প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছো। আজকের এই ব্লগে আমি তোমাদের মাঝে তৃতীয় শ্রেণির “প্রাথমিক বিজ্ঞান” বইয়ের দ্বাদশ অধ্যায় ‘জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ’ এর হ্যান্ডনোট শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই হ্যান্ডনোট টি ঠিকমতো আয়ত্ত্ব করতে পারলে পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব হবে, ইনশাআল্লাহ্। তাহলে শুরু করা যাক –
এই অধ্যায়ের আলোচ্য বিষয় –
কোনো এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যাই ঐ এলাকার জনসংখ্যা। উদ্ভিদ, প্রাণী, মাটি, পানি এসব প্রাকৃতিক
সম্পদ এবং প্রাকৃতিক পরিবেশের অংশ। জনসংখ্যা বৃদ্ধি পেলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যেমন – খাদ্যের সমস্যা,
বসবাসের জায়গার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা ইত্যাদি। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে
যায়। বাড়তি প্রয়োজন মেটানোর
জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করেছে।
পাঠ্যবইয়ে দেওয়া প্রশ্ন ও কাজগুলোর সমাধান –
কাজঃ খাদ্য এবং বাসস্থানের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। (পাঠ্যবইয়ের
পৃষ্ঠা নং - ৮৩)
সমাধানঃ
১. আমাদের কার্ড ছিল ৫ টি। ৫ টি মিটার দীর্ঘ একটি দড়ি এবং খাদ্য লেখা ৫ টি
কার্ড জোগাড় করলাম।
২. ১০ জন শিক্ষার্থীকে নিয়ে একটি দল
গঠন করলাম। মেঝেতে দড়িটাকে একটি
বৃত্তের মতো করে বানালাম।
৩. ১ জন শিক্ষার্থীকে ৫ টি কার্ড হাতে
দিয়ে বৃত্তের মধ্যে প্রবেশ করালাম।
৪. ২য় শিক্ষার্থী দড়ির বৃত্তে প্রবেশ
করল এবং সে প্রথম শিক্ষার্থীর নিকট থেকে একটি কার্ড নিল।
৫. এভাবে ১০ জন শিক্ষার্থী বৃত্তে
প্রবেশ করল এবং প্রক্রিয়াটি চলতে থাকল। দড়ির বৃত্তে বেশিসংখ্যক শিক্ষার্থী প্রবেশ করায়
কার্ড এবং দাঁড়ানোর জায়গা নিয়ে সংকট দেখা দেবে। কারণ কার্ড ও দাঁড়ানোর জায়গা সীমিত।
প্রশ্নঃ পরিবারের সদস্য বেড়ে গেলে কী কী অসুবিধা হয়? (পাঠ্যবইয়ের পৃষ্ঠা নং - ৮৪)
উত্তরঃ পরিবারের সদস্য বেড়ে গেলে যেসব অসুবিধা হয় –
১. খাদ্য সমস্যা দেখা দেয়।
২. লেখাপড়া করার সমস্যা হয়।
৩. ঘুমাবার জায়গা নিয়ে সমস্যা দেখা
দেয়।
৪. অনেক সদস্য এক সঙ্গে বসবাসের ফলে
রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
৫. পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়ে।
অতঃপর আমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে জনসংখ্যা বৃদ্ধির কারণে বিবিধ সমস্যা
সম্পর্কে জানলাম।
প্রশ্নঃ জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক পরিবেশের কী অবস্থা হয়? (পাঠ্যবইয়ের পৃষ্ঠা নং - ৮৫)
উত্তরঃ জনসংখ্যা বৃদ্ধি আমাদের প্রাকৃতিক পরিবেশকে যেভাবে প্রভাবিত করে তা হলো – উদ্ভিদ, প্রাণী,
মাটি এবং পানি এসবই প্রাকৃতিক সম্পদ। আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাকৃতিক সম্পদ পাই। জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে
যায়। বাড়তি প্রয়োজন মেটানোর
জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে।
প্রশ্নঃ আমরা কীভাবে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে পারি? (পাঠ্যবইয়ের পৃষ্ঠা নং - ৮৫)
উত্তরঃ আমরা যেভাবে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে পারি তা হলো –
১. জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।
২. অধিক সংখ্যক গাছপালা লাগিয়ে।
৩. গাছ কাটা এবং বনাঞ্চল ধ্বংস করা
থেকে বিরত থাকে।
অতঃপর আমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে জনসংখ্যা বৃদ্ধিজনিত কারণে প্রাকৃতিক
পরিবেশে যে বিরুপ প্রভাব পড়ে তা সম্পর্কে জানলাম এবং তার প্রতিকারের উপায় সম্পর্কে
জানলাম।
“জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ” এর অনুশীলনীর প্রশ্ন ও উত্তর –
১. শূন্যস্থান পূরণ কর –
১. উদ্ভিদ অথবা প্রাণী
থেকে আমরা খাদ্য পাই।
২. একটি এলাকায় বসবাসরত লোকসংখ্যা
ওই এলাকার জনসংখ্যা।
৩. বস্ত্র তৈরি হয় পাট
ও তুলা থেকে।
৪. পরিবারের সদস্যদের বেঁচে থাকার
জন্য খাদ্য এবং বাসস্থান প্রয়োজন।
৫. মানুষ পাথর এবং কাঠ আহরণ করে প্রাকৃতিক
পরিবেশ থেকে।
২. সঠিক উত্তরটিতে টিক (✔) চিহ্ন দাও –
১. কোনটি প্রাকৃতিক সম্পদ?
✔ মাটি
২. প্রাকৃতিক পরিবেশের ক্ষতি প্রধানত
কে করে?
✔ মানুষ
৩. নিচের প্রশ্নগুলো উত্তর দাও
–
প্রশ্ন-১। জনসংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে আমাদের অবস্থা কী
হবে?
উত্তরঃ জনসংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে আমাদের নিম্নলিখিত সমস্যা দেখা দিবে –
- খাদ্যের অভাব দেখা দিবে।
- বসবাসের জন্য অধিক জায়গার প্রয়োজন হবে।
- লেখাপড়া করার সমস্যা দেখা দিবে।
- বাড়তি প্রয়োজন মেটানোর জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করবে।
প্রশ্ন-২। প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এমন পাঁচটি সম্পদের
নাম লেখ।
উত্তরঃ প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এমন পাঁচটি সম্পদের নাম হলো – উদ্ভিদ, প্রাণী,
মাটি, পানি, পাথর।
৪. জনসংখ্যা বৃদ্ধি পরিবেশে কী প্রভাব ফেলে তা নিচে লেখা শব্দগুলো ব্যবহার করে দুইটি বাক্য লেখ।
প্রাকৃতিক সম্পদ |
ধ্বংস |
প্রাকৃতিক পরিবেশ |
প্রচুর |
উত্তরঃ জনসংখ্যা বৃদ্ধি পরিবেশে যে প্রভাব ফেলে তা ছকের লেখাগুলো ব্যবহার করে দুইটি
বাক্য লেখা হলো –
১. জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক
সম্পদের প্রয়োজন প্রচুর বেড়ে যাচ্ছে।
২. বাড়তি প্রয়োজন মেটানোর জন্য মানুষ
প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে।
তথ্যসূত্রঃ
- বইঃ প্রাথমিক বিজ্ঞান (তৃতীয় শ্রেণি)
- পাঠঃ জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ (অধ্যায় - ১২)
- পৃষ্ঠা – ৮৩ থেকে ৮৬
আশা করি তোমরা পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছ এবং উপকৃত হয়েছ। আর এটাই আমার সার্থকতা। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন পাঠে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেয।