প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Participle’ এর অন্যতম প্রকার “Past Participle” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
Past Participle এর পরিচয় –
Past Participle এর সংজ্ঞাঃ
Verb এর সাথে
“d, ed, t, ne, en” যুক্ত Verb যদি একই সাথে Verb এবং Adjective এর কাজ সম্পন্ন করে
তাকে Past Participle বলে। Past Participle দ্বারা অতীত সময়ে কাজটি সম্পন্ন হয়েছে বুঝায়।
যেমন –
The car made in Japan is running well.
উদাহরণ বিশ্লেষণঃ আমরা জানি Past
Participle হলো Verb এর Past Participle Form এবং তা Sentence এর মধ্যে Adjective এর
কাজ করে। উপরেরে বাক্যটিতে ‘made’ verb টি ‘make’ verb এর Past participle এবং তা উক্ত
বাক্যে ‘car’ Noun টিকে modify করে Adjective এর কার্য সম্পন্ন করে। তাই made এখানে
Past Participle.
Past Participle এর ব্যবহারঃ
⇘ Past Participle সাধারণত Be Verb এর পরে বসে
Predicative Adjective হিসেবে কাজ করে। যেমন –
Most of the people of our country are
not educated.
Air is polluted in many ways.
⇘ Verb এর Perfect Tense গঠন করতে সব সময়
Past Participle ব্যবহার করা হয়। যেমন –
I have done the work.
The patient had died before the doctor came.
⇘ Complex Sentence কে Simple Sentence – এ
রূপান্তর করতে Relative Pronoun এর পরিবর্তে Adjective হিসেবে Past Participle ব্যবহার
করা হয়। যেমন –
Complex: The television that was made
in the USA works well.
Simple: The television made in the USA
works well.
Complex: Heat that is absorbed from the
sunlight can be used for different purposes.
Simple: Heat absorbed from the sunlight
can be used for different purposes.
⇘ Active voice কে Passive voice এ রূপান্তর
করতে Past Participle ব্যবহার করতে হয়। যেমন –
Active: I did not eat rice yesterday.
Passive: Rice was not eaten by me
yesterday.
Active: who will elect the President?
Passive: By whom will the president be elected?
⇘ অনেকসময় Plural Common Noun হিসেবে Past
Participle ব্যবহার করা হয়। এক্ষেত্রে Past Participle এর আগে Article ‘the’ ব্যবহার
করতে হয়। যেমন –
Mother Teresa devoted her life to the distressed.
All hate the corrupted.
⇘ বাক্যে Adjective এবং Adverb হিসেবে ব্যবহৃত
হয়ে Past Participle অনেক সময় Passive অর্থ প্রকাশ করে। যেমন –
A
broken heart looks for consolation.
He is crying beaten by his father.
⇘ কিছু কিছু Intransitive Verb এর Past
Participle আছে যারা Noun এর আগে Adjective হিসেবে ব্যবহৃত হয়ে একটি সক্রিয় অর্থ প্রকাশ
করে। যেমন –
A
developed country also needs to depend on others.
A
retired General has come to meet the MP.
⇘ এছাড়া Past Participle Attribute
Adjective রূপে Noun এর আগে বসে Adjective এর কাজ করে। যেমন –
Their Principal is a highly educated man.
I found a damaged car on the way.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।