তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান হ্যান্ডনোট - অধ্যায় তথ্য ও যোগাযোগ

প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছো। আজকের এই ব্লগে আমি তোমাদের মাঝে তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান” বইয়ের একাদশ অধ্যায় ‘তথ্য ও যোগাযোগএর হ্যান্ডনোট শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই হ্যান্ডনোট টি ঠিকমতো আয়ত্ত্ব করতে পারলে পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব হবে, ইনশাআল্লাহ্‌ তাহলে শুরু করা যাক

তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান হ্যান্ডনোট - অধ্যায় তথ্য ও যোগাযোগ

এই অধ্যায়ের আলোচ্য বিষয়

তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান তথ্য আদান-প্রদানের প্রক্রিয় হলো যোগাযোগ নতুন কিছু শেখা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানা জরুরি প্রযুক্তির উন্নতির ফলে আমরা আজকাল ইন্টারনেটের মাধ্যমে অনেক তথ্য পেয়ে থাকি তথ্যের আদান-প্রদানের জন্যে আমরা এখন প্রযুক্তি ব্যবহার করি প্রযুক্তি উন্নত হবে, আমাদের জীবনযাত্রা ততই সহজ হবে

 

পাঠ্যবইয়ে দেওয়া প্রশ্ন ও কাজগুলোর সমাধান


কাজঃ তথ্যের উৎস (পাঠ্যবইয়ের পৃষ্ঠা নং - ৬৯)

সমাধানঃ বিভিন্ন প্রকার তথ্যের নাম এবং আমরা কোথা থেকে তথ্য পাই তা ছকে লেখা হলো

তথ্যের নাম

যেখান থেকে তথ্য পাই

পরীক্ষার সময়সূচি

স্কুলের নোটিশ বোর্ড, শিক্ষক

আবহাওয়ার খবর

রেডিও, টেলিভিশন

দেশের খবর

সংবাদপত্র, টেলিভিশন, রেডিও

বিজ্ঞানের খবর

পাঠ্যপুস্তক, শিক্ষক

বিশ্বের খবর

ইন্টারনেট, টেলিভিশন, সংবাদপত্র

অতঃপর আমার কাজ নিয়ে আমার সহপাঠীদের সাথে আলোচনা করলাম

 

প্রশ্নঃ প্রযুক্তি ব্যবহার করে আমরা কীভাবে যোগাযোগ করতে পারি? (পাঠ্যবইয়ের পৃষ্ঠা নং - ৭১)

উত্তরঃ প্রযুক্তি ব্যবহার করে দূরের কারো সঙ্গে কথা বলার জন্য আমরা টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করতে পারি ইন্টারনেট ব্যবহার করে ই-মেইলে তথ্য আদান-প্রদান করতে পারি এছাড়া চিঠি লিখে বা SMS এর মাধ্যমে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি,


কাজঃ যোগাযোগের যন্ত্রপাতি (পাঠ্যবইয়ের পৃষ্ঠা নং - ৭১)

সমাধানঃ অন্যদের সঙ্গে আমি যেভাবে যোগাযোগ করি এবং যোগাযোগের জন্য যেসব যন্ত্র ব্যবহার করি তা ছকে লিখলাম

যেভাবে যোগাযোগ করি

যোগাযোগের জন্য যেসব প্রযুক্তি

কথা বলার মাধ্যমে

মোবাইল, টেলিফোন

চিঠি লেখার মাধ্যমে

কাগজ, কলম

সংকেত দেখানোর মাধ্যমে

টেলিভিশন

ইন্টারনেটের মাধ্যমে

কম্পিউটার

 

তথ্য ও যোগাযোগএর অনুশীলনীর প্রশ্ন ও উত্তর –

. শূন্যস্থান পূরণ কর

. টেলিভিশনের মতো তথ্য সরবরাহের যন্ত্রকে মিডিয়া বলে

. একে অন্যের সঙ্গে তথ্যের আদান-প্রদানকে যোগাযোগ বলে

. তথ্য হচ্ছে জ্ঞান যা আমরা যোগাযোগের মাধ্যমে পাই

. যে কোন কাজ করার জন্য কম্পিউটারকে ধারাবাহিক নির্দেশনা প্রদান করতে হয়

. নির্দিষ্ট কাজ করার জন্য কম্পিউটার যে নির্দেশনা অনুসরণ করে তাকে কোড বা কমান্ড বলে

. কম্পিউটার অনেক বড় ও জটিল কাজ নির্ভুলভাবে করতে পারে

 

. সঠিক উত্তরটিতে টিক (✔) চিহ্ন দাও

. কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্যের আদান-প্রদান করতে পারি?

✔ মোবাইল ফোন

. কোনটি তথ্য পাঠাবার সবচেয়ে প্রাচীন মাধ্যম?

✔ কবুতর

. কাজ করার জন্য কম্পিউটারকে কী প্রাদনা করতে হয়?

✔ নির্দেশনা

. ট্রাফিক সিগনালে লাল বাতি জ্বললে গাড়ি চালক কী নির্দেশনা পায়?

✔ থেমে যাও

 

. নিচের প্রশ্নগুলো উত্তর দাও


প্রশ্ন- দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা তথ্য পাঠাবো কীভাবে?

উত্তরঃ দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা যেভাবে তথ্য পাঠাবো তা হলো

. টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে কথা বলার মাধ্যমে

. ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল পাঠিয়ে

. চিঠি লেখার মাধ্যমে

 

প্রশ্ন- তথ্যের পাঁচটি উৎসের নাম লেখ

উত্তরঃ তথ্যের পাঁচটি উৎসের নাম হলোটেলভিশন, রেডিও, খবরের কাগজ, ইন্টারনেট, বই


প্রশ্ন- তথ্য জানা এবং অন্যকে জানানো গুরুত্বপূর্ণ কেন?

উত্তরঃ তথ্য জানা এবং অন্যকে জানানো খুবই গুরুত্বপূর্ণ কারণনতুন কিছু শিখতে হলে আমাদের তথ্য জানতে হবে এছাড়া সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যও প্রয়োজনীয় তথ্য জানা খুব জরুরি তথ্য জানার পাশাপাশি অন্যদের তা জানাতে হবে আগাম যদি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানতে পারি তা অন্যকে জানাব না জানালে ঘূর্ণিঝড়ে অনেক বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাই সুন্দর জীবনযাপনের জন্য আমরা সঠিক তথ্য নিজে জানব এবং অন্যদের জানাব


. বামপাশের শব্দের সঙ্গে ডানপাশের শব্দের মিল কর

উত্তরঃ

  • দেখি ও শুনি টেলিভিশন
  • খবর শুনি রেডিও
  • খবর পড়ি খবরের কাগজ
  • কথা বলি টেলিফোন

 

 

তথ্যসূত্রঃ

  • বইঃ প্রাথমিক বিজ্ঞান (তৃতীয় শ্রেণি)
  • পাঠঃ তথ্য ও যোগাযোগ (অধ্যায় - ১১)
  • পৃষ্ঠা – ৬৯ থেকে ৮২

 

আশা করি তোমরা পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছ এবং উপকৃত হয়েছ আর এটাই আমার সার্থকতা পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন পাঠে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফেয

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment