So …..That এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগে “Joining Sentence” এর গঠনপ্রণালী এবং এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো আর Joining Sentence এর গঠণপ্রণালী ভালো করে আয়ত্ত করতে পারলে ইংরেজি ব্যাকরণের অন্যতম বিষয় Completing sentence এবং Transformation of Sentence এর গঠন গুলো বুঝতে সমস্যা হবে না বলে আশা করছি তাহলে শুরু করা যাক



So …..That এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

Joining Sentence এর পূর্বের পাঠ দেখুন


So ….. That এর ব্যবহার


So …. That দিয়ে দুটি Sentence কে যুক্ত করার নিয়ম

প্রথম Sentence very, quite, rather, extremely, seriously ইত্যাদি থাকলে উঠে যায় এবং তার পরিবর্তে so বসে এছাড়া প্রথম বাক্যে আর কোনো পরিবর্তন হয় না + that বসে + দ্বিতীয় Sentence বসে

নোটঃ অনেক সময় প্রথম Sentence very, quite, rather, extremely বা seriously থাকে না সেক্ষেত্রে প্রথম Sentence এর Adjective / Adverb এর পুর্বে so বসে

গঠনপ্রণালীঃ Subject + Verb + so + Adjective / Adverb + that + দ্বিতীয় Sentence

উদাহরণঃ

Q. He spoke very slowly. I could not follow him.

A. He spoke so slowly that I could not follow him.

নিয়ম অনুযায়ী প্রথম Sentence এর very এর জায়গায় so বসানো হয়েছে, তাছাড়া প্রথম Sentence এর আর কোনো পরিবর্তন হয় নি + that বসানো হয়েছে + দ্বিতীয় Sentence বসানো হয়েছে

নোটঃ প্রথম Sentence a / an থাকলে উক্ত a / an প্রথম Sentence এর শেষ শব্দের পূর্বে বসে

Q. It is a very interesting matter. I cannot overlook it.

A. It is so interesting a matter that I cannot overlook it.

Q. Maha saved a very small amount. She could not buy a gift for Samia.

A. Maha saved so small an amount that she could not buy a gift for Samia.

Q. The problem is very hard. We cannot solve it.

A. The problem is so hard that we cannot solve it.

Q. The weather is extremely cold. We cannot go out of the room.

A. The weather is so cold that we cannot go out of the room.

Q. He runs quite fast. I cannot overtake him.

A. He runs so fast that I cannot overtake him.

 

আশা করি “So…..That” এর গঠন প্রণালিগুলো ভালোভাবে দেখা এবং শেখা হয়েছে আর এই শেখা টা তখনিই পূর্ণতা পাবে যখন বাস্তব কিছু উদাহরণের সাথে অনুশীলন করবেন মনে রাখবেন, অনুশীলন একজন মানুষ কে মজবুত করে তোলে তাই নিম্নের উদাহরণগুলো পূর্বের শেখা থেকে অনুশীলন করবেন এবং এর সমাধান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি অবসর সময় আপনাদের কমেন্ট দেখে নিব ইনশাআল্লাহ্

Q. The weather was very cold. There were no birds or animals in the snow-covered country.

Q.  The writer was very young. He did not learn to say ‘no’ to women.

Q. The load was very heavy. The porter could not carry it.

Q. The snowdrifts (তুষারপাত) are very deep. The institution is cut off from the village below.

Q. Maha was very small in size. He was not fit for chopping (চপ/কাটা/ফালি) wood.

Q. Their colours were very beautiful. He was filled with wonder.

Q. The sailor’s throats were very dry. They could not speak.

Q. They are very nice presents. They cannot be used just at present.

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন আর এটাই আমার সার্থকতা আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেয

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment