তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান হ্যান্ডনোট - অধ্যায় প্রযুক্তির সঙ্গে পরিচয়

প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছো। আজকের এই ব্লগে আমি তোমাদের মাঝে তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান” বইয়ের দশম অধ্যায় ‘প্রযুক্তির সঙ্গে পরিচয় এর হ্যান্ডনোট শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই হ্যান্ডনোটটি ঠিকমতো আয়ত্ত্ব করতে পারলে পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব হবে, ইনশাআল্লাহ্‌ তাহলে শুরু করা যাক

তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান হ্যান্ডনোট - অধ্যায় প্রযুক্তির সঙ্গে পরিচয়

এই অধ্যায়ের আলোচ্য বিষয়

প্রযুক্তি হচ্ছে কোনো একটি যন্ত্র, হাতিয়ার বা কোনো পদ্ধতি প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দেয় প্রযুক্তি আমাদের কোনো কাজ সহজে, তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে পড়াশোনার জন্য আমরা ব্ল্যাক বোর্ড, পাঠ্যপুস্তক, কম্পিউটার, প্রজেক্টর, ইন্টারনেট, মাল্টিমিডিয়া ব্যবহারসহ অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করি যাতায়ার ও মালামাল পরিবহণের জন্য আমরা বিভিন্ন যানবাহন ব্যবহার করি কৃষিকাজে উন্নত প্রযুক্ত ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধি করি

 

পাঠ্যবইয়ে দেওয়া প্রশ্ন ও কাজগুলোর সমাধান


প্রশ্নঃ প্রযুক্তি কীভাবে আমাদের সহায়তা করে? (পাঠ্যবইয়ের পৃষ্ঠা নং - ৬৩)

উত্তরঃ বিভিন্ন কাজে আমরা প্রযুক্তি ব্যবহার করিযেমনপড়াশোনার জন্য আমরা পেনসিল, পাঠ্যপুস্তক প্রভৃতি প্রযুক্তি ব্যবহার করি এছাড়া আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাইকেল, মোটরগাড়ি প্রভৃতি প্রযুক্তি ব্যবহার করি কৃষিকাজে কাস্তে, কোদাল, ট্রাক্টর ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করি

 

কাজঃ আমাদের জীবনে প্রযুক্তির ব্যবহার (পাঠ্যবইয়ের পৃষ্ঠা নং - ৬৩)

সমাধানঃ পাঠ্যবইয়ে দেখানো ছকের মতো একটি ছক এঁকে ছকের বামপাশে প্রযুক্তির নাম এবং ডানপাশে প্রযুক্তিটি আমাদের কীভাবে সহায়তা করে তা লিখলাম

প্রযুক্তির নাম

যেসব কাজে ব্যবহার করা হয়

কলম, পেনসিল

এর সাহায্যে আমরা লিখি

বই

এর সাহায্যে আমরা পড়ি

ট্রাক্টর

এর সাহায্যে আমরা জমি চাষ করি

সাইকেল

এর সাহায্যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি

অতঃপর আমার কাজ নিয়ে আমার সহপাঠীদের সাথে আলোচনা করলাম


প্রশ্নঃ প্রযুক্তির উন্নয়ন কীভাবে হয়েছে? (পাঠ্যবইয়ের পৃষ্ঠা নং - ৬৫)

উত্তরঃ মানুষ তার জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে এর ফলে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে একসময় মানুষের জীবনযাত্রা অনুন্নত ছিল, যা উন্নত করার প্রয়োজন ও প্রচেষ্টা থেকে প্রযুক্তির উন্নয়ন ঘটে


কাজঃ যাতায়াত ও পরিবহনে প্রযুক্তির উন্নয়ন (পাঠ্যবইয়ের পৃষ্ঠা নং - ৬৫)

সমাধানঃ প্রথমে পুরাতন প্রযুক্তি দিয়ে শুরু এবং নতুন প্রযুক্তি দিয়ে শেষ করে পাঠ্যবইয়ে উল্লিখিত চিত্রগুলোকে নিচের ছকে সাজালাম

তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান হ্যান্ডনোট - অধ্যায় প্রযুক্তির সঙ্গে পরিচয়


 

 

প্রযুক্তির সঙ্গে পরিচয়এর অনুশীলনীর প্রশ্ন ও উত্তর –


. শূন্যস্থান পূরণ কর

. লাঙল একটি প্রযুক্তি যা কৃষি কাজে ব্যবহার হয়

. পাঠ্যপুস্তক একটি শিক্ষা প্রযুক্তি

. যোগাযোগ ব্যবস্থাকে জল, স্থল এবং আকাশ এ তিন ভাগে ভাগ করা যায়

 

. সঠিক উত্তরটিতে টিক () চিহ্ন দাও

. কোনটি আধুনিক প্রযুক্তি?

✔ ট্রাক্টর

. কোন প্রযুক্তিটি প্রথমে তৈরি হয়েছে?

✔ কাগজ

. কোনটি যাতায়াত প্রযুক্তি?

✔ উড়োজাহাজ


. নিচের প্রশ্নগুলো উত্তর দাও


প্রশ্ন- প্রযুক্তি কী ব্যাখ্যা কর

উত্তরঃ বিজ্ঞানের জ্ঞানকে মানুষের কল্যাণে প্রয়োগ করার বিভিন্ন কৌশল হচ্ছে প্রযুক্তি যেসব জিনিস, যন্ত্র, হাতিয়ার বা পদ্ধতি প্রয়োগ করে যদি কোনো কাজ সহজে ও তাড়াতাড়ি করা যায় তাহলে সেটি হবে প্রযুক্তি যেমন বর্তমানে লাঙল এর পরিবর্তে ট্রাক্টর দিয়ে অল্প সময়ে অনেক বেশি জমি চাষ করা যায় এখানে ট্রাক্টর হলো আধুনিক প্রযুক্তি


প্রশ্ন- প্রযুক্তি আমাদের যাতায়াত কীভাবে সহায়তা করে?

উত্তরঃ আগের মানুষ পায়ে হেঁটে স্থলপথে যাতায়াত করত কিন্তু চাকা এবং ইঞ্জিন আবিষ্কারের ফলে মানুষ এখন খুব সহজে ও দ্রুত অনেক দূরে যেতে পারে জলপথে মানুষ আগে ভেলা ব্যবহার করত কিন্তু এখন জাহাজ, স্পিডবোট এবং ফেরি পৃথিবী জুড়ে মানুষ ও মালপত্র পরিবহন করছে আকাশাপথে উড়োজাহাজ, হেলিকপ্টার এবং মহাকাশযান ব্যবহার করে অল্প সময়ে দূর-দূরান্তে যাতায়াত করতে পারে এভাবেই প্রযুক্তি আমাদের যাতায়াতে সহায়তা করে


প্রশ্ন- মানুষ প্রযুক্তি উদ্ভাবন করেছে কেন?

উত্তরঃ মানুষের জীবনযাপন এক সময় অনেক কষ্ট ছিল এ কষ্ট দূর করে জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করার জন্য মানুষ প্রযুক্তি উদ্ভাবন করেছে মানুষ শিক্ষার জন্য, যাতায়াতের জন্য এবং কৃষিকাজের জন্য বিভিন্নভাবে ব্যবহার করে খুব অল্প সময়ে অনেক বেশি কাজ করে এভাবেই প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক নিরাপদ করে


প্রশ্ন- শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত চারটি প্রযুক্তির নাম লেখ

উত্তরঃ শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত চারটি প্রযুক্তি হলোকম্পিউটার, প্রজেক্টর, ইন্টারনেট, ভিডিও ক্যামেরা


প্রশ্ন- কৃষিক্ষেত্রে দুইটি প্রাচীন এবং দুইটি আধুনিক প্রযুক্তির নাম লেখ

উত্তরঃ 

  • কৃষিক্ষেত্রে দুইটি প্রাচীন প্রযুক্তির নাম হলোলাঙল, কোদাল
  • কৃষিক্ষেত্রে দুইটি আধুনিক প্রযুক্তির নাম হলোট্রাক্টর, সেচপাম্প


. বামপাশের শব্দের সঙ্গে ডানপাশের শব্দের মিল কর

উত্তরঃ 

  • পড়া বই
  • চাষ করা লাঙল
  • যাতায়াত ট্রেন
  • লেখা পেনসিল

 

 

তথ্যসূত্রঃ

  • বইঃ প্রাথমিক বিজ্ঞান (তৃতীয় শ্রেণি)
  • পাঠঃ প্রযুক্তির সঙ্গে পরিচয় (অধ্যায় - ১০)
  • পৃষ্ঠা – ৬৩ থেকে ৬৮

 

আশা করি তোমরা পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছ এবং উপকৃত হয়েছ আর এটাই আমার সার্থকতা পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন পাঠে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফেয

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment