প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ইংরেজি ব্যাকরণের অন্যতম একটি বিষয় ‘Verbal’ নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
Verbal এর সংজ্ঞাঃ Verb বা ক্রিয়া থেকে উদ্ভুত
অন্যান্য Parts of Speech যা একই সঙ্গে Verb ও সেই Parts of Speech এর কাজ নিষ্পন্ন
করে তাদেরকে Verbal বা Non-finite Verb বলে। যেমন –
- To err is human.
- I saw the boys playing football.
- Maha enjoyed swimming yesterday.
Verbal এর প্রকারভেদঃ Verbal তিন প্রকার। যথা –
- Infinitive
- Gerund
- Participle
Infinitive এর সংজ্ঞাঃ Verb এর Present
form এর পূর্বে ‘to’ বসে Infinitive গঠিত হয়। Infinitive কোনো Subject এর সাথে সম্পৃক্ত
নয়। এটি শুধু Verb এর ভাব বুঝায়। Number, Person ও Tense ভেদে এর কোনো পরিবর্তন হয়
না। যেমন –
- To
err
is human.
- Habib wants to buy a pen.
- The boat was about to sink.
- To
think that he would come soon.
Gerund এর সংজ্ঞাঃ Verb এর Present form এর
সাথে ing যুক্ত হয়ে যদি তা একসঙ্গে Noun ও Verb এর কাজ সম্পন্ন করে তবে তাকে
Gerund বলে। যেমন –
- Swimming is a good
exercise.
- Maha started drinking.
- She has a looking glass.
- He is addicted to drinking.
- You should avoid smoking.
Participle এর সংজ্ঞাঃ যখন কোনো Verb একসঙ্গে
Verb এবং Adjective এর কাজ করে তখন তাকে Participle বলে। যেমন –
- Don’t put your hand into boiling water.
- We should not eat rotten (পচা / নষ্ট) eggs.
- A barking dog seldom bites.
- I selected him considering his popularity.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।