তাশাহুদ, দুরুদ শরীফ এবং দোয়া মাসুরা আরবি উচ্চারনসহ বাংলা অনুবাদ

প্রিয় ইসলামিক বন্ধুরা, আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন Notesaid24 ওয়েবসাইটে আপনাকে স্বাগতম ইসলামের টি স্তম্ভ যথাক্রমে (কালিমা, নামায, রোযা, হজ্জ যাকাত) নামায তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা নামাযের গুরুত্ব সম্পর্কে ইরশাদ করেছেন

তাশাহুদ, দুরুদ শরীফ এবং দোয়া মাসুরা আরবি উচ্চারনসহ বাংলা অনুবাদ



 قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

আপনি বলুনঃ আমার নামায, আমার কোরবাণী এবং আমার জীবন ও মরন বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে। (সূরা আনয়াম – ৬/১৬২)

 

নামযের গুরুত্ব সম্পর্কে হাদিস শরীফে প্রিয় নবি হযরত মুহাম্মদ (صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ) ইরশাদ করেছেন

 

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مُرُوا أَوْلاَدَكُمْ بِالصَّلاَةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ

وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرِ سِنِينَ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ ‏.‏

 

রাসূলুল্লাহ (صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ) ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের জন্যে আদেশ কর, যখন তারা সাত বছর বয়সে পৌঁছাবে। আর যখন তারা দশ বছর বয়সে পৌঁছবে, তখন তাদেরকে সালাতের জন্যে প্রহার কর এবং তাদের শোয়ার স্থান পৃথক করে দাও। (সুনানু আবী দাঊদ: ৪৯৫)

 

নামাযের মধ্যে শেষ বৈঠকে সাধারণত তিনটি দোয়া পড়তে হয়, সেগুলো হলোতাশাহুদ, দুরুদে ইবরাহীম এবং দোয়া মাসুরা আজকের ব্লগে তাশাহুদ, দুরুদে ইবরাহীম এবং দোয়া মাসুরা এর আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ এবং এদের বাংলা অনুবাদসহ আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি আপনারা উপকৃত হবেন

 

তাশাহুদের আরবি উচ্চারণ -


তাশাহুদ এর আরবি উচ্চারনসহ বাংলা অনুবাদ


  اَلتَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

 السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِيْنَ

 أَشْهَدُ أَن لَّاإِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

 

তাশাহুদ এর বাংলা উচ্চারণ -

আত্তাহিয়্যাতু লিল্লা-হি ওয়াসসালাওয়া-তু ওয়াত্তায়্যিবা-তু আসসালা-মু আলাইকা আইয়্যূহান নাবিয়্যু ওয়া-রাহমাতুল্লা-হি ওয়া-বারাকা-তুহু আসসলামু আলাইনা ওয়াআলা ইবাদিল্লা-হিস -লেহিন আশাহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া আশহাদু আন্না মুহামাদ্দান আব্দুহু ওয়া-রাসুলূহু

 

তাশাহুদ এর বাংলা অনুবাদ -

সমস্থ মৌখিক ইবাদতসমূহ আল্লাহর জন্য হে নবী (صَلَّىٰ ٱللَّٰهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ) আপনার উপরে শান্তি এবং আল্লাহর অনুগ্রহ তঁর রহমতসমূহ বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক আমাদের উপরে এবং আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপরে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ্ছাড়া কোনো ইলাহ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় হযরত মুহাম্মদ (صَلَّىٰ ٱللَّٰهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ) তাঁর বান্দা রাসুল (صَلَّىٰ ٱللَّٰهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ)

 

দুরুদ শরীফ এর আরবি উচ্চারণ -

 

দুরুদ শরীফ এর আরবি উচ্চারনসহ বাংলা অনুবাদ

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ

 إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

 اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ

 إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ 


দুরুদ শরীফ এর বাংলা উচ্চারণ -

আল্লাহুম্মা সাল্লিআলা মুহাম্মাদিউ ওয়াআলা লি মুহাম্মাদিন কামা সাল্লাইতাআলা ইবরাহীমা ওয়াআলা লি ইবরাহীমা ইন্নাকা হামিদুম-মাজীদ আল্লাহুম্মা বারিকআলা মুহাম্মাদিউ ওয়াআলা লি মুহাম্মাদিন কামা বারাক-তাআলা ইবরাহীমা ওয়াআলা লি ইবরাহীমা ইন্নাকা হামিদুম-মাজীদ

 

দুরুদে শরীফ এর বাংলা অর্থ -

হে আল্লাহ্‌! আপনি (আপনার নিকটস্থ উচ্চসভায়) মুহাম্মদ (صَلَّىٰ ٱللَّٰهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ) কে সম্মানের সাথে স্মরণ করুণ এবং তাঁর পরিবার-পরিজনকে, যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইবরাহীম (আলাইহে ওয়া সাল্লাম) কে ও তাঁর পরিবার-পরিজনদেরকে। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহিমান্বিত। হে আল্লাহ্‌! আপনি মুহাম্মদ (صَلَّىٰ ٱللَّٰهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ) ও তঁর পরিবার-পরিজনের উপর বরকত নাজিল করুণ, যেমন আপনি বরকত নাজিল  করেছিলেন ইবরাহীম (আলাইহে ওয়া সাল্লাম) ও তাঁর পরিবার-পরিজনদের উপর। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহিমান্বিত।

 

দোয়া মাসুরা এর আরবি উচ্চারণ - 


দোয়া মাসুরা এর আরবি উচ্চারনসহ বাংলা অনুবাদ


اللّٰهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْمْاً كَثِيْراً، وَلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي، إِنَّكَ أَنْتَ الغَفُوْرُ الرَّحِيْمُ


দোয়া মাসুরা এর বাংলা উচ্চারণ -

আল্লাহুম্মা ইন্নী যালাম-তু নাফসী যুলামান কাসীরান ওয়া-আলা ইয়াগফিরুয-যুনূবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন ন্দিকা ওয়ার হামনী ইন্নাকা আন্তাল গাফূরুর রাহীম

 

দোয়া মাসুরা এর বাংলা অর্থ -

হে আল্লাহ্‌! আমি আমার উপর অনেক যুলুম করেছি আর আপনি ছাড়া আমার গূনাহসমূহ ক্ষমা করতে কে পারবে না অতএব, আমাকে আপনার পক্ষ থেকে বিশেষ ক্ষমা দ্বারা ক্ষমা করে দিন, আর আমার প্রতি দয়া করুণ আপনিই তো ক্ষমাকারী পরম দয়ালু

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment