Fall behind

পিছনে পড়া

Fall in with

একমত হওয়া

Fall apart

খারাপ হওয়া / ভেঙ্গে যাওয়া

Fall away

ধীরে ধীরে কমে যাওয়া

Fall away

নিম্নগামী হওয়া

Fall off

হ্রাস পাওয়া

Fall into

ভাগ করতে পারা

Fall on

সাংঘাতিকভাবে আক্রমণ করা

Fall out

পড়ে যাওয়া

Fall to

সূচনা করা

Fall through

ব্যর্থ হওয়া

Fall back upon

শেষ অবলম্বনরুপে গ্রহণ করা

Fall a victim to

শিকারে পরিণত হওয়া

Fed up

সাংঘাতিকভাবে বিরক্ত হওয়া

Fix up

আয়োজন করা

Fix with a look/stare/gaze

স্থির দৃষ্টিতে কোনো দিকে চেয়ে থাকা

Fix on

পছন্দ করা

G

Phrasal Verb

অর্থ

Get about

প্রচারিত হওয়া

Get away

পালানো

Get away with

কোনো কিছু চুরি করে নিয়ে পলায়ন করা

Get back

ফেরত পাওয়া

Get at

লাভ করা

Get behind

পিছিয়ে যাওয়া

Get by

জীবন ধারণ করা

Get up

উঠা

Get on

যানবাহনে উঠা

Get in

কোনো স্থানে আসা

Get into

প্রবেশ করা

Get on

অগ্রসর হওয়া

Get on with

সমান তালে চলা

Get over

অতিক্রম করা/আরোগ্য লাভ করা

Get through

ফোনে লাইন পাওয়া/সমাধান করা

Get off

শাস্তি না পাওয়া

Get out

বের হওয়া

Get up to

নির্দিষ্ট মাত্রায় পৌঁছানো

Get round

উত্তীর্ণ হওয়া/রাজি করানো

Give away

দান করা/কন্যাদান করা

Give in

রাজি হোয়া/পরাজয় মেনে নেয়া

Give off

ছড়ানো/নির্গত করা

Give on to

সোজাসুজিভাবে দেখতে পাওয়া

Give out

শেষ হোয়া/ঘোষণা করা

Give over

থামা/বন্ধ করা

Give up

পরিত্যাগ করা/আত্মসমর্পণ করা

Go about

কাজ শুরু করা/ ঘুরে বেড়ানো

Go after

পাওয়ার চেষ্টা করা/পিছু নেয়া

Go against

বিরুদ্ধে যাওয়া

Go ahead

চালিয়ে যাওয়া

Go along

চালিয়ে যাওয়া

Go around

ছড়ানো/পর্যাপত হওয়া

Go at

আক্রমণ করা

Go back

প্রত্যাগমন করা

Go before

পূর্বাগামী হওয়া

Go beyond

অতিক্রম করা / ছাপিয়ে যাওয়া

Go by

অতীত হওয়া

Go by

চালিত হওয়া/অনুসরণ করা

Go down

নিম্নগতি হওয়া

Go down with

অসুস্থ হওয়া

Go for

আক্রমণ করা

Go in

ঘরে প্রবেশ করা

Go in for

পরীক্ষায় অবতীর্ণ হওয়া

Go into

জোরে আঘাত করা

Go off

স্থান ত্যাগ করা

Go off with

অন্যের সাথে সম্পর্ক তৈরির জন্য সঙ্গী ত্যাগ করা

Go on

চালিয়ে যাওয়া

Go out

বাসার বাইরে যাওয়া

Go out of

গুণ / অনুভূতি চলে যাওয়া

Go over

এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া

Go through

পর্যবেক্ষণ করা

Go through

পড়া (প্রথম থেকে শেষ পর্যন্ত)

Go through

ভোগা

Go through

কোনো দুঃসাধ্য কাজ সম্পন্ন করা

Go towards

মূল্যের অংশ হওয়া

Go under

দেউলিয়া হওয়া

Go up

আগুনে পুড়ে ধ্বংসপ্রাপ্ত হওয়া/ বৃদ্ধি পাওয়া

Go up to

এক স্থান হতে অন্য স্থানে যাওয়া

Go with

অংশ হওয়া

Go without

কোনো কিছু ব্যতীত চলতে পারা

H

Phrasal Verb

অর্থ

Hand down

বংশ পরম্পরায় চলে আসা

Hand in

জমা দেওয়া

Hand out

বিলি করা

Hand over

দায়িত্ব দিয়ে যাওয়া

Hand round

প্রত্যেকের মাঝে দেওয়া

Hang about

ঘোরাফেরা করা

Hang back

পিছনে ফেরা

Hang by

ফাঁসি দেওয়া

Hang up

ঝুলিয়ে রাখা

Hang down

মাথা নিচু করা

Hang on

নির্ভর করা

Hang on to

আধিকারে রাখা

Hold back

গোপন করা/আটকে রাখা

Hold off

দূরে থাকা/(শুরু না করা/হওয়া)

Hold on

অনুষ্ঠিত হওয়া

Hold down

দমিয়ে রাখা

Hold out

টিকে থাকা

Hold over

মূলতবী করা

Hold together

একত্রিত করা

Hold with

একমত হওয়া

Hold up

জাগিয়ে রাখা/স্থগিত রাখা

I

Phrasal Verb

অর্থ

Ignorant of

অজ্ঞ

Impart to

দেওয়া

Impose on/upon

আরোপ করা

In consequence of

ফলস্বরুপ

In consideration of

বিবেচনায় হওয়া

In respect of

ক্ষেত্রে

In view of

বিবেচনায়

Inclination for

ঝোঁক/প্রবণতা/অনুরাগ

Inclination to, for

ঝোঁক/অনুরাগ

Indebted to, for

ঋণী

Indifferent to

উদাসীন

Influenced by

প্রভাবিত

Inform (a person), of (a thing)

জানানো

Innocent of

নির্দোষ

Inquire into (a matter)

তদন্ত করা

Insist on/upon

জেদ করা

Interest or interested in

আগ্রহী

Introduce to (a person), into (a room)

পরিচিত করানো

Involved in

বিজড়িত

Irrelevant to (a subject)

অপ্রাসঙ্গিক

Irrespective of

নির্বিশেষে

J

Phrasal Verb

অর্থ

Jealous of

ঈর্ষাপরায়ণ

Jeer at

বিদ্রুপ করা

Jest at

ঠাট্রা করা

Join to

সংযুক্তি ঘটানো

Join with

যুক্ত হওয়া

Join in

দলভুক্ত হওয়া

Jump at

লুফে নেওয়া

Jump with

উল্লাসিত হওয়া

K

Phrasal Verb

অর্থ

Keep at

চালিয়ে যাওয়া/অনেকক্ষণ ধরে করানো

Keep in

থাকা

Keep back

আটকে রাখা

Keep back

চেপে রাখা/গোপন করা

Keep down

কমানো/থামা

Keep from

বিরত থাকা

Keep on

চলতে থাকা

Keep out

বিরত/বাইরে রাখা

Keep to

লেগে থাকা

Keep under

নিয়ন্ত্রণ করা

Keep up

বজায় থাকা

Keep up with

সমান তালে চলা

L

Phrasal Verb

অর্থ

Let down

নিরাশ করা

Let in

প্রবেশ করতে দেওয়া

Let off

জরিমানা ছাড়াই ছেড়ে দেওয়া

Let out

প্রশস্ত করা

Live by

নির্দিষ্ট মতে চলা

Live for

একমাত্র লক্ষ্য করা

Live on

খেয়ে বেঁচে থাকা/নির্ভর করে বাঁচা/সজীব থাকা

Live out

দূরে বাস করা

Live through

অভিজ্ঞতা লাভ করা

Live up to

জীবনযাত্রার একটি নির্দিষ্ট মান বজায় রাখা

Lay about

মারাত্মকভাবে আক্রমণ করা

Lay aside

লুকিয়ে রাখা/পাশে রাখা

Lay down

ফেলে রাখা

Lay into

বকাঝকা করা

Lay before

পেশ করা

Lay out

ব্যবহারের জন্য ছড়িয়ে দেওয়া

Lay-up with

শয্যাশায়ী হওয়া

Lay out

খাটানো

Lay by

সঞ্চয় করা

Look about

চারদিকে তাকানো

Look after

দেখাশুনা করা

Look ahead

ভবিষ্যতে কিছু ঘটার অপেক্ষা করা

Look around

খোঁজা

Look at

কোনো কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করা

Look back

অতীত নিয়ে ভাবা

Look down upon

ঘৃণা করা

Look for

আশা করা

Look forward to

কিছু ঘটাতে যাচ্ছে বলে আনন্দিত হওয়া

Look into

পরীক্ষা-নিরীক্ষা করা

Look on

নিশ্চলভাবে তাকিয়ে থাকা

Look round

ঘুরে তাকানো

Look through

দেখে না দেখার ভান করা/দ্রুত চোখ বুলিয়ে যাওয়া

Look to

নির্ভর করা/বিবেচনা করা

Look up

দৃষ্টি সরানো/ভালো হওয়া/(দেখা করা/করতে যাওয়া)/সহায়ক গ্রন্থে কোনো কিছু দেখা

M

Phrasal Verb

অর্থ

Make for

সম্ভব হওয়া

Make up

মনস্থির করা/ক্ষতিপূরণ করা/উদ্ভাবন করা

Make out

বুঝতে পারা

Make after

ধরার জন্য ধাবিত হওয়া

Make over

হস্থান্তর করা

Make of

কোনো কিছু দিয়ে তৈরি হওয়া

Make for

অগ্রসর হওয়া

Make off

পলায়ন করা

Make from

কোনো কিছু থেকে তৈরি হওয়া

N

Phrasal Verb

অর্থ

In need of

অভাবগ্রস্ত

Natural to

স্বাভাবিক

Necessary for/to

প্রয়োজন

Necessity for

প্রয়োজনীয়তা

O

Phrasal Verb

অর্থ

Object to

প্রতিবাদ জানানো

Objection to, against

আপত্তি

Obstacle to

প্রতিবন্ধক

Occupied with (a business)

ব্যাপৃত

Opportunity of (doing), for (action)

সুযোগ

Opposite to

বিপরীত

Opposition to

বিরোধিতা

Originate from (a person), (a thing)

উৎপত্তি হওয়া

Overwhelmed with, at

অভিভূত

Owe to

ঋণী থাকা

P

Phrasal Verb

অর্থ

Pay back

পরিশোধ করা

Pay back for

প্রতিশোধ নেওয়া

Pay up

পুরো টাকা পরিশোধ করা

Pay into

জমা রাখা

Pull down

ভেঙ্গে ফেলা

Pull off

সাফল্য লাভ করা

Pull through

আরোগ্য করা

Pull up

গাড়ি থামানো

Put aside

সঞ্চয় করা

Put down

লিখে রাখা/দমিয়ে রাখা

Put off

খুলে রাখা/ফেলে রাখা

Put in

দাবি করা

Put on

জ্বালানো/পরিধান করা

Put up

স্থাপন করা

Put up with

সহ্য করা

Put up

হাতে তোলা

Q

Phrasal Verb

অর্থ

Qualified for

যোগ্য

Quick at

তৎপর

R

Phrasal Verb

অর্থ

Ring up

ফোন করা

Ring off

ফোন শেষে রিসিভার রাখা

Run after

ধাবিত হওয়া

Run away

পালানো

Run across

হঠাৎ সাক্ষাৎ পাওয়া

Run back over

পুনর্বিচেনা করা

Run down

নিস্ক্রিয় হওয়া

Run into

জড়ানো/খারাপ আবহাওয়াপূর্ণ এলাকায় প্রবেশ করা

Run out

শেষ হওয়া

Run over

চাপা পড়া

Run at

আক্রমণ করা

Run of

দৌড়ে পালানো

Run through

কোনো কিছুর ভিতর দিয়ে দৌড়ে পালানো

Run to

নির্দিষ্ট আকারে/পরিমাণে থাকা

S

Phrasal Verb

অর্থ

See about

আরম্ভ করা

See in

আকর্ষণীয় কিছু খুঁজে পাওয়া

See off

বিদায় জানানো/পরাজিত করা

See out

শেষ পর্যন্ত থাকা/চলা

See through

কোনো কিছু/ব্যক্তি দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা অনুধাবন করা

See through

চালিয়ে যাওয়া

Send for

ডাকে পাঠানো/তলব করা

Send forth

শব্দ করা

Send off

মাঠ ত্যাগ করা

Set about

আরম্ভ করা

Set apart

বিশেষ কাজের জন্য আলাদা করে রাখা

Set aside

জমিয়ে রাখা

Set forth

আরম্ভ করা

Set in

আরম্ভ হওয়া

Set off

যাত্রা আরম্ভ করা

Set on

হঠাৎ আক্রমণ করা

Set out

যাত্রা আরম্ভ করা

Set up

স্থাপন করা/কোনো কাজের জন্য আর্থিক সাহায্য করা

Set on

লেলিয়ে দেওয়া

Settle down

স্থায়ীভাবে বসবাস করা

Settle up

ঋণের টাকা পরিশোধ করা

Show around/round

প্রদর্শক হওয়া

Show through

অন্তির্নিহিত কিছু বুঝানো

Show up

পূর্ব নির্ধারিত কোনো কাজে/ব্যক্তির কাছে আসা

Show off

আত্মজাহির করা

Shut away

লুকিয়ে থাকা/রাখা

Shut down

বন্ধ করা

Shut out

প্রবেশে বাধা সৃষ্টি করা

Stand aside

একদিকে সরে যাওয়া

Stand back

গ্রাহ্য না করা/বিপরীতে অবস্থান করা/ফিরে যাওয়া

Stand down

অবস্থান ত্যাগ করা

Stand for

প্রতীক হওয়া/পক্ষ নেয়া

Stand in for

স্থালাভিষিক্ত হওয়া

Stand out

গুরুত্বপূর্ণ হওয়া

Stand against

বিরুদ্ধে দাঁড়ানো

Stand out against

স্পষ্ট হয়ে ফুটে ওঠা

Stand over

কাছে গিয়ে পর্যবেক্ষণ করা

Stand up

দাঁড়ানো

Stand up for

সমর্থন করা

Stand to

অটল থাকা

Stand for

প্রার্থীরুপে দাঁড়ানো

Stand in

বাধা হয়ে থাকা

T

Phrasal Verb

অর্থ

Take aback

অবাক হওয়া

Take after

সদৃশ হওয়া

Take apart

পরাজিত হওয়া

Take away

অদৃশ্য হওয়া/প্রশমিত করা

Take back

প্রত্যাহার করা

Take back to

পুরোনো স্মৃতিতে ফিরে যাওয়া

Take down

স্থাপনা উচ্ছেদ করা/লিখে নেওয়া

Take for

ভুল করে ধরে নেওয়া

Take in

থাকার অনুমতি দেওয়া/থাকতে দেওয়া/শরীরে কোনো কিছু গ্রহণ করা/কাপড় সংকীর্ণ করা/বিস্তৃত হওয়া/দেখতে যাওয়া/পূর্বে পঠিত বলে গণ্য হওয়া

Take off

উড্ডয়ন করা/থামানো/দ্রুত স্থান ত্যাগ করা/দ্রুত জনপ্রিয়তা লাভ করা/প্রত্যাহার করা

Take on

নতুন নিয়োগ দেওয়া

Take out

ধ্বংস করা/ভিতর থেকে উপড়ে ফেলা

Take out of

কিছু অংশ কেটে রাখা

Take over

অধিক গুরুত্বপূর্ণ হওয়া

Take to

পছন্দ করতে শুরু করা/কোনো কিছু অভ্যাসসরুপে আরম্ভ করা/বিপদ হতে রক্ষা পেতে কোথাও যাওয়া

Take up

আরম্ভ করা/দখল করা

Take up on

কোনো কিছু জানতে চাওয়া

Take up with

সর্বশক্তি প্রয়োগ করা/সাহায্যের জন্য আবেদন করা

Talk down

গুরুত্ব কমানো

Talk over

আলোচনা করা

Talk round

প্রণোদিত করা

Think about

বিবেচনা করা

Think of

ভাবা

Think back

অতীতের কথা ভাবা

Think up

মনে মনে খোঁজা

Throw away

নিক্ষেপ করা

Throw off

পোশাক খুলে ছুঁড়ে মারা

Throw on

দ্রুত পোশাক পরিধান করা

Throw together

দ্রুত কোনো কিছু তৈরি করা

Throw up

বমি করা/দ্রুত গড়ে তোলা

Try on

পরীক্ষা করে দেখার জন্য পরা

Try out for

প্রতিযোগী হওয়া

Try out

পরীক্ষা করে দেখা

Turn against

সম্পর্ক ছিন্ন করা

Turn round/around

দিক পরিবর্তন করা

Turn away

তাড়িয়ে দেওয়া

Turn back

ফিরে আসা

Turn down

প্রত্যাখ্যান করা

Turn off

যাত্রার উদ্দেশ্য স্থান ত্যাগ করা/প্রবাহ বন্ধ করা

Turn on

হঠাৎ আক্রমণ করা/নির্ভর করা/আনন্দিত করা

চালানো/জ্বালানো

Turn out

নিভানো/প্রতিপন্ন হওয়া

Turn up

বৃদ্ধি করা/বাড়ানো/হাজির হওয়া

Turn over/Turn turtle

উল্টে যাওয়া

Turn aside

বিচ্যুত হওয়া

Turn down

বনচাল করা/প্রত্যাখ্যান করা

U

Phrasal Verb

অর্থ

Unaware of

অজ্ঞাত

Union with

মিলন

Use of

প্রয়োজন

Use for

প্রয়োজন

V

Phrasal Verb

অর্থ

Vary from, at Variance with

ভিন্নতর হওয়া

Victim of

বলি/শিকার

Victim to

অর্থলিপ্সা

Void of

শূন্য

Vested with

অধিকাররুপে ন্যস্ত করা

Vexed with

বিরক্ত

Vexed at

বিক্ষুদ্ধ

W

Phrasal Verb

অর্থ

Walk away with

সহজে জয়লাভ করা

Walk into

ফাঁদে পড়া

Walk out

কাজ বন্ধ করা

Wait on

কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকা/সেবা করা

Wait for

কারো/কিছুর জন্য অপেক্ষা করা

Wash away

ভাসিয়ে নিয়ে যাওয়া

Wash down

প্রচুর পানি দ্বারা ধৌত করা

Wash off

কাপড় দিয়ে মুছে পরিষ্কার করা

Wash out

পাদ পরিষ্কার করা

Wash up

ভাসিয়ে তীরে নিয়ে আসা/হাতমুখ ধোয়া

Watch for

কারো আগমন বা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকা

Watch out

সতর্ক হওয়া

Watch out for

কোনো বিষয়ে সতর্ক করা

Wear away

ক্ষয়ে যাওয়া

Wear down

ক্ষীণ হওয়া

Wear on

অতিক্রান্ত হওয়া

Wear off

ধীরে ধীরে চলে যাওয়া

Wear out

ব্যবহার করতে করতে নষ্ট করা/ক্লান্ত হওয়া

Wind down

ধীরে ধীরে বন্ধ করা

Wind up

কোনো কিছু বন্ধ করে দেওয়া

Wipe down

ভেজা কাপড় দিয়ে মোছা

Wipe out

সম্পূর্ণভাবে ধ্বংস হওয়া

Work into

সংযোজন করা

Work off

কমানো

Work out

হিসাব করা

Y

Phrasal Verb

অর্থ

Yield to

বশ্যতা স্বীকার করা

Yearn for

আকাঙ্ক্ষা করা

Yearn to

ব্যাকুল হওয়া

Z

Phrasal Verb

অর্থ

Zealous for

আগ্রহী

Zest for

ভালো কাজে আসক্তি


আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন আর এটাই আমার সার্থকতা আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেয

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment