Imagine, you are the students of Fazil (BA) Class of M Kamil Madrasah, Chandpur. You want to visit a place of historical importance. Now, write a letter to a tourism company to arrange a visit. (মনে কর, তোমরা এম কামিল মাদরাসা, চাঁদপুর এর ফাযিল (বিএ) শ্রেণির ছাত্র। তোমরা একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করতে চাও। এখন, পরিদর্শনের ব্যবস্থা করার জন্য একটি পর্যটন কোম্পানির কাছে একখানা পত্র লেখ।)
03 August 0000
The chairman
Bangladesh Parjatan Corporation, Dhaka
Subject: To arrange a visit.
Dear Sir,
We the students of Fazil (BA) Class of
M Kamil Madrasah, Chandpur would like to inform you that we are interested in visiting the Sundarbans. We know that Sundarban is the largest mangrove forest in
the world. UNESCO has declared it as a World Heritage for its preservation
and protection. We have heard a lot of thrilling stories about the tigers as
well as the beauty of the Sundarbans. Therefore we want to visit the area.
So we, on behalf of the Fazil (BA)
students request you to arrange a visit to the Sundarban area. I am providing the following information for planning the visit:
Total number of students – 100
Number of days of visit – 3 days
Proposed date to visit – 15 September
0000
You are requested to inform us of the
total cost of the visit and arrange it as per our request.
Your earliest response would be highly
appreciated
Yours Sincerely
- Habib Gazi
- Ahmed Zamil
- Rony
On behalf of the students of Fazil (BA)
class
M Kamil Madrasah, Chandpur.
০৩ আগস্ট ০০০০
চেয়ারম্যান
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ঢাকা
বিষয়ঃ পরিদর্শনের ব্যবস্থা করা প্রসঙ্গে।
জনাব,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমরা এম কামিল মাদরাসার, চাঁদপুর এর ফাযিল (বিএ) ক্লাসের ছাত্ররা সুন্দরবন পরিদর্শন করার জন্য আগ্রহী। আমরা জানি যে সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বৃহৎ ম্যানগ্রোভ বন। ইউনেস্কো এটির সংরক্ষণ এবং রক্ষার জন্য এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ বলে ঘোষণা করেছে। আমরা সুন্দরবনের সৌন্দর্যের পাশাপাশাই এর বাঘ সম্পর্কিত অনেক চাঞ্চল্যকর তথ্য শুনেছি। এজন্যই আমরা এলাকাটি পরিদর্শন করতে চাই।
অতএব, আমরা ফাযিল (বিএ) ক্লাসের ছাত্রদের পক্ষ থেকে সুন্দরবন পরিদর্শনের ব্যবস্থা করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি।
পরিদর্শন পরিকল্পনার জন্য আমি নিম্নে কিছু তথ্য দিচ্ছি –
মোট ছাত্রের সংখ্যা – ১০০ জন
পরিদর্শনের স্থায়িত্ব – ৩ দিন
পরিদর্শনের নির্ধারিত তারিখ – ১৫ সেপ্টেম্বর ০০০০
এই ভ্রমন বাবদ সমুদয় খরচের টাকার পরিমাণ জানিয়ে আমাদের অনুরোধ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিহিতাদেশ দানে বাধিত করবেন।
আমাদের আবেদনের প্রতি ত্বরিৎ সাড়া দেওয়ার জন্য কৃতিজ্ঞ থাকব।
আপনার বিশ্বস্ত
- হাবিব গাজী
- আহমেদ জামিল
- রনি
ফাযিল (বিএ) শ্রেণির ছাত্রছাত্রীদের পক্ষ থেকে
এম কামিল মাদরাসা, চাঁদপুর