JSX এ Self-closing ট্যাগের গুরুত্ব

 JSX Self-closing ট্যাগের গুরুত্ব

JSX এ Self-closing ট্যাগের গুরুত্ব


JSX (JavaScript XML), যা জাভাস্ক্রিপ্টের একটি সিনট্যাক্স এক্সটেনশন এটি সচরাচর React এর সাথে ব্যবহৃত হয় Self-closing ট্যাগ element তৈরি করতে ব্যবহৃত হয় পূর্বেই ব্লগেই জেনেছি যে, JSX আমাদেরকে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলিতে HTML / XML কোড লিখার অনুমতি প্রদান করে এবং এই কোড গুলোকে readable এবং expressive করে তোলে

 

সেলফ-ক্লোজিং ট্যাগ হলো এমন একটি সিনট্যাক্স যা element তৈরি করতে ব্যবহৃত হয় যাতে কোন content বা children থাকে না এটি ক্লোজিং এ্যাঙ্গেল ব্র্যাকেট (>) এর আগে ফরওয়ার্ড স্ল্যাশ (/) যুক্ত করে লেখা হয় একটি উদাহরণ দেখা যাক


const myElement = <img src="example.jpg" alt="Example Image" />;


উপরের উদাহরণে, <img> ট্যাগটি সেলফ-ক্লোজিং এর কারণে এতে কোনো content বা children নেই এটি এমন element তৈরি করার একটি সংক্ষিপ্ত উপায় যার কোনো content মোড়ানোর (wrap) প্রয়োজন নেই

 

JSX এর Self-closing ট্যাগের গুরুত্ব

✔ Readability (পঠনযোগ্যতা) – সেলফ-ক্লোজিং ট্যাগগুলি কোডকে আরও পঠনযোগ্য এবং সংক্ষিপ্ত করে তোলে, যখন content নেই এমন element এর সাথে ডিল করা হয়


 Consistency (ধারাবাহিকতা) – এটি এলিমেন্ট তৈরির জন্য একটি সামঞ্জস্যপূর্ণ সিনট্যাক্স প্রদান করে, তাদের কোন কনটেন্ট থাকুক বা না থাকুক এর মাধ্যমে একিট ক্লিন এবং অভিন্ন কোডিং শৈলী বজায় রাখতে সাহায্য করে


 JSX Transformation (JSX এ রূপান্তর) – JSX কোড যখন জাভাস্ক্রিপ্টে রূপান্তরিত হয়, সেলফ-ক্লোজিং ট্যাগগুলো রেগুলার জাভাস্ক্রিপ্ট ফাংশন কলে রূপান্তরিত হয় আর এই রূপান্তরটি JSX এর compilation process এর অংশ, যে শেষ পর্যন্ত React elements তৈরি করে

 

JSX জাভাস্ক্রিপ্টে রুপান্তরিত হওয়ার পরে সেলফ-ক্লোজিং ট্যাগ সহ উদাহরণে নমুনা




const myElement = React.createElement("img", {
  src: "example.jpg",
  alt: "Example Image",
});


উপরের উদাহরণে, React.createElement ফাংশন কল যা React ভার্চুয়াল ডম element তৈরি করতে ব্যবহার করে

 

পরিশেষে বলা যায় যে, JSX এ সেলফ-ক্লোজিং ট্যাগ হলো একটি সিনট্যাকটিক সুবিধা যা content বা child ছাড়া element তৈরি করা সহজ করে তোলে এবং JSX কোডের সামগ্রিক পঠণযোগ্যতা (readability) এবং সামঞ্জস্যে (consistency) অবদান রাখে

 


আশা করি আপনি আজকের এই ব্লগটি মনোযোগ সহকারে পড়েছেন আজকের ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই  কমেন্ট করে জানাবেন, আর যদি কোন ভূল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোথায় ভূল হয়েছে কমেন্ট করে জানাবেনপোষ্টে উল্লিখিত কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিনইনশাআল্লাহ্‌, সমস্যা সমাধানের চেষ্টা করবো আর ওয়েবসাইটটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকের মতই এখানেই বিদায় নিলাম, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেয

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment