Resume একটি ফ্রান্স (French) শব্দ। Resume এর পারিভাষিক অর্থ সংক্ষিপ্ত বিবরণ বা সার সংকলন। Resume এর অপর প্রতিশব্দ Credential, Bio-data, বা Curriculum Vitae ইত্যাদি। চাকরি প্রাপ্তির জন্য তৈরি ব্যাক্তিগত তথ্য সমষ্টিকে Resume বা জীবনবৃত্তান্ত বলে। সাধারণত Resume বা জীবনবৃত্তান্ত আবেদনপত্রের সাথে চাকরি পাওয়ার জন্য প্রেরণ করা হয়।
বর্তমান চাকরি প্রাত্যশির জন্য Resume বা জীবনবৃত্তান্ত এর গুরুত্ব অপরিসীম। একটি Resume বা জীবনবৃত্তান্ত তৈরি করার জন্য অনেক কলাকৌশল অবলম্বন করতে হয়, তবে তা প্রাসঙ্গিক। Resume বা জীবনবৃত্তান্ত কে সাধারণত চাকরি খোঁজার প্রাথমিক Step বা ধাপ বলা হয়। এ সম্পর্কে Ullysin B.
Gottera বলেন – “A resume
aims at helping an applicant apply for the post according to the circulation
and as per the desire of the candidate” অর্থাৎ, Resume বা জীবনবৃত্তান্ত হলো প্রার্থিতার স্বপক্ষে কর্মদাতাকে সরবরাহকৃত যাবতীয় ব্যক্তিগত তথ্যাবলি যার মাধ্যমে কর্মদাতা প্রার্থীকে কর্মে নিয়োগ করে থাকে। একটি Resume বা জীবনবৃত্তান্ত এর জন্য নিম্নলিখিত বিষয়বস্তুর উপর বিশেষ লক্ষ রাখা প্রয়োজন –
👉 উপাত্ত পত্র (জীবনবৃত্তান্ত) ভালো মানসম্পন্ন উৎকৃষ্ট কাগজে টাইপকৃত হতে হবে এবং ভালো মানের অনুলিপি সব সময় গ্রহনযোগ্য।
👉 তথ্যাদি চিহ্নিত করার জন্য নির্দিষ্ট প্রধান শীর্ষ বিষয় ও অনুশীর্ষ বিষয়গুলো আলাদাভাবে লিখতে হবে।
👉 নির্ভুল এবং পরিচ্ছিন্ন তালিকা আবেদনকারীকে সুন্দর এবং নিখুঁত হিসেবে পরিচিত করে।
👉 নিজেকে এবং নিজের প্রয়োজনীয় যোগ্যতা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে।
👉 আবেদনপত্রটি অবশ্যই আকারে স্বাভাবিক হতে হবে।
👉 চাকরি করার যথেষ্ট আগ্রহ রয়েছে এভাবে ব্যক্তিগত জীবনীটি উপস্থাপন করতে হবে।
👉 তথ্যসমূহের সাথে আবেদনপত্রের সাদৃশ্য থাকতে হবে। জীবিনবৃত্তান্ত তৈরি করতে একেবারে ধরাবাঁধা ছক না থাকায় চাকরির প্রয়োজনীয়তা ও যোগ্যতার ভিত্তিতে Resume বা জীবনবৃত্তান্ত
তৈরি করতে হবে।
Resume বা জীবনবৃত্তান্ত সাধারণত দুই ধরনের হয়ে থাকে Traditional Resume এবং Modern
Resume.
Traditional
Resume - এ যে সকল বিষয়সমূহ উল্লেখ থাকে –
- Name (নাম)
- Father’s Name (পিতার নাম)
- Mother’s Name (মাতার নাম)
- Date of Birth (জন্ম তারিখ)
- Nationality (জাতীয়তা)
- Contact Address (যোগাযোগের ঠিকানা)
- Permanent Address (স্থায়ী ঠিকানা)
- Tele-communication (টেলি-যোগাযোগ)
- Education Track (শিক্ষাগত যোগ্যতা)
- Employment (কর্ম)
- Training and Courses (প্রশিক্ষণ ও কোর্সসমূহ)
- Religion (ধর্ম)
- Work Experiences (কাজের অভিজ্ঞতা)
- Interests (আগ্রহের ক্ষেত্র)
- References (সুপারিশ)
Modern
Resume - এ যে সকল বিষয়সমূহ উল্লেখ থাকে –
- Name (নাম)
- Father’s Name (পিতার নাম)
- Mother’s Name (মাতার নাম)
- Mailing Address (যোগাযোগের ঠিকানা)
- Permanent Address (স্থায়ী ঠিকানা)
- Education Track (শিক্ষাগত যোগ্যতা)
- Training and Courses (প্রশিক্ষণ ও কোর্সসমূহ)
- References (সুপারিশ)
- Interests (আগ্রহের ক্ষেত্র)
- Objectives (লক্ষ্য)
- Motivation (প্রেরণা)
- Work Experiences (কাজের অভিজ্ঞতা)
- Tele-communication (টেলি-যোগাযোগ)
- E-mail Address (ই-মেইল ঠিকানা)
- Computer Literacy (কম্পিউটার জ্ঞান)
- Nationality (জাতীয়তা)
- Acheivemnet (অর্জন)
- Assurance (নিশ্চয়তা)
- Date of Birth (জন্ম তারিখ)
- Marital Status (বৈবাহিক অবস্থা)
লক্ষণীয়,
একটি Modern Resume এ অধিকাংশ গুরুত্বপূর্ণ Personal data (ব্যক্তিগত তথ্য)
অন্তর্ভুক্ত করতে হবে, অন্যথায় তা Incomplete Resume (অসম্পূর্ণ জীবনবৃত্তান্ত)
হিসেবে পরিগণিত হবে।