প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Participle’ এর অন্যতম প্রকার “Perfect Participle” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
Perfect Participle এর পরিচয় –
Perfect Participle এর সংজ্ঞাঃ
যখন Verb এর
Past Participle এর পূর্বে having যুক্ত হয়ে তা একই সাথে Verb ও Adjective এর কাজ করে
তখন তাকে Perfect Participle বলে। যেমন –
Having finished my work, I went to meet him.
Having lost my way, I went to the wrong place.
Having read the letter, I came to know about your health.
উপরের বাক্যগুলোতে Past Participle এর আগে
Having যুক্ত হয়েছে। ফলে “finished, lost, read” এই Past Participle গুলো একই সাথে
Adjective ও Verb এর দায়িত্ব পালন করেছে। তাই “finished, lost ও read” হলো Perfect
Participle।
নোটঃ কোনো Participle যদি Finite Verb এর Subject এর সাথে সম্পর্কযুক্ত না হয়ে অন্য একটি Subject এর সাথে সম্পর্কযুক্ত হয় তখন তাকে Nominative Absolute বলে। যেমন –
The rain having stopped, we started the game.
The sun having risen, the fog disappeared.
উপরের বাক্য দুটিতে “stopped ও risen” হলো
Nominative Absolute. কারণ এই Participle দুটি Finite Verb এর Subject (the rain এবং
the sun) এর সাথে সম্পর্কযুক্ত না হয়ে অন্য দুটি Subject (we এবং the fog) এর সাথে
সম্পর্কযুক্ত হয়েছে।
এছাড়া Perfect Participle এর Perfect
Participle Passive এবং Un-related বা Mis-related বা Dis-related Participle নামক
আরও দুধরণের গৌণ Participle এর অস্তিত্ব লক্ষণীয়। নিম্নে এগুলোর সংক্ষিপ্ত আলোচনা দেওয়া
হলো –
⇘ Perfect Participle Passive এর পরিচয়: Perfect
Tense এর Verb এর Passive form থেকে যে Participle গঠিত হয় তাকে Perfect
Participle Passive বলে। যেমন –
Having been taught well, he appeared at
the examination.
Having been finished the work, she went
out.
উপরের বাক্য দুটিতে having হলো Perfect
Participle Passive যা Perfect Tense এর Verb এর Passive form (has taught এবং has
finished) থেকে গঠিত হয়েছে।
⇘ Un-related বা Mis-related বা
Dis-related Participle এর পরিচয়ঃ Sentence এ ব্যবহৃত Participle যদি সঠিক স্থানে না
বসে অনুপযুক্ত স্থানে বসে অর্থের বিকৃতি ঘটায় তবে তাকে Un-related বা Mis-related বা
Dis-related Participle বলে। যেমন –
Incorrect: I saw a dead cow walking in
the field.
Correct: I saw a dead cow while walking
in the field.
Incorrect: I saw a bird running on the
street.
Correct: I saw a bird while running on
the street.
উপরের Incorrect বাক্যগুলোতে Participle
“walking এবং running” এর আগে ‘while’ ব্যবহার করা না হলে তা sentence এর অর্থ বিকৃতি
ঘটাবে।
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।