Present Participle কাকে বলে? এবং এর গঠণ ও উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Participle’ এর অন্যতম প্রকার “Present Participle” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।



Present Participle কাকে বলে? এবং এর গঠণ ও উদাহরণসহ  বর্ণনা

Present Participle এর পরিচয় –

Present Participle এর সংজ্ঞাঃ 

যখন Verb এর Present form এর সাথে ‘ing’ যুক্ত হয়ে একই সাথে Verb এবং Adjective এর কাজ করে, তখন তাকে Present Participle বলে। যেমন –

I saw the boys playing cricket.

Don’t get down from a running train.


Present Participle কখনো কখনো “Verb এবং Adjective” – এর কাজ করে, নিম্নে এই সম্পর্কে কিছু গঠনপ্রণালী নিয়ে আলোচনা করা হলো –


Verb এর মতো Object গঠন করতে পারে। যেমন – Closing the door, I went out. (উপরের Sentence – এ closing Participle – টির Object ‘the door’.)


⇘ Verb এর মতো Adverb দ্বারা modified হতে পারে। যেমন – Silently opening the door, he went away. (এখানে “opening” Participle-টি Verb এর ন্যায় modified হয়েছে)


⇘ কখনো কখনো এটি Adjective এর মতো কোনো Noun equivalent কে quality করে। যেমন – A barking dog seldom bites. (এখানে “barking” Participle – টি ‘dog’ Noun – টিকে Adjective এর ন্যায় qualify করছে।)


⇘ Adjective এর মতো Present Participle এর Comparison হতে পারে। যেমন – The lady guest is the most interesting character, I have ever read.


⇘ Adjective এর মতো কোনো Adverb দ্বারা বিশেষায়িত হতে পারে। যেমন – The film was not so entertaining.


Present Participle এর ব্যবহার –

⇘ Verb এর Continuous Tense গঠন করতে সাধারণত Present Participle ব্যবহার করা হয়। যেমন –

Maha is writing a letter.

They are playing football.


⇘ কখনো কখনো Preposition হিসেবেও Present Participle ব্যবহৃত হয়। যেমন –

I selected him considering his popularity.

I could not go to the madrasah owing to illness.


⇘ কোনো Sentence কে complex থেকে Simple-এ রূপান্তর করতে Relative Pronoun তুলে দিয়ে Noun এর পর Post-modifier হিসেবে Present Participle ব্যবহার করা হয়। যেমন –

Complex: The boy who is speaking in English can draw beautiful pictures.

Simple: The boy speaking in English can draw beautiful pictures.

Complex: The man who is complaining against the police is known to me.

Simple: The man complaining against the police is known to me.


⇘ কোনো Sentence – এ Object এর Complement হিসেবে Present Participle ব্যবহৃত হতে পারে। যেমন –

I saw your brother flying a kite.

They saw some fishermen fishing in the river.


⇘ একটি Simple Sentence এ একই Subject কর্তৃক দুটি কাজ সম্পন্ন হলে পূর্ববর্তী কাজটি Present Participle form এ প্রকাশ করা হয়। যেমন –

Writing a letter, she posted it.

I went to Dhaka taking my friend with me.


⇘ উপরের Sentence দুটিতে “writing ও taking” হলো Present Participle এবং এগুলো পূর্ববর্তী কাজটি প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে।

কখনো কখনো এটি Predicative Adjective হিসেবে Noun এর পরে বসে Adjective এর কাজ করে। যেমন –

The scenery of the village is very charming.

The football match was exciting.


⇘ Present Participle কখনো কখনো Noun এর পরে Predicative Adjective রূপে বসে Adjective এর কাজ করে। যেমন –

I have heard an interesting story.

I saw a running car.


⇘ Verb এর পরে যখন Preposition বসে তখন Preposition এর পরের Verb – টির ing যুক্ত form ব্যবহার করা হয়। যেমন – Maha wrote the letter before going to bed.


⇘ Finite Verb এর সাথে সম্পর্কহীনভাবেও Sentence এ অনেক সময় Present Participle ব্যবহার করা হয়। যেমন – The food being poisonous, I could not take it.


⇘ Feel, find, hear, see, smell, and watch ইত্যাদি Verb এর সাথে Object হিসেবে ‘ing’ যুক্ত form ব্যবহার করা হয়। যেমন –

Mary was asked calling the cattle home.

I saw Maha going to madrasah.

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment