প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে “Joining Sentence” এর গঠনপ্রণালী এবং এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আর Joining Sentence এর গঠণপ্রণালী ভালো করে আয়ত্ত করতে পারলে ইংরেজি ব্যাকরণের অন্যতম বিষয় Completing sentence এবং Transformation of Sentence এর গঠন গুলো বুঝতে সমস্যা হবে না বলে আশা করছি। তাহলে শুরু করা যাক।
Joining Sentence এর পূর্বের পাঠ দেখুন –
Enough এর ব্যবহার –
Rule 1 – প্রদত্ত Sentence দুটির Subject যদি একই ব্যক্তি বা বস্তু হয় এবং প্রথম Sentence এর শেষ শব্দটি যদি Adjective / Adverb হয়, তাহলে দুটি Sentence কে Join করতে হলে নিম্নের নিয়মটি প্রয়োগ করতে হয়।
প্রদত্ত প্রথম Sentence এর very, so,
quite, rather, extremely, too উঠে যায়, তাছাড়া প্রথম Sentence এর কোনো পরিবর্তন হয় না + enough to বসে + দ্বিতীয় Sentence এর মূল Verb এর থেকে শেষ পর্যন্ত বসে।
গঠনপ্রণালীঃ প্রথম Sentence এর Subject + Verb + Adjective / Adverb + Enough to + দ্বিতীয় Sentence এর মূল Verb থেকে শেষ পর্যন্ত।
উদাহরণঃ
Q. He is very rich. He can buy a car.
A. He is rich enough to buy a car.
উদাহরণ বিশ্লেষণঃ প্রথম Sentence এর ‘very’ উঠিয়ে দেওয়া হয়েছে, তাছাড়া প্রথম Sentence এর আর কোনো পরিবর্তন হয় নি + নিয়ম অনুযায়ী enough to বসানো হয়েছে + দ্বিতীয় Sentence এর মূল Verb “buy” থেকে শেষ পর্যন্ত বসানো হয়েছে।
আরও কিছু উদাহরণ –
Q. He is not strong. He cannot carry
the load.
A. He is not strong enough to carry the
load.
Q. Maha was very meritorious. She won
the first prize.
A. Maha was meritorious enough to win
the first prize.
Q. Habib was very honest. He spoke the
truth.
A. Habib was honest enough to speak the
truth.
Rule 2 – প্রদত্ত Sentence দুটির Subject যদি একই ব্যক্তি বা বস্তু হয় এবং প্রথম Sentence এর শেষ শব্দটি যদি Noun হয় তাহলে উক্ত Noun টির পূর্বে enough বসে। প্রদত্ত Noun এর পূর্বে much, a lot
of, plenty of, sufficient, vast, adequate ইত্যাদি থাকলে তা উঠে যায়।
গঠনপ্রণালীঃ প্রথম Sentence এর Subject + Verb
+ enough + Noun + নিয়ম অনুযায়ী to + দ্বিতীয় Sentence এর মূল Verb থেকে শেষ পর্যন্ত।
উদাহরণঃ
Q. He has much money. He can help the
poor.
A. He has enough money to help the
poor.
Q. He does not earn much money. He
cannot maintain his family.
A. He does not earn enough money to
maintain his family.
Q. The boy has much intelligence. He
can make a good result.
A. The boy has enough intelligence to
make a good result.
Q. Mr. Habib has a lot of wealth. He
can establish a Hospital.
A. Mr. Habib has enough wealth to
establish a Hospital.
Rule 3 – প্রদত্ত Sentence দুটির Subject যদি ভিন্ন ব্যক্তি বা বস্তু হয় তাহলে দুটি Sentence কে যুক্ত করার সময় নিম্নের নিয়ম অনুসরণ করতে হয় –
নিয়মঃ প্রদত্ত প্রথম Sentence এর very, so, quite, rather, extremely, too উঠে যায়, এছাড়া প্রথম Sentence এর আর কোনো পরিবর্তন হয় না + enough বসে + for বসে + দ্বিতীয় Sentence এর Subject টির Objective Form বসে + to বসে + দ্বিতীয় Sentence এর মূল Verb সহ শেষ পর্যন্ত বসে।
নোটঃ দ্বিতীয় Sentence এর কোনো Pronoun ও প্রথম Sentence এর Subject যদি একই ব্যক্তি বা বস্তু হয় তবে Pronoun টি উঠে যায়।
গঠনপ্রণালীঃ প্রদত্ত প্রথম Sentence এর Subject + Verb + Adjective / Adverb + enough + for + দ্বিতীয় Sentence এর Subject টির Objective Form + দ্বিতীয় Sentence এর Verb থেকে শেষ পর্যন্ত।
Q. You are very foolish. I can deceive
(প্রতারণা করা)
you.
A. You are foolish enough for me to
deceive.
উদাহরণ বিশ্লেষণঃ প্রথম Sentence এর Very উঠে গেছে, এছাড়া প্রথম Sentence এর আর কোনো পরিবর্তন হয় না + enough + for + দ্বিতীয় Sentence এর Subject “I” টির Objective form
“me” বসানো হয়েছে + দ্বিতীয় Sentence এর মূল Verb থেকে বাকি অংশ বসেছে।
নোটঃ দ্বিতীয় Sentence এর Pronoun “You” এবং প্রথম Sentence এর Subject “You” এক হওয়ায় Pronoun টি উঠিয়ে দেয়া হয়েছে।
আরও কিছু উদাহরণ –
Q. The problem is very easy. The
students can solve it.
A. The problem is easy enough for the
students to solve.
Q. He is very slow. I can overtake him.
A. He is slow enough for me to
overtake.
Q. The mountain is not very high. We
can climb it.
A. The mountain is not high enough for
us to climb.
আশা করি “enough” এর গঠন প্রণালিগুলো ভালোভাবে দেখা এবং শেখা হয়েছে। আর এই শেখা টা তখনিই পূর্ণতা পাবে যখন বাস্তব কিছু উদাহরণের সাথে অনুশীলন করবেন। মনে রাখবেন, অনুশীলন ই একজন মানুষ কে মজবুত করে তোলে। তাই নিম্নের উদাহরণগুলো পূর্বের শেখা থেকে অনুশীলন করবেন এবং এর সমাধান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি অবসর সময় আপনাদের কমেন্ট দেখে নিব। ইনশাআল্লাহ্।
Q. The sun was very hot. It made the
sailors thirsty.
Q. Maha was very honest. She admitted
his fault.
Q. You are quite clever. You should
understand it.
Q. He had strength. He could do the
work.
Q. The man was very curious. He read
many books.
Q. I had not much money. I could not
pay the bill.
Q. He is quite weak. He cannot go out.
Q. The question was very tough. The students
failed to answer it.
Q. The load was very light. He carried
it easily.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।