তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান হ্যান্ডনোট - শব্দকোষ

প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছো। ইতিপূর্বে তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান” বইয়ের সকল অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং তোমরা তা দেখে নিয়েছ তাই আজকের ব্লগে প্রাথমিক বিজ্ঞান” বইয়ের গুরুতপূর্ণ কিছু শব্দকোষ শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই শব্দকোষগুলো ঠিকমতো আয়ত্ত্ব করতে পারলে পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব হবে, ইনশাআল্লাহ্‌ তাহলে শুরু করা যাক

তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান হ্যান্ডনোট - শব্দকোষ

শব্দ

শব্দের অর্থ

পৃষ্ঠা নং

পরিবেশের উপাদান

আমাদের চারপাশের সকল জিনিস

প্রাকৃতিক পরিবেশ

যে পরিবেশ প্রাকৃতিক উপাদান আছে

মানুষের তৈরি পরিবশ

যে পরিবেশে মানুষের তৈরি উপাদান আছে

 

প্রাকৃতিক উপাদান

মানুষের তৈরি নয় এমন জিনিস

জড় বস্তু

যা খাবার খায় না, পানি পান করে না, বৃদ্ধি পায় না এবং নিজ থেকে অন্য বস্তু সৃষ্টি করতে পারে না

জীব

যা বৃদ্ধি পায়, পরিবর্তিত হয় এবং নিজের মতো নতুন জীবের জন্ম দেয়

উদ্ভিদ

জীব যাদের মূল, কান্ড ও পাতা আছে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে

অপুষ্পক উদ্ভিদ

যে উদ্ভিদে ফুল হয় নয়া

১০

গুল্ম

যে উদ্ভিদের কান্ড শক্ত কাঠে পরিণত হয়, তবে বৃক্ষের মতো দীর্ঘ নয় এবং কান্ডের গোড়ার কাছ থেকে শাখা-প্রশাখা বের হয়

১০

বিরুৎ

গুল্মের চেয়ে ছোট উদ্ভিদ এদের কান্ড নরম যা কখনও শক্ত হয়ে কাঠ হয় না

১০

বৃক্ষ

বড় আকারের উদ্ভিদ প্রধান কান্ড কাষ্ঠল কান্ড থেকে শাখা-প্রশাখা বের হয় এবং পাতা হয়

১০

সপুষ্পক উদ্ভিদ

যে উদ্ভিদে ফুল হয়

১০

অমেরুদণ্ডী

যে প্রাণীর মেরদণ্ড থাকে নয়া

১১

প্রাণী

যে সকল জীব চলাচল করতে পারে, খাদ্য গ্রহণ করে, দেখতে পায়, শুনতে পায়, ঘ্রাণ ও স্বাদ নিতে পারে

১১

মেরুদন্ড

প্রাণিদেহে মাথার পেছন থেকে লেজ পর্যন্ত বিস্তৃত এক সারি হাড়, যা পিঠের দিকে অবস্থান করে

১১

মেরুদন্ডী

যে প্রাণীর মেরুদন্ড আছে

১১,১২

উভচর

মেরুদন্ডী প্রাণী এরা পানিতে ডিম পাড়ে, পানিতেই জীবনের শুরু হয় পরিণত বয়সে স্থলে বাস করে

১২

মাছ

মেরুদন্ডী প্রাণী এরা পানিতে বাস করে, দেহ আঁইশে ঢাকা এবং পাখনার সাহায্যে পানিতে চলাচল করে

১২

সরীসৃপ

মেরুদন্ডী প্রাণী এদের দেহ শুকনা আঁইশযুক্ত চামড়ায় ঢাকা এরা স্থলে ডিম পাড়ে

১২

পাখি

মেরুদণ্ডী প্রাণী এদের পালক, দুটি ডানা ও দুটি পা আছে এরা ডিম পাড়ে

১৩

স্তন্যপায়ী

মেরুদন্ডী প্রাণী এদের দেহ লোম বা পশমে ঢাকা এরা ডিম পাড়ে না এবং বাচ্চারা মায়ের দুধ পান করে বড় হয়

১৩

পদার্থ

যার ওজন আছে, আয়তন আছে এবং স্থান দখল করে

১৭

জলীয় বাস্প

পানির বায়বীয় অবস্থা, যে দেখা যায় না

১৯

বরফ

ঠান্ডায় জমে যাওয়া পানির কঠিন অবস্থা

১৯

কঠিন পদার্থ

পদার্থের একটি অবস্থা, যার নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে

২০

তরল

পদার্থের একটি অবস্থা এর নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু আকার থাকে না যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে

২০

বায়বীয়

পদার্থের একটি অবস্থা, যার নির্দিষ্ট আকার কিংবা আয়তন থাকে না

২০

প্রাকৃতিক সম্পদ

পৃথিবী থেকে পাওয়া যে সকল জিনিস আমরা ব্যবহার করি

২৫,৭৭

মাটি

পৃথিবী পৃষ্ঠের বাইরের অংশ যে নরম বস্তু দিয়ে ঢাকা

৩০

হিউমাস

মাটির উপাদান, যা উদ্ভিদ এবং প্রাণীর মরা-পচা অংশ দিয়ে তৈরি

৩২

অক্সিজেন

একটি গ্যাস, যা আগুন জ্বলতে সাহায্য করে

৩৯, ৪০

কার্বন ডাইঅক্সাইড

একটি গ্যাস, যা আগুন নেভাতে সাহায্য করে

৩৯, ৪০

পুষ্টি

জীবদের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান

৪৪

শক্তি

কোনো কিছু করার ক্ষমতা

৫৮

আলো

এক ধরনের শক্তি যা আমাদের দেখতে সহায়তা করে

৫৯

বিদ্যুৎ

এক ধরনের শক্তি, যার সাহায্যে আমরা বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে পারি

৫৯

তাপ

এক ধরনের শক্তি, যে কোনো জিনিস গরম করতে পারে

৬১

প্রযুকি

যন্ত্রপাতি, হাতিয়ার, মেশিন অথবা কৌশল যা আমাদের কাজকে সহজ, উন্নত ও দ্রুততর করে

৬৩

তথ্য

যোগাযোগের মাধ্যমে কোনো বিষয়ে কিংবা কারো সম্পর্কে আমরা যে জ্ঞান লাভ করি

৬৯

যোগাযোগ

খবর/তথ্য জানা ও জানানোর প্রকিয়া

৬৯,৭০

মাধ্যম

টেলিভিশন, রেডিও এবং খবরের কাগজ যা তথ্য সরবরাহে ব্যবহার করা হয়

৭০

জনসংখ্যা

একটি এলাকায় বসবাসকারী লোকজনের সংখ্যা

৭৫

 

তথ্যসূত্রঃ প্রাথমিক বিজ্ঞান (তৃতীয় শ্রেণী)


আশা করি তোমরা পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছ এবং উপকৃত হয়েছ আর এটাই আমার সার্থকতা পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন পাঠে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো আল্লাহ হাফেয

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment