Too.....To এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগে “Joining Sentence” এর গঠনপ্রণালী এবং এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো আর Joining Sentence এর গঠণপ্রণালী ভালো করে আয়ত্ত করতে পারলে ইংরেজি ব্যাকরণের অন্যতম বিষয় Completing sentence এবং Transformation of Sentence এর গঠন গুলো বুঝতে সমস্যা হবে না বলে আশা করছি তাহলে শুরু করা যাক


Too.....To এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

Too….To এর ব্যবহার

Rule 1 – প্রদত্ত বাক্য দুটির Subject যদি একই ব্যক্তি বা বস্তু হয়, তাহলে দুটি বাক্য কে যুক্ত করতে হলে নিম্নলিখিত নিয়মটি প্রয়োগ করতে হয়ঃ

প্রথম বাক্যের very, quite, rather, extremely, so, seriously এর জায়গায় “too” বসে, এছাড়া প্রথম বাক্যের আর কোনো পরিবর্তন হয় না + “to” বসে + দ্বিতীয় বাক্যটির মূল Verb থেকে শেষ অংশ পর্যন্ত বসে

গঠনপ্রণালীঃ প্রথম Sentence এর Subject + Verb + too + Adjective / Adverb + to + দ্বিতীয় Sentence এর মূল Verb এর থেকে শেষ অংশ পর্যন্ত

উদাহরণঃ

Q. The writer was very poor, he could not eat meat.

A. The writer was too poor to eat meat.

উদাহরণ বিশ্লেষণঃ প্রথম বাক্যে ‘The writer was very’, “very” এর পরিবর্তে “too” বসানো হয়েছে ‘The writer was too’ এবং বাক্যের বাকি অংশ অপরিবর্তিত থাকবে “The writer was too poor” + দ্বিতীয় বাক্যে নিয়ম অনুযায়ি “to” বসানো হয়েছে “The writer was too poor to” + দ্বিতীয় বাক্যের মূল Verb এর থেকে “eat” থেকে শেষ পর্যন্ত বসেছে তাহলে রূপান্তরিত বাক্যটি হলো - The writer was too poor to eat meat.

এমন আরও কিছু উদাহরণ

Q. The sailors were very thirsty. They could not speak.

A. The sailors were too thirsty to speak.

Q. Maha was too honest. He did not show any excuse for his carelessness.

A. Maha was too honest to show any excuse for his carelessness.

Q. Samia is extremely tired. He cannot move at all.

A. Samia is too tired to move at all. 


স্মরণীয় যেঃ

  • অনেক সময় প্রথম বাক্যে ‘very’ থাকে না, সেক্ষেত্রে প্রথম বাক্যের Verb এর পরেই “too” বসাতে হয়
  • উল্লেখ্য “to” এর পরে সর্বদা Verb এর Present form বসে
  • সাধারণত দ্বিতীয় বাক্যে “not, unable, fail” এর পরেই মূল Verb থাকে

 

Rule 2 – প্রদত্ত Sentence দুটির Subject যদি ভিন্ন ব্যক্তি বা বস্তু হয়, তাহলে দুটি Sentence কে যুক্ত করতে হলে নিম্নের নিয়মে পরিবর্তন করতে হবে

প্রদত্ত Sentence এর Very এর জায়গায় too বসে, তাছাড়া প্রথম Sentnence এর আর কোনো পরিবর্তন হয় না + for বসে + দ্বিতীয় Sentence এর Subject এর Objective Form বসে + to বসে + দ্বিতীয় Sentence এর মূল Verb থেকে শেষ পর্যন্ত বসে

নোটঃ দ্বিতীয় Sentence এর কোনো Pronoun এবং প্রথম Sentence এর subject যদি এক হয় তবে Pronoun টি ওঠে যায়

গঠনপ্রণালীঃ প্রথম Sentence এর Subject + Verb + Too + Adjective / Adverb + For + দ্বিতীয় Sentence এর Subject টির Objective Form + দ্বিতীয় Sentence এর মূল Verb থেকে শেষ পর্যন্ত

উদাহরণঃ

Q. The water is very cold. I cannot touch it.

A. The water is too cold for me to touch.

উদাহরণ বিশ্লেষণঃ প্রথম Sentence এর Very এর জায়গার ‘too’ বসেছে, তাছাড়া প্রথম Sentence আর কোনো পরিবর্তন হয় নি + নিয়ম অনুযায়ী ‘for’ বসেছে + দ্বিতীয় Sentence এর Subject টির Objective Form ‘me’ বসেছে + to + দ্বিতীয় Sentence এর মূল Verb “touch” বসানো হয়েছে

লক্ষণীয় যে, দ্বিতীয় Sentence এর Pronoun “it” এবং প্রথম Sentence এর Subject “the water” এক হওয়ায় “it” Pronoun টি উঠে গিয়েছে

এমন আরও কিছু উদাহরণ

Q. The box is very heavy. I cannot carry it.

A. The box is too heavy for me to carry.

Q. The problem is very hard. We cannot solve it.

A. The problem is too hard for us to solve.

Q. The tea was very hot. He could not drink it.

A. The tea was too hot for him to drink.

বিঃ দ্রঃনিম্নে কিছু Subject কে Object রূপান্তর করার নমুনা দেখানো হলো

Subject

Object

I

Me

We

Us

He

Him

She

Her

You

You

They

Them

নামবাচক Subject থাকলে উক্ত নামবাচক Subject – টিই Object রুপে বসে

 

Rule 3 – প্রদত্ত Sentence দুটির দ্বিতীয়টি যদি Passive Form থাকে তবে নিম্নের গঠন অনুযায়ী পরিবর্তন করতে হবে

গঠনপ্রণালীঃ প্রদত্ত প্রথম Sentence এর Subject + Verb + Too + Adjective / Adverb + To be + দ্বিতীয় Sentence এর Verb এর Past Participle Form + দ্বিতীয় Sentence এর বাকি অংশ

উদাহরণঃ

Q. He is very clever. He cannot be understood easily.

A. He is too clever to be understood easily.

উদাহরণ বিশ্লেষণঃ প্রথম Sentence এর verb এর পরিবর্তে too বসেছে, তাছাড়া প্রথম Sentence এর আর কোনো পরিবর্তন হয় নি + নিয়ম অনুযায়ী to be + দ্বিতীয় Sentence এর Verb এর Past Participle Form বসেছে + দ্বিতীয় Sentence এর বাকি অংশ বসানো হয়েছে

এমন আরও কিছু উদাহরণ

Q. The parcel is very heavy. It cannot be sent by post.

A. The parcel is too heavy to be sent by post.

Q. They are very nice. They cannot be used just at present.

A. They are too nice to be used just at present.

নোটঃ প্রথম বাক্যে a/an থাকলে তা প্রথম বাক্যের শেষ শব্দ অর্থাৎ Noun এর পূর্বে বসে যেমন

Q. Maha saved a very small amount. She could not buy a nice gift for Habib.

A. Maha saved too small an amount to buy a nice gift for Habib.

ব্যাখ্যাঃ প্রথম Sentence টিতে ‘a’ থাকায় তা নিয়ম অনুযায়ী প্রথম Sentence এর শেষ শব্দ “amount” Noun টির পূর্বে বসেছে amount Noun টির শুরুতে Vowel থাকায় “a” এর পরিবর্তে “an” বসেছে

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন আর এটাই আমার সার্থকতা আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেয

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment