Write a letter to the Manager, Maha Garments Ltd. seeking permission to visit the factory. (মাহা গার্মেন্টস লি. এর ব্যবস্থাপকের সমীপে কারখানা পরিদর্শনের অনুমতি চেয়ে একটি চিঠি লেখ।)
30
August 20—
The Manager
Maha Garments Ltd.
Kachua, Chandpur
Subject: Seeking permission to visit
the factory.
Dear Sir,
We are a group of students of Fazil 3rd
year at Govt. Madrasah-E-Alia. Field work is a part of our syllabus. To visit a
hospital or a factory is compulsory for us. We are interested to visit your
factory. We know your products have an international market. We also came to know
that every year your management sends a huge quantity of woolen knitwear of all
sizes to many orphanages in Bangladesh as gifts. That is why our Dept. is very
much interested to visit it.
In the circumstances, may we request
you to arrange a visit by a group of students to your factory next Thursday,
5 September 20—at 11:00 am.
Thanking you
Sincerely Yours.
Habib Gazi
Govt. Madrasah-E-Alia, Dhaka
৩০ আগস্ট ২০—
ব্যবস্থাপক
মাহা গার্মেন্টস লি.
কচুয়া, চাঁদপুর
বিষয়ঃ কারখানা পরিদর্শনের অনুমতি প্রার্থনা প্রসঙ্গে আবেদন।
জনাব ব্যবস্থাপক,
আমরা সরকারি মাদরাসা-ই-আলিয়া এর ফাযিল ৩য় বর্ষের একদল ছাত্র। মাঠকর্ম আমাদের পাঠ্যক্রমে একটি অংশ। হাসপাতাল বা কারখানা পরিদর্শন বাধ্যতামূলক। আমরা আপনার ফ্যক্টরী পরিদর্শন করতে আগ্রহী। আমরা জানি আপনার উৎপাদিত জিনিসের আন্তর্জাতিক চাহিদা আছে। আমরা আরও জানতে পারলাম আপনার ব্যাবস্থাপনা কর্তৃপক্ষ প্রতি বছর বিভিন্ন সাইজের প্রচুর পরিমান উলেন কাপড় বাংলাদেশের বিভিন্ন এতিমখানায় উপহার হিসেবে পাঠায়। এ কারণে আমাদের বিভাগ এটি পরিদর্শনের খুবই আগ্রহ বোধ করেছে।
এই প্রেক্ষিতে আমরা আগামী বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ২০—১১.০০ টায় আপনার কারখানা পরিদর্শন করার অনুমতি প্রার্থনা করছি।
ধন্যবাদান্তে
আপনার বিশ্বস্ত
হাবিব গাজী
সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা