JSX এ Self-closing ট্যাগের গুরুত্ব
JSX (JavaScript XML), যা জাভাস্ক্রিপ্টের একটি সিনট্যাক্স এক্সটেনশন। এটি সচরাচর React এর সাথে ব্যবহৃত
হয়। Self-closing ট্যাগ
element তৈরি করতে ব্যবহৃত হয়। পূর্বেই ব্লগেই জেনেছি যে, JSX আমাদেরকে জাভাস্ক্রিপ্ট
ফাইলগুলিতে HTML / XML কোড লিখার অনুমতি প্রদান করে এবং এই কোড
গুলোকে readable এবং expressive করে তোলে।
সেলফ-ক্লোজিং ট্যাগ হলো এমন একটি সিনট্যাক্স যা element তৈরি করতে ব্যবহৃত হয় যাতে কোন content বা children থাকে না। এটি ক্লোজিং এ্যাঙ্গেল ব্র্যাকেট (>) এর আগে ফরওয়ার্ড স্ল্যাশ (/) যুক্ত করে লেখা হয়। একটি উদাহরণ দেখা যাক –
const myElement = <img src="example.jpg" alt="Example Image" />;
উপরের উদাহরণে, <img> ট্যাগটি সেলফ-ক্লোজিং এর কারণে এতে কোনো content বা
children নেই। এটি এমন element তৈরি করার একটি
সংক্ষিপ্ত উপায় যার কোনো content মোড়ানোর (wrap) প্রয়োজন নেই।
JSX এর
Self-closing ট্যাগের গুরুত্ব –
✔ Readability (পঠনযোগ্যতা) – সেলফ-ক্লোজিং ট্যাগগুলি
কোডকে আরও পঠনযোগ্য এবং সংক্ষিপ্ত করে তোলে, যখন
content নেই এমন element এর সাথে ডিল করা হয়।
✔ Consistency (ধারাবাহিকতা) – এটি এলিমেন্ট তৈরির জন্য একটি সামঞ্জস্যপূর্ণ
সিনট্যাক্স প্রদান করে, তাদের কোন কনটেন্ট থাকুক বা না থাকুক। এর মাধ্যমে একিট ক্লিন এবং অভিন্ন কোডিং
শৈলী বজায় রাখতে সাহায্য করে।
✔ JSX Transformation (JSX এ রূপান্তর) – JSX কোড যখন জাভাস্ক্রিপ্টে রূপান্তরিত
হয়, সেলফ-ক্লোজিং ট্যাগগুলো রেগুলার জাভাস্ক্রিপ্ট
ফাংশন কলে রূপান্তরিত হয়। আর এই রূপান্তরটি JSX এর
compilation process এর অংশ, যে শেষ পর্যন্ত
React elements তৈরি করে।
JSX জাভাস্ক্রিপ্টে
রুপান্তরিত হওয়ার পরে সেলফ-ক্লোজিং ট্যাগ সহ উদাহরণে নমুনা
–
const myElement = React.createElement("img", {
src: "example.jpg",
alt: "Example Image",
});
উপরের উদাহরণে, React.createElement ফাংশন
কল যা React ভার্চুয়াল ডম element তৈরি
করতে ব্যবহার করে।
পরিশেষে বলা যায়
যে, JSX এ সেলফ-ক্লোজিং ট্যাগ হলো একটি সিনট্যাকটিক সুবিধা যা content বা child ছাড়া element তৈরি করা
সহজ করে তোলে এবং JSX কোডের সামগ্রিক পঠণযোগ্যতা
(readability) এবং সামঞ্জস্যে (consistency) অবদান
রাখে।
আশা করি আপনি আজকের এই ব্লগটি মনোযোগ সহকারে পড়েছেন। আজকের ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোন ভূল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোথায় ভূল হয়েছে কমেন্ট করে জানাবেন। পোষ্টে উল্লিখিত কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইনশাআল্লাহ্, সমস্যা সমাধানের চেষ্টা করবো। আর ওয়েবসাইটটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতই এখানেই বিদায় নিলাম, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন ব্লগে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।