Not Only ….. But Also এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগে “Joining Sentence” এর গঠনপ্রণালী এবং এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো আর Joining Sentence এর গঠণপ্রণালী ভালো করে আয়ত্ত করতে পারলে ইংরেজি ব্যাকরণের অন্যতম বিষয় Completing sentence এবং Transformation of Sentence এর গঠন গুলো বুঝতে সমস্যা হবে না বলে আশা করছি তাহলে শুরু করা যাক



Not Only ….. But Also এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

Joining Sentence এর পূর্বের পাঠ দেখুন


Not Only ….. But Also এর ব্যবহার


Rule 1 – প্রদত্ত Sentence দুটির Subject Verb এক হলে নিম্নের নিয়ম অনুসরণ করতে হবে

নিয়মঃ প্রথম Sentence এর Subject Verb বসে + Not only বসে + প্রথম Sentence এর বাকি অংশ বসে + দ্বিতীয় Sentence এর Subject Verb উঠে যায় + But also বসে + দ্বিতীয় Sentence এর বাকি অংশ বসে

নোটঃ দ্বিতীয় Sentence too, also, either, as well, besides ইত্যাদি থাকলে তা উঠে যায়

উদাহরণঃ

Q. He is a good student. He is also a good player.

A. He is not only a good student but also a good player.

এখানে দুটি Sentence এর Subject Verb এক তাই নিয়ম অনুযায়ী প্রথম Sentence এর Subject Verb বসানো হয়েছে + Not only বসানো হয়েছে + প্রথম Sentence এর বাকি অংশ বসেছে (অর্থাৎ ‘a good student’ বসেছে) + দ্বিতীয় Sentence এর Subject Verb উঠিয়ে দেওয়া হয়েছে + But also বসানো হয়েছে দ্বিতীয় Sentence এর বাকি অংশ “a good player” বসানো হয়েছে

Rule 2 – দুটি Sentence এর Subject Verb এক হলে এবং দুটি Sentence এ ক্রিয়ার পরে একই Adjective / Noun থাকলে নিম্নের নিয়মটি অনুসরণ করতে হয়

নিয়মঃ প্রথম Sentence এর প্রথম থেকে Adjective / Noun পর্যন্ত বসে + Not only বসে + প্রথম Sentence এর বাকি অংশ বসে + দ্বিতীয় Sentence এর প্রথম থেকে Adjective / Noun পর্যন্ত উঠে যায় + But also বসে + দ্বিতীয় Sentence এর বাকি অংশ বসে

উদাহরণঃ

Q. He is weak in English. He is also weak in Bengali.

A. He is weak not only in English but also in Bengali.

এখানে প্রদত্ত Sentence দুটির Subject, Verb Adjective এক তাই নিয়ম অনুযায়ী প্রথম Sentence এর প্রথম থেকে Adjective পর্যন্ত (অর্থাৎ ‘He is weak’) পর্যন্ত বসানো হয়েছে + Not only বসানো হয়েছে + প্রথম Sentence এর বাকি অংশ ‘in English’ বসানো হয়েছে + দ্বিতীয় Sentence এর প্রথম থেকে Adjective পর্যন্ত (অর্থাৎ ‘He is also weak’) উঠিয়ে দেওয়া হয়েছে + But also বসানো হয়েছে + দ্বিতীয় Sentence এর বাকি অংশ (অর্থাৎ ‘in Bengali’) বসানো হয়েছে

 

Rule 3 – প্রদত্ত Sentence দুটির Subject এক হলে কিন্তু Verb ভিন্ন হলে নিম্নের নিয়মটি অনুসরণ করতে হয়-

নিয়মঃ প্রথম Sentence এর Subject বসে + Not only বসে + প্রথম Sentence এর বাকি অংশ বসে + দ্বিতীয় Sentence এর Subject উঠে যায় + But also বসে + দ্বিতীয় Sentence এর বাকি অংশ বসে

উদাহরণঃ

Q. They punished him. They fined (জরিমানা) him too.

A. They not only punished him but also fined him.

এখানে Sentence দুটির Subject এক কিন্তু Verb ভিন্ন তাই নিয়ম অনুযায়ী প্রথমে প্রথম Sentence এর Subject “They” বসানো হয়েছে + Not only বসানো হয়েছে + প্রথম Sentence এর বাকি অংশ (অর্থাৎ ‘punished him’) বসানো হয়েছে + দ্বিতীয় Sentence এর Subject “They” উঠিয়ে দেওয়া হয়েছে + But also বসানো হয়েছে + দ্বিতীয় Sentence এর বাকি অংশ (অর্থাৎ ‘fined him’) বসানো হয়েছে এবং নিয়ম অনুযায়ী দ্বিতীয় Sentence ‘too’ থাকাতে তা উঠিয়ে দেওয়া হয়েছে (পূর্বে আলোচিত)

 

Rule 4 – প্রদত্ত Sentence দুটির Subject ভিন্ন হলে কিন্তু Verb এক হলে নিম্নের নিয়ম অনুসরণ করতে হয়

নিয়মঃ প্রথমে Not only বসে + প্রথম Sentence এর Subejct বসে + But also বসে + দ্বিতীয় Sentence এর Subject বসে + প্রথম Sentence এর Verb থেকে শেষ পর্যন্ত বসে

উদাহরণঃ

Q. We attended the meeting. They also attended the meeting.

A. Not only we but also they attended the meeting.

এখানে প্রদত্ত Sentence দুটির Subject ভিন্ন তাই নিয়ম অনুযায়ী প্রথম Not only বসেছে + প্রথম Sentence এর Subject “we” বসেছে + But also বসেছে + দ্বিতীয় Sentence এর Subject “They” বসেছে + প্রথম Sentence এর Verb থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ‘attended the meeting’ বসেছে


Rule 5 – প্রদত্ত Sentence দুটির Subject Verb এক হলে এবং প্রতিটি Sentence Double Object থাকলে নিম্নের নিয়মটি অনুসরণ করতে হয়

নিয়মঃ প্রথম Sentence এর প্রথম থেকে ব্যক্তিবাচক Object পর্যন্ত বসে + Not only বসে + প্রথম Sentence এর বাকি অংশ বসে + দ্বিতীয় Sentence এর প্রথম থেকে ব্যক্তিবাচক Object পর্যন্ত উঠে যায় + But also বসে + দ্বিতীয় Sentence এর বাকি অংশ বসে

উদাহরণঃ

Q. We gave him food. We also gave him shelter.

A. We gave him not only food but also shelter.

 

আশা করি “Not Only ….. But Also” এর গঠন প্রণালিগুলো ভালোভাবে দেখা এবং শেখা হয়েছে আর এই শেখা তখনিই পূর্ণতা পাবে যখন বাস্তব কিছু উদাহরণের সাথে অনুশীলন করবেন মনে রাখবেন, অনুশীলন একজন মানুষ কে মজবুত করে তোলে তাই নিম্নের উদাহরণগুলো পূর্বের শেখা থেকে অনুশীলন করবেন এবং এর সমাধান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি অবসর সময় আপনাদের কমেন্ট দেখে নিব ইনশাআল্লাহ্

Q. They cursed him. They hung the dead Albatross around his neck as a punishment.

Q. The lady ate caviar. She also drank coffee.

Q. The lady guest was talkative. She was greedy, too.

Q. He is a good student. He is also a good player.

Q. He heard music all around him. He heard two voices in the air, too.

Q. Foreign travel is pleasant. It is also instructive.

Q. Maha is honest. She is industrious too.

Q. They had the blush of an innocent girl. They had the rich tone of an Italian landscape.

Q. He is weak in English. He is weak in Bengali too.

Q. The brakes were defective. The engines needed repair too.

Q. The coffee was made. The frying pan too was ready to cook the chops.

Q. My friend who always gets good marks in the examination is intelligent. He is hard-working as well.

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন আর এটাই আমার সার্থকতা আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেয

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment