শিক্ষা সফরের গুরুত্ব তুলে ধরে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে তোমার শ্রেণীর পক্ষ থেকে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।
অধ্যক্ষ
‘ম’
সরকারী কলেজ
চাঁদপুর
বিষয়ঃ
শিক্ষা সফরে প্রেরণের জন্য আবেদন।
জনাব,
বিনীত
নিবেদন এই যে, আমরা আপনার কলেজের ডিগ্রী পাস কোর্সের প্রথম বর্ষের ছাত্র। প্রতি বছরই
আমাদের কলেজের কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষা সফরে প্রেরণ
করা হয়। আমরা জানতে পারলাম যে, এ বছরও কিছু ছাত্রছাত্রীকে বিভিন্ন স্থানে শিক্ষা সফরে
প্রেরণ করা হবে। কলেজ কর্তৃপক্ষ কোনো বিশেষ মানদণ্ডে ছাত্রছাত্রীদের শিক্ষা সফরে গমনের
জন্য নির্বাচন করেন নি।
এ
ব্যাপারে জীববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস বিভাগের ছাত্রছাত্রীরা শিক্ষা সফরে
যাওয়ার ব্যাপারে অগ্রাধিকার পেয়ে থাকে। কারণ শিক্ষা সফরের সাথে তাদের পাঠ্য বিষয়ের
অনেক ক্ষেত্রে মিল আছে। শিক্ষা সফরে থেকে ছাত্রছাত্রীরা অনেক কিছু জেনে থাকে এবং অভিজ্ঞতা
অর্জন করে। ময়নামতি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থান। এখানকার শালবন বিহার প্রাচীন
বাংলার অন্যতম শ্রেষ্ট নিদর্শন। আমরা কুমিল্লার ময়নামতিতে যাওয়ার পরিকল্পনা করেছি।
শিক্ষা সফরের জন্য এরূপ স্থান যে কত গুরুত্বপূর্ণ তা আমাদের চেয়ে আপনিই ভালো জানেন।
এ ব্যাপারে আমাদের কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. এহছান হাবীব অগ্রণী ভূমিকা
পালন করেছেন এবং ইতোমধ্যে তিনি একটি কর্মসূচি গ্রহণ করে ফেলেছেন। এ শিক্ষা সফরে আমাদের
খরচ হবে প্রায় ত্রিশ হাজার টাকা। আমরা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে পনের হাজার টাকা সংগ্রহ
করব বলে স্থির করেছি। বাকি পনের হাজার টাকা কলেজ তহবিল থেকে পাওয়ার প্রত্যাশা রাখি।
অতএব,
মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, আপনি অনুগ্রহ করে আমাদের আবেদন বিবেচনা করে শিক্ষা
সফরে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ করে ছাত্রছাত্রীদের বিশেষ জ্ঞানলাভের সুযোগদানে
বাধিত করবেন।
নিবেদক
আপনার
একান্ত অনুগত ছাত্র
‘ক’
ডিগ্রী
পাস কোর্সের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের পক্ষে