প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে “Joining Sentence” এর গঠনপ্রণালী এবং এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আর Joining Sentence এর গঠণপ্রণালী ভালো করে আয়ত্ত করতে পারলে ইংরেজি ব্যাকরণের অন্যতম বিষয় Completing sentence এবং Transformation of Sentence এর গঠন গুলো বুঝতে সমস্যা হবে না বলে আশা করছি। তাহলে শুরু করা যাক।
Joining Sentence এর পূর্বের পাঠ দেখুন –
- Too …… to এর ব্যবহার
- Enough এর ব্যবহার
- Because of এর ব্যবহার
- In spite of এর ব্যবহার
- Though / Although এর ব্যবহার
So That এর ব্যবহার –
Rule 1: So that দিয়ে দুটি বাক্য কে যুক্ত করতে হলে নিম্নলিখিত নিয়মটি প্রয়োগ করতে হয় –
নিয়মঃ প্রথম Sentence টি অপরিবর্তিত অবস্থায় প্রথমে বসে + So that বসে + দ্বিতীয় Sentence (উদ্দেশ্যমূলক বাক্য) এর Subject বসে + দ্বিতীয় Sentence এ
Want to / wants to / hope to / hopes to / wish to / wishes to / desire to /
desires to থাকলে তার পরিবর্তে Can/May বসে এবং Wanted to /
Hoped to / wished to / Desired to থাকলে Could / Might বসে + দ্বিতীয় Sentence এর মূল Verb থেকে শেষ অংশ পর্যন্ত বসে।
গঠনপ্রণালীঃ প্রথম Sentence + So that + দ্বিতীয় Sentence (উদ্দেশ্যমূলক বাক্য) এর Subject +
can/may বা could/might + দ্বিতীয় Sentence এর Verb থেকে শেষ পর্যন্ত।
উদাহরণঃ
Q. He works hard. He wants to prosper
in life.
A. He works hard so that he can prosper
in life.
উপরের বাক্যে নিয়ম অনুযায়ী প্রথম Sentence বসানো হয়েছে + So that + দ্বিতীয় Sentence এর Subject ‘he’ বসানো হয়েছে + দ্বিতীয় Sentence এর wants to এর পরিবর্তে can বসানো হয়েছে + দ্বিতীয় Sentence এর Verb ‘Prosper’ থেকে শেষ পর্যন্ত বসেছে।
আরও কিছু উদাহরণ –
Q. Maha sold her hair. She wanted to
buy a gift for Samia.
A. Maha sold her hair so that she could
buy a gift for Samia.
Q. The writer drank water. He wanted to
save money.
A. The writer drank water so that he
could save money.
Q. I read more. I want to make a good
result.
A. I read more so that I can make a
good result.
ব্যতিক্রম, অনেক সময় প্রথম Sentence টিতে “উদ্দেশ্য” অর্থ প্রকাশ পায়। সেক্ষেত্রে উত্তর লেখার সময় দ্বিতীয় Sentence টিকে প্রথমে লিখতে হয়।
Q. He wants to shine in life. He works hard.
A. He works hard so that he may shine in life.
এখানে প্রথম Sentence টি দ্বারা “উদ্দেশ্য” বুঝায়। তাই নিয়ম অনুযায়ী দ্বিতীয় Sentence টিকে প্রথমে লেখা হয়েছে এবং so that এর নিয়ম অনুযায়ী বাকি অংশ পূরণ করা হয়েছে।
Rule 2: উদ্দেশ্যমূলক Sentence এ Be verb (am, is, are, was, were) থাকলে নিচের নিয়মটি অনুসরণ করতে হয় –
নিয়মঃ প্রথম Sentence টি অপরিবর্তিত অবস্থায় বসে + So that বসে + দ্বিতীয় Sentence (উদ্দেশ্যমূলক বাক্য) টির শুরুতে যে Possessive থাকে তার Subjective
pronoun রুপ বসে (অর্থাৎ my = I; our =
we; your = you; their = they; his = he ও her = she) +
am, is, are থাকলে তার পরিবর্তে may/can বসে আর was/were থাকলে তার পরিবর্তে could/might বসে + Be verb এর পরে যে ‘to’ থাকে সেই to এর পর থেকে শেষ পর্যন্ত বসে।
উদাহরণঃ
Q. He reads more. His aim is to make a good result.
A. He reads more so that he may make a good result.
Q. They established a madrasah. Their mission was to educate the
illiterate men.
A. They established a madrasah so that they could educate the
illiterate men.
Q. The girl went to London. Her purpose was to receive higher
education.
A. The girl went to London so that she could receive higher
education.
Rule 3 – দ্বিতীয় Sentence (উদ্দেশ্যমূলক বাক্য) টিতে want/wants/wanted এর পরে ব্যক্তিবাচক Object যথা
me, us, you, then, his, her, nobody, none, no one, anyone, anybody, anything এবং কোনো নামে উল্লেখ থাকলে নিম্নের নিয়ম অনুসরণ করতে হয় –
নিয়মঃ প্রথম Sentence টি অপরিবর্তিত অবস্থায় প্রথম বসে + so that বসে + দ্বিতীয় Sentence (উদ্দেশ্যমূলক বাক্য) এর want/wants/wanted এর পরের Object টি
Subject হয় + want / wants থাকলে তার পরিবর্তে can/may এবং wanted এর পরিবর্তে could/might বসে + দ্বিতীয় Sentence এর মূল Verb থেকে শেষ পর্যন্ত বসে।
গঠনপ্রণালীঃ প্রথম Sentence + so that + দ্বিতীয় Sentence (উদ্দেশ্যমূলক বাক্য) এর Object টির Subjective form + can / may বা
could / might + দ্বিতীয় Sentence এর মূল Verb থেকে শেষ পর্যন্ত।
নোটঃ দ্বিতীয় Sentence এ do not want /
does not want থাকলে তার পরিবর্তে may not বা cannot বসে এবং did not want থাকলে তার পরিবর্তে could not /
might not বসে।
Q. The Caliph (খলিফা) went out in disguise. He did not want anybody to know him.
A. The Caliph went out in disguise so
that anybody might not know him.
নিয়ম অনুযায়ী প্রথম Sentence বসানো হয়েছে + so that বসানো হয়েছে + দ্বিতীয় Sentence এর want এর পরের Object
“anybody” বসানো হয়েছে + might বসানো হয়েছে + দ্বিতীয় Sentence এর Verb “know” থেকে শেষ পর্যন্ত বসানো হয়েছে।
Q. He bears my educational expenses. He
wants me to make a good result.
A. He bears my educational expenses so
that I can make a good result.
আশা করি “So That” এর গঠন প্রণালিগুলো ভালোভাবে দেখা এবং শেখা হয়েছে। আর এই শেখা টা তখনিই পূর্ণতা পাবে যখন বাস্তব কিছু উদাহরণের সাথে অনুশীলন করবেন। মনে রাখবেন, অনুশীলন ই একজন মানুষ কে মজবুত করে তোলে। তাই নিম্নের উদাহরণগুলো পূর্বের শেখা থেকে অনুশীলন করবেন এবং এর সমাধান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি অবসর সময় আপনাদের কমেন্ট দেখে নিব। ইনশাআল্লাহ্।
Q. We work hard. We want to earn money.
Q. The lady flattered the writer. She
wanted to exploit him.
Q. The old sailor stopped one of the
guests. He wanted to tell him about his last journey.
Q. We eat food. We want to get
strength.
Q. Jerry told lies. He wanted to be
intimate with the authorities.
Q. I saved some money. I wanted to buy
a good house.
Q. The sailors gave the albatross food
and water. They wanted to tame it.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।