প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট একাদশ শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য
প্রধানমন্ত্রীর
শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ
ও সমমান শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের উপবৃত্তি পাওয়ার আবেদনের জন্য নির্ভুলভাবে
তথ্য এন্ট্রি ও প্রক্রিয়াকরণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য শিক্ষার্থী হতে অগ্রিম সংগ্রহ
করবে। HSP-MIS-এ উপবৃত্তির জন্য আবেদনের যোগ্য সব শিক্ষার্থীর তথ্য HSP-MIS-এ এন্ট্রি করার প্রক্রিয়াটি কম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য
উপবৃত্তির নির্ধারিত আবেদন ফরম অনুযায়ী নিচের উদ্যোগসহ প্রয়োজনীয় তথ্য শিক্ষার্থীদের
থেকে অগ্রিম সংগ্রহ করতে হবে।
- শিক্ষার্থী কর্তৃক
সঠিকভাবে উপবৃত্তির ফরম পূরণ করতে হবে।
- শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সভাপতিত্বে গঠিত প্রাতিষ্ঠানিক পর্যায়ের আবেদন যাচাই-বাছাই কমিটি শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত আবেদনপত্রের তথ্যাদি যাচাই-বাছাই করবে। কমিটির সদস্যগণ প্রয়োজনে শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করে আবেদনপত্রের তথ্যাদি যাচাই-বাছাই করবে। শিক্ষা প্রতিষ্ঠানের পর্যায়ের কমিটিতে উপকারভোগী নির্বাচনে কোনো অসত্য তথ্য প্রদান বা অনিয়ম করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে।
- শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদের ফটোকপি (১৭ সংখ্যা)
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (১০ অথবা ১৭ সংখ্যা)
- পিতা/মাতার অনুপস্থিতিতে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (১০ অথবা ১৭ সংখ্যা)
- এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও ফলাফলের ফটোকপি
- শিক্ষার্থীর
অভিভাবকের (পিতা/মাতা/অন্যান্য) জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খোলা সচল/বৈধ মোবাইল
ব্যাংকিং অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর।
- একই মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর একাধিক শিক্ষার্থীর ক্ষেত্রে ব্যবহার না করা।
- পিতাকে অভিভাবক
নির্বাচিত করলে পিতার জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে এবং হিসাবধারীর নাম হিসাবে পিতার নাম প্রদান
করতে হবে। অভিভাবক হিসাবে মাতাকে নির্বাচিত করলে মাতার জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে এবং হিসাবধারীর নাম হিসাবে
মাতার নাম প্রদান করতে হবে। পিতা/মাতার
অনুপস্থিতিতে অন্য কোন ব্যাক্তিকে অভিভাবক হিসাবে নির্বাচত করলে তাঁর জাতীয় পরিচয়পত্র
ব্যবহার করে একাউণ্ট খুলতে হবে এবং হিসাবধারীর নাম হিসাব তাঁর নাম প্রদান করতে হবে।
- স্কুল ব্যাংকিং/এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে যার নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে হিসাবধারীর নাম হিসাবে তাঁর নাম এন্ট্রি করতে হবে। এজন্ট ব্যাংকিং একাউন্ট নম্বর ব্যবহার করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার নাম প্রদান করতে হবে।
- প্রাথমিক শিক্ষা
অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষার্থীরা এ উপবৃত্তি কর্মসূচির
আওতাভুক্ত হবে না।
- সরকারি অন্য কোন উৎস হতে মেধাবৃত্তি/উপবৃত্তি/শিক্ষাভাতা পেয়ে থাকলে শিক্ষার্থী আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।
- উপবৃত্তির জন্য শিক্ষার্থীর তথ্য HSP-MIS এ এন্ট্রি করলেই উপবৃত্তি প্রাপ্তির নিশ্চিয়তা প্রদান করে না। আবেদনাকারী শিক্ষার্থী প্রদত্ত তথ্যাদি HSP-MIS এর মাধ্যমে বিশ্লেষণ করে উপবৃত্তি প্রাপ্তির জন্য কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থী নির্বাচন করা হয়।
- বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.pmeat.gov.bd অথবা এখানে।
সূত্রঃ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।