তৃতীয় শ্রেণির আমার বাংলা বই হ্যান্ডনোট - ভাষাশহিদদের কথা

প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছো। আজকের এই ব্লগে আমি তোমাদের মাঝে তৃতীয় শ্রেণির “আমার বাংলা বই” বইয়ের পঞ্চম পাঠ ‘ভাষাশহিদদের কথাএর হ্যান্ডনোট শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই হ্যান্ডনোট টি ঠিকমতো আয়ত্ত্ব করতে পারলে পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব হবে, ইনশাআল্লাহ্‌ তাহলে শুরু করা যাক

তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ভাষাশহিদদের কথা পাঠের হ্যান্ডনোট

ভাষাশহিদদের কথাএই পাঠের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

  • পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলা ভাষার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল।
  • ১৯৫২ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন হয়েছিল। ইতিহাসে এ ঘটনা ভাষা-আন্দোলন নামে পরিচিত।
  • ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী রফিকউদ্দিন আহমদ, আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামসহ নাম না জানা অনেকেই শহিদ হন।
  • ২১ ফেব্রুয়ারী পূর্বে “শহীদ দিবস” হিসেবে পালন করা হতো। বর্তমানে এ দিনটি “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” নামে পালিত হয়।

 

ভাষাশহিদদের কথা এর অনুশীলনীর প্রশ্ন ও উত্তর –


১ – শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি –

শব্দ

অর্থ

থমথমে

বিপদের ভয়ে নীরব অবস্থা

মিছিল

শোভাযাত্রা

টগবগে

গরম হয়ে উঠা / রাগে উত্তেজিত হয়ে উঠা

বেপরোয়া

ভয়হীন / কোনো বাধা নিষেধ মানে না এমন

হাসপাতাল

চিকিৎসালয়

ব্যবসায়

কারবার / বাণিজ্য

অসুস্থ

সুস্থ নয় / রুগ্ন / পীড়িত

মাতৃভাষা

মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শেখে

আত্মত্যাগ

নিজের প্রাণ উৎসর্গ করা

অমর

যার মৃত্যু নেই / চিরদিনের জন্য স্মরণীয়

 

ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি কর

মিছিলে

টগবগে

হাসাপতালে

মাতৃভাষা

অমর

বেপরোয়া

 

. তরুণদের মধ্যে সব সময় টগবগে ভাব।

. একুশে ফেব্রুয়ারীর মিছিলে খালি পায়ে যেতে হয়।

. অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হয়।

. বাংলা আমাদের মাতৃভাষা।

. সব কিছুতে তা বেপরোয়া ভাব।

চ. দেশের জন্য যাঁরা প্রাণ দেন তাঁরা অমর

 

. যুক্তবর্ণ চিনে নেই যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি

ফাল্গুন

ল্গ

ফল্গু

অসুস্থ

স্থ

মুখস্থ, দুস্থ

সম্মান

ম্ম

আম্মা, সম্মতি

রাষ্ট্রভাষা

ষ্ট্র

+

-ফলা

উষ্ট্র, রাষ্ট্র

 

. ঠিক উত্তরটি বাছাই করে বলে ও লিখি

. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন -

উত্তরঃ বরকত

. রফিকের বাবা কি করতেন?

উত্তরঃ ব্যবসায়।

. আবদুস সালামের বাড়ি কোন জেলায়?

উত্তরঃ ফেনী।


. ডান দিক থেকে ঠিক শব্দটি নিয়ে খালি জায়গায় বসাই

.

কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে

মাতৃভাষাকে

.

পুলিশ মিছিল করতে নিষেধ করেছেন

পাতা

.

টগবগে তরুণরা বেপরোয়া

বেপরোয়া

.

এই ভাষাশহিদেরা মাতৃভাষাকে ভালোবাসতেন

মিছিল

 

. নাম বোঝায় এমন শব্দ লিখি

  • মাসের নামফেব্রুয়ারী, ফাল্গুন
  • ফুলের নামগোলাপ, বকুল
  • জায়গার নামঢাকা, রাজশাহী


. বিপরীত শব্দ জেনে নিই খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি

সম্ভব => অসম্ভব

জীবন => মরণ

নতুন => পুরনো

. ভাষার দাবিতে ছাত্ররা জীবন দিয়েছিলেন

. লেখাপড়া না করে ভালো ফলাফল করা অসম্ভব

. বসন্তকালে গাছে নতুন পাতা গজায়

 

. মুখে মুখে উত্তর বলি ও লিখি


. ছাত্র-জনতা কী দাবি জানিয়েছিল?

উত্তরঃ ছাত্র-জনতা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিল


. পাকিস্তানিরা কি চেয়েছিল?

উত্তরঃ পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা কেড়ে নিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল


. ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী কে কে শহিদ হয়েছিলেন?

উত্তরঃ রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরও অনেক শহিদ হয়েছিলেন

 

. ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাঁদের আমরা কী নামে ডাকি?

উত্তরঃ ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাঁদের আমরা ভাষাশহিদ নামে ডাকি


. রফিকউদ্দিন আহমদ কেন ঢাকায় এসেছিলেন?

উত্তরঃ বাবার ব্যবসায়ে সাহায্য করতে রফিকউদ্দিন আহমদ ঢাকায় এসেছিলেন


. আবদুল জব্বারের বাড়ি কোথায়?

উত্তরঃ আবদুল জব্বারের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে


. ভাষাশহিদেরা কেন জীবন দিয়েছিলেন?

উত্তরঃ ভাষাশহিদেরা বাংলা কে রাষ্ট্রভাষা করার জন্য জীবন দিয়েছিলেন


. ফেব্রুয়ারী মাসে ফোটে এমন তিনটি ফুলের নাম লিখি

উত্তরঃ ফেব্রুয়ারী মাসে ফোটে এমন তিনটি ফুলের নামশিমুল, পলাশ ও গাঁদা


. ভাষাশহিদেরা কেন অমর?

উত্তরঃ ভাষাশহিদেরা আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে তাই তাঁরা অমর

 

. নিচের শব্দগুলো দিয়ে মুখে মুখে বাক্য বলি ও লিখি

  • পাতাবসন্তকালে গাছে গাছে নতুন পাতা গজায়
  • ভাষা বাংলা আমাদের মাতৃভাষা
  • ডাক্তারডাক্তার আবদুল জব্বারকে বাঁচানোর চেষ্টা করেন
  • গুলিপুলিশ গুলি চালাল
  • ত্যাগভাষাশহিদদের ত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়

 

১০. ছবি দেখি ছবি নিয়ে ভাবি বাক্য বলি ও লিখি

তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ভাষাশহিদদের কথা পাঠের হ্যান্ডনোট

উত্তরঃ এটি একটি ভাষা-আন্দোলনের মিছিল ১৯৫২ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র-জনতা মিছিল করে তাদের মুখে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান আর হাতে ফেস্টুন, প্ল্যাকার্ড এ মিছিলে পাকিস্তানি সেনারা নির্বিচারে গুলি চালায় এতে রফিক, সালাম, বরকত, জব্বারসহ আরও নাম না জানা অনেক ছাত্র-জনতা শহিদ হন

 

তথ্যসূত্রঃ

  • বইঃ আমার বাংলা বই (তৃতীয় শ্রেণি)
  • পাঠঃ ভাষাশহিদদের কথা।
  • পৃষ্ঠা – ১৬ থেকে ২১

 

আশা করি তোমরা পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছ এবং উপকৃত হয়েছ আর এটাই আমার সার্থকতা পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন পাঠে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফেয

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment