Infinitive কাকে বলে? কত প্রকার ও কি কি? এবং উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Verbal’ এর অন্যতম প্রকার “Infinitive” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Infinitive কাকে বলে? কত প্রকার ও কি কি? এবং উদাহরণসহ  বর্ণনা

Infinitive এর পরিচয় -

Infinitive এর সংজ্ঞাঃ To + base form of verb অর্থাৎ Verb এর Present form এর পূর্বে to বসে infinitive গঠিত হয়। Infinitive কোনো Subject এর সাথে সম্পৃক্ত নয়। এটি শুধু Verb এর ভাব বুঝায়। Number, Person ও Tense ভেদে এর কোনো পরিবর্তন হয় না। যেমন –

To err is human.

Habib wants to buy a shirt.

Note: Infinitive উক্ত বা অনুক্ত থাকতে পারে। Infinitive উক্ত থাকলে তাকে to infinitive বলে এবং অনুক্ত থাকলে তাকে bare infinitive বলে। যেমন –

He wants to buy a car (to infinitive)

I saw him go (bare infinitive)

Infinitive এর প্রকার - 


Infinitive এর প্রকারভেদঃ Infinitive পাঁচ প্রকার। যথা –

  • Simple বা Noun Infinitive
  • Gerundial বা Qualifying Infinitive
  • Perfect Infinitive
  • Split Infinitive
  • Bare Infinitive


নিম্নে Infinitive এর প্রকারভেদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো –

 

Simple বা Noun Infinitive এর পরিচয় –

Simple বা Noun Infinitive এর সংজ্ঞাঃ 

বাক্যে ব্যবহৃত Infinitive যখন Noun এর কাজ করে তখন ঐ Infinitive কে Simple বা Noun Infinitive বলে। যেমন –

To maintain a family is a hard task.

It is a great sin to tell a lie.

 

Simple বা Noun Infinitive এর ব্যবহারঃ

👉 Noun Infinitive প্রায়ই Verb এর Subject হিসেবে ব্যবহৃত হয়। যেমন –

To read a book is a good habit.

To win the match will be hard for us.

উপরের বাক্য দুটিতে ‘to read’ ও ‘to win’ Noun Infinitive দুটি বাক্যের Subject হিসেবে ব্যবহৃত হয়েছে।


👉 Noun Infinitive কখনো কখনো Verb এর Object হিসেবে ব্যবহৃত হয়। যেমন –

He want to buy a car.

I would like to call my mother.

উপরের বাক্য দুটিতে ‘to buy’ ও ‘to call’ Noun Infinitive দুটি বাক্যের Object হিসেবে ব্যবহৃত হয়েছে।


👉 কয়েকটি Preposition যেমন – about, buy, except, than ইত্যাদির Object হিসেবেও Noun Infinitive ব্যবহৃত হয়। যেমন –

The boat was about to sink.

You have no chance but to die.

উপরের বাক্য দুটিতে ‘to sink’ ও ‘to die’ Noun Infinitive দুটি বাক্যের Object হিসেবে ব্যবহৃত হয়েছে।


👉 Exclamation (বিস্ময়) বা Interrogation (জিজ্ঞাসা) প্রকাশ করতে Sentence-এ অনেক সময় Noun Infinitive ব্যবহার করা হয়। যেমন –

To think that Maha would come soon.

To hope that Samia would give birth to a baby boy.


👉 অনেক সময় Verb এর Complement হিসেবে Sentence-এ Noun Infinitive ব্যবহার করা হয়। যেমন –

His plan proves to be futile.

The girls seems to be intelligent.


👉 Sentence এ ব্যবহৃত Object এর Complement হিসেবে Noun Infinitive ব্যবহার করা যায়। যেমন –

They expect me to come.

I want her to recite the poem.

উপরের বাক্য দুটিতে ‘me এবং her’ হলো Object। প্রথম বাক্যটিতে ‘to come’ Infinitive টি এই Object সম্পর্কে বলেছে, Subject বা ‘They’ সম্পর্ক নয়। দ্বিতীয় বাক্যটিতে ‘to recite’ Infinitive টি এই Object সম্পর্কে বলেছে, Subject বা ‘I’ সম্পর্ক নয়।

 

👉 Noun Infinitive কে Interrogative Pronoun এর Complement হিসেবে ব্যবহার করা যায়। যেমন –

Maha does not know what to do?

Do you know how to swim?

উপরের বাক্য দুটিতে Interrogative Pronoun ‘what এবং how’ এর পরে যথাক্রমে ‘to do’ এবং ‘to swim’ Infinitive ব্যবহার করা হয়েছে।


👉 It, be verb এর Subject হিসেবে ব্যবহৃত হলে Subject এর Complement হিসেবে Noun Infinitive ব্যবহার করা হয়। যেমন –

It is easy to say but difficult to do.

উপরের বাক্যেটিতে ‘it’ এর Complement হিসেবে Infinitive ‘to say’ এবং ‘to do’ ব্যবহার করা হয়েছে।


👉 Instruction (নির্দেশনা) বা Command (নির্দেশ) বুঝাতে “to be এবং to have” Verb এর পরে Infinitive ব্যবহার করতে হয়। যেমন –

I am to call him now.

You have to finish your meal.

উপরের প্রথম Sentence-টিতে instruction বুঝাতে to be verb (am) এর পরে Infinitive ‘to call’ ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় Sentence-টিতে Command বুঝাতে ‘to have’ Verb এর পরে ‘to finish’ Infinitive-টি ব্যবহার করা হয়েছে।


👉 Consider, explain, find out, know, show, understand ইত্যাদি Verb এর Object হিসেবে যদি Infinitive ব্যবহৃত হয় তাহলে এ Infinitive এর আগে ‘how’ ব্যবহার করতে হয়। যেমন –

My sister knows how to make a cup of tea.

I could understand how to open a bank account.

উপরের বাক্য দুটিতে “knows ও understand” Verb এর Object হিসেবে যথাক্রমে ‘to make’ এবং ‘to open’ Infinitive ব্যবহার করা হয়েছে। তাই এ Infinitive গুলোর আগে how ব্যবহার করা হয়েছে।

 

Gerundial বা Qualifying Infinitive এর পরিচয় -

Gerundial বা Qualifying Infinitive এর সংজ্ঞাঃ 

Infinitive যখন কোনো কাজের উদ্দেশ্য, কারণ, শর্ত ও ফলাফল প্রকাশ করে এবং Adverb ও Adjective এর ন্যায় আচরণ করে তাকে Gerundial বা Qualifying Infinitive বলে। যেমন –

I was happy to find the book.

I went there to see him.

উপরের Sentence দুটিতে “to find এবং to see” যথাক্রমে দুটি কাজের কারণ উদ্দেশ্য প্রকাশ করেছে। তাই এগুলোকে Gerundial বা Qualifying Infinitive বলা হয়।


Gerundial বা Qualifying Infinitive এর ব্যবহার –

👉 Gerundial বা Qualifying Infinitive দ্বারা উদ্দেশ্য বুঝাতে Verb এর সাথে এটি Adverb রূপে ব্যবহৃত হতে পারে। এক্ষেত্রে এটি একটি Finite Verb কে modify করে। যেমন –

They went out to catch the thief.

We work hard to earn our livelihood.

 

👉 Gerundial বা Qualifying Infinitive একটি Adjective এর সাথে Adverb হিসেবে ব্যবহৃত হতে পারে। এক্ষেত্রে এটি Adjective কে Modify করে। যেমন –

Maha was ready to come here.

They will be anxious to know about the accident.

 

👉 Gerundial Infinitive একটি Noun এর সাথে বা Noun কে qualify করতে Adjective হিসেবে ব্যবহৃত হতে পারে। এক্ষেত্রে এটি Noun কে modify করে। যেমন –

I have a pen to write with.

Samir has an expensive shirt to wear.


👉 কোনো বাক্যের অর্থ সম্পূর্ণরুপে প্রকাশ করতে বা কোনো বক্তব্যের উপরে জোর দেয়ার জন্য মূল Sentence এর সাথে সম্পর্কহীনভাবে Infinitive ব্যবহার করা হয়। এক্ষেত্রে Infinitive টি Sentence কে modify করে। যেমন –

To tell the truth, Maha is not happy.

To be honest, she works very hard.


👉 Sentence-এ কোনো ঘটনার কারণ উল্লেখ করলে Gerundial বা Qualifying Infinitive ব্যবহার করতে হয়। যেমন –

He was sorry to disturb me.

My brother is happy to get the scholarship.

উপরের প্রথম বাক্য্যটিতে ‘Sorry’ হওয়ার কারণ হলো ‘distrub’ করা এবং দ্বিতীয় বাক্যটিতে ‘Happy’ হওয়ার কারণ হলো ‘scholarship’ পাওয়া। তাই এই বাক্য দুটিতে Infinitive ‘to disturb এবং to get’ ব্যবহার করা হয়েছে।

 

👉 বাক্যে কোনো রূপ শর্ত বা Condition আরোপ করা হলে Gerundial বা Qualifying Infinitive ব্যবহার করতে হয়। যেমন –

You can take the pen to write for two hours.

You can come only to talk to him.

 

👉 একটি বিশেষ ফলাফল লাভের ইচ্ছায় কোনো কাজ করা হলে সেক্ষেত্রে Gerundial বা Qualifying Infinitive ব্যবহার করতে হয়। যেমন –

I studied hard to get a good result in the examination.

They played heart and soul to win the match.


👉 Gerundial বা Qualifying Infinitive কে Adverb রূপে too বা enough বা এরকম কোনো Adjective কে modify করার কাজে ব্যবহার করা যায়। যেমন –

I am too weak to walk.

He is rich enough to help me.

 

👉 নিম্নলিখিত Verb গুলোর পরে সবসময় Gerundial বা Qualifying Infinitive ব্যবহৃত হয়:

Decide

Desire

Expect

Forget

Refuse

Hope

Neglect

Offer

Promise

Want

Wish

যেমন –

He has decided to leave Dhaka forever.

Maha desires to study engineering.

উপরের বাক্য দুটিতে “decided এবং desires” Verb দুটির পরে যথাক্রমে “to leave ও to study’ Infinitive দুটি ব্যবহৃত হয়েছে।

 

👉 নিচের Verb গুলোর পূর্বে Infinitive এর to ব্যবহার করে হলে Infinitive এর পরে একটি Preposition করতে হয় – live, reside, sleep, play, sit, and write ইত্যাদি। যেমন –

We have a nice house to live in.

He has no pen to write with.

উপরের বাক্য দুটিতে ‘live ও write’ Verb এর আগে Infinitive এর ‘to’ ব্যবহার করা হয়েছে এবং Verb গুলোর পরে যথাক্রমে “in এবং with” Preposition দুটি ব্যবহার করা হয়েছে।

 

👉 নিম্নের Noun গুলোর পরে Gerundial বা Qualifying Infinitive ব্যবহার করা হয়:

Ability

Determination

Promise

Ambition

Eagerness

Refusal

Anxiety

Effort

Request

Attempt

Failure

Scheme

Decision

Offer

Willingness

Demand

Plan

Wish

যেমনঃ

He has the ability to buy a car.

I have much eagerness to learn a language.

উপরের বাক্য দুটিতে ‘ability’ এবং ‘eagerness’ Noun দুটির পরে যথাক্রমে ‘to buy’ এবং ‘to learn’ Infinitive ব্যবহার করা হয়েছে।

 

Perfect Infinitive এর পরিচয় –


Perfect Infinitive এর সংজ্ঞাঃ 

কোনো কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে সেই কাজ সম্পর্কে মন্তব্য প্রকাশ করতে Perfect Infinitive ব্যবহার করা হয়। To এর পরে Verb এর form-টি Present Perfect Tense এর মতো বলে একে Perfect Infinitive বলা হয়। যেমন –

Maha is pleased to have met you.

I am sorry to have annoyed you.

 

Perfect Infinitive এর ব্যবহার –

👉 Command (আদেশ), desire (কামনা করা), hope (আশা করা), intend (পরিকল্পনা করা), want (চাওয়া), wish (ইচ্ছা করা) ইত্যাদি Verb এর Past form এর পরে কোনো কাজ সম্পন্ন করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি এরুপ বুঝাতে Perfect Infinitive ব্যবহার করা হয়। যেমন –

I hoped to have done the work.

He wished to have completed the course.

 

👉 অতীতে সম্পন্ন হয়েছে এমন কোনো কাজ সম্পর্কে অনুমান করার ক্ষেত্রে appear, happen, pretend, see, and seem ইত্যাদি Verb এর পরে Perfect Infinitive ব্যবহার করা হয়। যেমন –

He appears to have been rich.

He seems to have committed a crime.

 

👉 Believe, hear, report, say ইত্যাদি Verb এর পরে Indirect Narration এ Perfect Infinitive ব্যবহার করা হয়। এ রকম বাক্য সাধারণত Passive form এ থাকে। যেমন –

He is believed to have been killed by terrorists.

His father was heard to have died.


👉 কোনো বিষয়ে সম্ভাবনা বুঝাতে can, could, may, might, would প্রভৃতি Modal Verb এর সাথে Perfect Infinitive ব্যবহার করা হয়। যেমন –

My friend could have done the work.

You may have heard this news.

 

👉 কোনো কাজ না করার কারণে বক্তার বিরক্তি প্রকাশের ক্ষেত্রে might বা could এর পরে Perfect Infinitive ব্যবহার করা হয়। যেমন –

He could have done the sum.

You might have informed me of the matter.

 

👉 বাধ্যতামূলক বা আবশ্যিক কোনো কারণীয় কাজ অসম্পূর্ণ রয়ে গেছে এ রকম বুঝাতে should এবং ought to এর পরে Perfect Infinitive ব্যবহার করা হয়। যেমন –

You should have called me in time.

They ought to have met the Principal.

 

👉 Perfect Conditional গঠন করার জন্য could, might, should, would ইত্যাদির সাথে Perfect Infinitive ব্যবহার করা হয়। যেমন –

If you had studied hard, you would have done well in the examination.

I would have bought the book if I had got money.

 

Split Infinitive এর পরিচয় –


Split Infinitive এর সংজ্ঞাঃ 

Infinitive এর সাথে ব্যবহৃত to যখন Verb থেকে বিচ্ছিন্ন হয়ে Adverb এর আগে গিয়ে বসে তখন সেই Infinitive কে Split Infinitive বলে।

Split Infinitive এর গঠনঃ to + Adverb + Verb

The teacher asked him to do the sum quickly (Infinitive)

The teacher asked him to quickly do the work. (Split Infinitive)

He requested me to help him earnestly. (Infinitive)

He requested me to earnestly help him. (Split Infinitive)

 

Bare Infinitive এর পরিচয় –


Bare Infinitive এর সংজ্ঞাঃ 

যেসব Verb এর ক্ষেত্রে Infinitive এর to উহ্য থাকে তাকে Bare Infinitive বলে। যেমন –

I saw him do (to do) the work.

They saw me go (to go) there.

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment