উদাহরণসহ TypeScript এর Logical Operators

 TypeScript Logical Operators with Example

TypeScript Logical Operators with Example | উদাহরণসহ TypeScript এর Logical Operators

প্রিয় ডেভেলপারস! আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন TypeScript Operators সাধারণত JavaScript Operators এর মতোই কিন্তু TypeScript ডাটার স্ট্যাটিক টাইপ প্রদান করে থাকে যার ফলে কোডিং Error হওয়ার সম্ভাবনা অনেকাংশ কমে যায় নিম্নে TypeScript Operators এর Logical Operators (লজিক্যাল / রিলেশনাল অপারেটর) উদাহরণসহ বর্ণনা করা হলো -

 

লক্ষণীয় যে, TypeScript এর Operators সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

 

TypeScript Logical Operators (লজিক্যাল / রিলেশনাল অপারেটর)

 

&& (Logical AND) – যদি উভয় এক্সপ্রেশন সমান হয় তাহলে ‘true – সত্যরিটার্ন করে এবং সমান না হলে ‘false - মিথ্যারিটার্ন করে

[

const a: boolean = true;

const b: boolean = false;

console.log(a && b); // Output: false


/* ****OR**** */


const num1: number = 5;

const num2: number = 10;


if (num1 > 0 && num2 < 15) {

    console.log("Both conditions are true");

} else {

    console.log("At least one condition is false");

}

// Output: Both conditions are true

]



|| (Logical OR) – যদি একটি বা উভয় এক্সপ্রেশন সমান হয় তাহলে ‘true – সত্যরিটার্ন করে এবং সমান না হলে ‘false - মিথ্যারিটার্ন করে

[

const a: boolean = true;

const b: boolean = false;

console.log(a || b); // Output: true


/* ****OR**** */


const num1: number = 8;

const num2: number = 3;


if (num1 > 0 || num2 > 0) {

    console.log("At least one condition is true");

} else {

    console.log("Both conditions are false");

}

// Output: At least one condition is true


]



! (Logical NOT) – এই অপারেটর টি সাধারণত ‘true – সত্যকে ‘false - মিথ্যাকরার জন্য এবং ‘false - মিথ্যাকে ‘true – সত্যকরার জন্য ব্যাবহার করা হয়

[

const a: boolean = true;

console.log(!a); // Output: false


/* ****OR**** */


const isNegative: boolean = false; // Assuming a positive value


if (!isNegative) {

    console.log("The number is not negative");

} else {

    console.log("The number is negative");

}

// Output: The number is not negative

]

 

 

আশা করি আপনি আজকের এই ব্লগটি মনোযোগ সহকারে পড়েছেন আজকের ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই  কমেন্ট করে জানাবেন, আর যদি কোন ভূল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোথায় ভূল হয়েছে কমেন্ট করে জানাবেনপোষ্টে উল্লিখিত কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিনইনশাআল্লাহ্‌, সমস্যা সমাধানের চেষ্টা করবো আর ওয়েবসাইটটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকের মতই এখানেই বিদায় নিলাম, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেয

Post a Comment