প্রিয় ডেভেলপারস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগে MongoDB এর কিছু গুরুত্বপূর্ণ Command নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে, তাহলে চলুন শুরু করা যাক।
MongoDB Commands |
|
db.createCollection |
নতুন Collection
তৈরি করা। |
db.collection.insertOne |
Collection এর মধ্যে সিঙ্গেল ডকুমেন্ট
Insert করা। |
db.collection.insertMany |
Collection মাল্টিপল
ডকুমেন্ট Insert করা। |
db.collection..find |
Collection থেকে সকল ডকুমেন্ট বের করে আনা। |
db.collection.updateOne |
Single ডকুমেন্ট
update করা। |
db.collection.updateMany |
Multiple ডকুমেন্ট update করা। |
db.collection.deleteOne |
Single ডকুমেন্ট
delete করা। |
db.collection.deleteMany |
Multiple ডকুমেন্ট delete করা। |
db.collection.aggregate |
Aggregation Operations সম্পাদন করা। |
db.collection.createIndex |
Collection এর মধ্যে index তৈরি করা। |
db.collection.dropIndex |
Collection থেকে
index বাদ দেওয়া। |
db.collection.distinct |
Field এর মধ্যে নির্দিষ্ট ভ্যালু দিয়ে
find করা। |
db.collection.countDocuments |
Collection এর ডকুমেন্ট
count করা। |
db.collection.findOneAndReplace |
ডকুমেন্ট find এবং
replace করা। |
db.collection.findOneAndUpdate |
ডকুমেন্ট find এবং update করা। |
db.collection.find().sort() |
Query তে পাওয়া ফলাফল কে sort করা। |
db.collection.find().limit() |
ফলাফল কে limit করা। |
db.collection.find().skip() |
নির্দিষ্ট সংখ্যক ফলাফল কে skip করা। |
db.collection.find().pretty() |
Query তে পাওয়া ফলাফল
কে format করা এবং এতে পঠনযোগ্যতা বাড়ে। |
db.collection.bulkWrite |
Bulk অপারেশন সম্পাদন করা। |
db.collection.find().explain(“executionStats”) |
পরিসংখ্যান অনুযায়ী query এক্সিকিউশন করা। |
db.collection.find().hint() |
Query এর মধ্যে index hint প্রদান করা। |
নোটঃ উপরিল্লোখিত command ছাড়াও, আরও command রয়েছে। তাই এই কম্যান্ড শিটটি পরিপূর্ণভাবে অনুশীলণ করে, তারপর MongoDB এর অফিসিয়াল ডকুমেন্ট অথবা বিভিন্ন ব্লগে MongoDB এর command সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন।
কথায় আছেঃ অনুশীলণ-ই একজন মানুষকে মজবুত করে তোলে।
আশা করি আপনি আজকের এই ব্লগটি মনোযোগ
সহকারে পড়েছেন। আজকের ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই
কমেন্ট করে জানাবেন, আর যদি কোন ভূল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোথায় ভূল হয়েছে কমেন্ট করে জানাবেন। পোষ্টে উল্লিখিত কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইনশাআল্লাহ্, সমস্যা সমাধানের চেষ্টা করবো। আর ওয়েবসাইটটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতই এখানেই বিদায় নিলাম, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন ব্লগে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।