TypeScript Arithmetic Operators with Example
প্রিয় ডেভেলপারস! আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। TypeScript Operators সাধারণত JavaScript Operators এর মতোই কিন্তু TypeScript ডাটার স্ট্যাটিক টাইপ প্রদান করে থাকে যার ফলে কোডিং এ Error হওয়ার সম্ভাবনা অনেকাংশ কমে যায়। নিম্নে TypeScript Operators এর Arithmetic Operators (অ্যারিথমেটিক / গাণিতিক অপারেটর) উদাহরণসহ বর্ণনা করা হলো -
লক্ষণীয় যে, TypeScript এর Operators সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
Arithmetic
Operators (অ্যারিথমেটিক / গাণিতিক অপারেটর)
+
(Addition - যোগ) – এই অপারেটর (+) টি সাধারণত দু’ইয়ের অধিক ভ্যালু কে যোগ করা জন্য ব্যবহার করা হয়।
[
let a: number = 5;
let b: number = 10;
let result: number = a + b;
console.log(result); // Output: 15
]
- (Subtraction - বিয়োগ) – এই অপারেটর (-) টি সাধারণত দু’ইয়ের অধিক ভ্যালু কে বিয়োগ করা জন্য ব্যবহার করা হয়।
[
let a: number = 15;
let b: number = 10;
let result: number = a - b;
console.log(result); // Output: 5
]
* (Multiplication - গুণ) - এই অপারেটর (*) টি সাধারণত দু’ইয়ের অধিক ভ্যালু কে গুণ করা জন্য ব্যবহার করা হয়।
[
let a: number = 3;
let b: number = 7;
let result: number = a * b;
console.log(result); // Output: 21
]
/ (Division – ভাগ / বিভাজন) - এই অপারেটর (/) টি সাধারণত দু’ইয়ের অধিক ভ্যালু কে ভাগ / বিভাজন করা জন্য ব্যবহার করা হয়।
[
let a: number = 20;
let b: number = 4;
let result: number = a / b;
console.log(result); // Output: 5
]
% (Modulus - মডুলাস) - এই অপারেটর (%) টি সাধারণত দু’ইয়ের অধিক ভ্যালুর ভাগশেষ বের করার জন্য ব্যবহার করা হয়।
[
let a: number = 17;
let b: number = 5;
let result: number = a % b;
console.log(result); // Output: 2
]
আশা করি আপনি আজকের এই ব্লগটি মনোযোগ
সহকারে পড়েছেন। আজকের ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই
কমেন্ট করে জানাবেন, আর যদি কোন ভূল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোথায় ভূল হয়েছে কমেন্ট করে জানাবেন। পোষ্টে উল্লিখিত কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইনশাআল্লাহ্, সমস্যা সমাধানের চেষ্টা করবো। আর ওয়েবসাইটটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতই এখানেই বিদায় নিলাম, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন ব্লগে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।