প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে “Participle” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
Participle এর সংজ্ঞাঃ যখন কোনো Verb একসঙ্গে
Verb এবং Adjective এর কাজ করে তখন তাকে Participle বলে। যেমন –
Don’t put your hand into boiling water.
We should not eat rotten eggs.
উদাহরণ বিশ্লেষণঃ প্রথম উদাহরণে ‘boil’
Verb এর সঙ্গে ‘ing’ যুক্ত হয়ে “boiling” এ Verb টি গঠিত হয়েছে। এখানে “boiling” এর
অর্থ “ফুটছে” অর্থাৎ Verb এর কাজটি সম্পন্ন করছে। আবার এটা ‘water’ Noun-টির পূর্বে
বসে তার বর্তমান অবস্থা বুঝাচ্ছে। অর্থাৎ “boiling” শব্দটি এখানে Adjective এর কাজ
সম্পন্ন করছে। অতএব, এই বাক্যে ‘boiling’ verb টি Participle.
দ্বিতীয় উদাহরণে, ‘rot’ Verb টির Past
Participle from “rotten”। এখানে “rotten” এর অর্থ “পচে গিয়েছে” এ কাজটি সম্পন্ন করছে।
আবার এটি ‘eggs’ Noun এর পূর্বে বসে তার বর্তমান অবস্থা বুঝাচ্ছে। অর্থাৎ “rotten”
শব্দটিও এখানে Adjective এর কাজ সম্পন্ন করছে। অতএব, “rotten” Verb টি এখানে
Participle.
Classification of Participle:
Participle তিন প্রকারের হয়ে থাকে। যথা –
Present Participle এর সংজ্ঞাঃ যখন Verb এর
Present form এর সাথে ‘ing’ যুক্ত হয়ে একই সাথে Verb এবং Adjective এর কাজ করে, তখন
তাকে Present Participle বলে। যেমন –
I saw the boys playing cricket.
Don’t get down from a running train.
Past Participle এর সংজ্ঞাঃ Verb এর সাথে
“d, ed, t, ne, en” যুক্ত Verb যদি একই সাথে Verb এবং Adjective এর কাজ সম্পন্ন করে
তাকে Past Participle বলে। Past Participle দ্বারা অতীত সময়ে কাজটি সম্পন্ন হয়েছে বুঝায়।
যেমন –
The car made in Japan is running well.
উদাহরণ বিশ্লেষণঃ আমরা জানি Past
Participle হলো Verb এর Past Participle Form এবং তা Sentence এর মধ্যে Adjective এর
কাজ করে। উপরেরে বাক্যটিতে ‘made’ verb টি ‘make’ verb এর Past participle এবং তা উক্ত
বাক্যে ‘car’ Noun টিকে modify করে Adjective এর কার্য সম্পন্ন করে। তাই made এখানে
Past Participle.
Perfect Participle এর সংজ্ঞাঃ যখন Verb এর
Past Participle এর পূর্বে having যুক্ত হয়ে তা একই সাথে Verb ও Adjective এর কাজ করে
তখন তাকে Perfect Participle বলে। যেমন –
Having finished my work, I went to meet him.
Having lost my way, I went to the wrong place.
Having read the letter, I came to know about your health.
উপরের বাক্যগুলোতে Past Participle এর আগে
Having যুক্ত হয়েছে। ফলে “finished, lost, read” এই Past Participle গুলো একই সাথে
Adjective ও Verb এর দায়িত্ব পালন করেছে। তাই “finished, lost ও read” হলো Perfect
Participle।
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।