TypeScript Tutorial for Beginners

TypeScript Tutorial for Beginners: 
Introduction

TypeScript Tutorial for Beginners

TypeScript হলো JavaScript এর উন্নত সুপারসেট, TypeScript সর্বপ্রথম ২০১২ সালে Microsoft এর মাধ্যমে প্রকাশিত হয়েছে ধীরে ধীরে TypeScript ডেভেলপারদের কাছে অতি জনপ্রিয় এবং ভালো কোড লেখার জন্য সাহায্য করে তার মধ্যে উল্লেখযোগ্য Static Typing, Class-based object oriented programming (OOP) এবং Interfaces ইত্যাদি আধুনিক সময় জাভাস্ক্রিপ্ট এর চেয়েও টাইপস্ক্রিপ্ট ডেভলপার কমিউনিটিতে দিন দিন জনপ্রিয় হচ্ছে আজকের ব্লগে আমরা টাইপস্ক্রিপ্ট এর পরিচয়, কীভাবে কাজ করে এবং এর বৈশিষ্ট্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো

 

TypeScript কি এবং কাকে বলে?

TypeScript হলো এমন একটি ভাষা যা JavaScript ভাষার উপরে তৈরি করা তবে TypeScript হলো JavaScript এর থেকে উন্নত সংস্করণ TypeScript কে “Type-safe” ভাষাও বলে থাকে যে ডেভলপারদের কোডে করার সময় কোডে থাকা Error গুলো ধরিয়ে দিতে সাহায্য করে যার মানে TypeScript সাধারণত runtime এর পরিবর্তে Compile Time কোডে লেখা variable, function এবং objects সঠিকভাবে লেখা হয়েছে কিনা তা সম্পর্কে ডেভলপারদের জানিয়ে দেয়া হয় এবং কোডে error কম করা বা হওয়ার ক্ষেত্রে সাহায্য করে

 

TypeScript কীভাবে কাজ করে?

TypeScript লেখা কোড প্রথমে TypeScript থেকে JavaScript কোডে ট্রান্সপাইলড হয় এবং যে কোন ব্রাইজার (Google Chrome, Mozilla Firefox, Microsoft Edge, Safari) এবং ব্রাউজারে থাকা জাভাস্ক্রিপ্ট রানটাইম (V8 Engine, Spider Monkey, Chakra UI, JavaScript Core) চালাতে পারে আর এই কাজ TypeScript Compiler এর মাধ্যমে JavaScript কোডে কম্পাইল হয়ে থাকে তাহলে আমরা সহজে বলতে পারি, TypeScript আমরা যেই লিখি না কেন তা অবশেষে JavaScript কোডে রূপান্তরতি হয় এবং ব্রাউজারে রান হয়

 

যখন ডেভেলপার TypeScript এর মাধ্যমে কোড লেখেন এবং কোডে বিভিন্ন ধরনের variable, function, class, object-oriented-programme (OOPs) ব্যবহার করতে হয় এবং যা TypeScript Compiler কম্পাইল করার সময় কোডে লেখা variable, function, class, object-oriented-programme (OOPs) সঠিকভাবে লেখা হয়েছে কি বা হয় না তা ধরিয়ে দিতে সাহায্য করে

 

TypeScript এর সুবিধা কি কি?

এই পর্বে TypeScript ব্যবহারের সুবিধাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, তার মধ্যে উল্লেখযোগ্য

✔ TypeScript কোডের কোয়ালিটি উন্নত করে সাহায্য করে এবং কোডে থাকা Error গুলো ধরিয়ে দেওয়ার মাধ্যমে TypeScript কোডের Error/Bug সংখ্যা হ্রাস করে এবং কোডবেইস সহজ করে তোলে

 TypeScript ডেভেলপারসদের কাজ সহজ করে থাকে, কেননা TypeScript এর ব্যবহারের মাধ্যমে একটি Object এর ধরন এবং কাঠামো সুন্দরভাবে উল্লেখ করা যায় এবং এর মাধ্যমে এক ডেভেলপার অন্য ডেভেলপার এর করা কোড বুঝতে সাহায্য করে এবং কোডে error/bug হওয়ার সম্ভাবনা হ্রাস করে

 TypeScript ব্যবহার করার মাধ্যমে কোড অতি-সহজে রিফ্যাক্টর করা যা এবং সময় হ্রাস করে পাশাপাশি TypeScript একটি শক্তিশালী ‘Typing System’ প্রদান করে, যার মাধ্যমে নির্ভরযোগ্য এবং নিরাপদ কোড লেখা যায় এতে করে কোডে ভুল হওয়ার সম্ভাবনা হ্রাস করে এবং কোড ডিবাগিং সহজ করে তোলে

 TypeScript, Visual Studio Code সহ বিভিন্ন ধরনের IDE (Integrated Development Environments) সাপোর্ট করে

 TypeScript ব্যবহার করার মাধ্যমে JavaScript এর যে কোন ভার্সনে অতি দ্রুত পরিবর্তন এবং করা যায়, যা জাভাস্ক্রিপ্ট সময় সাপেক্ষ এবং ব্যায়বহুল

 TypeScript এর মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট, সার্ভার-সাইড প্রোগ্রামিং এবং মোবাইল এ্যাপ ডেভেলপমেন্ট অতি সহজে করা যায় TypeScript যে কোন প্রোগ্রামিং ভাষার সাথে ব্যবহার করা যায়

 TypeScript এর অন্যতম সুবিধা হলো OOPs (Object Oriented Programming) সাপোর্ট করেযেমন Class এবং Interface এর মাধ্যমে Code Structure সহজ এবং কোড রক্ষণাবেক্ষন উন্নত করে

 আধুনিক সময়ের সবচেয়ে জনপ্রিয় লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক React, Angular এবং Vue তে TypeScript সাপোর্ট করে তাহলে বলা যায় যে, বর্তমান সময়ে TypeScript শেখার গুরুত্ব অপরিসীম

 

TypeScript এর অসুবিধা বা সীমাবদ্ধতা কি কি?

TypeScript ব্যবহারের যেমন সুবিধা রয়েছে তেমনি TypeScript এর কিছু অসুবিধা এবং সীমাবদ্ধতাও রয়েছে নিম্নে TypeScript এর কিছু অসুবিধা বা সীমাবদ্ধতা উল্লেখ করা হলো

 

 জাভাস্ক্রিপ্টে যেমন অতি সহজে variable, function এবং class লেখা যায়, TypeScript লেখা যায়, তবে variable, function এবং class থাকা ডাটা টাইপ পূর্বে বলে দিতে হয়, যা সত্যিই সময় সাপেক্ষ এবং অসুবিধার কিন্তু এর দীর্ঘমেয়াদি সুবিধারও ডাটা টাইপের পাশাপাশি TypeScript এর কিছু বিল্ট-ইন টাইপ প্রদান করে থাকে, যেমন, ইনিউন টাইপস, ইন্টারপেস টাইপস, জেনেরিক টাইপস, টুপল, ইনাম এবং টাইপ এ্যাজারসন ইত্যাদি যা প্রথমত জটিল মনে হলেও পরিবর্তিতে ব্যবহার করার মাধ্যমে সহজ হয়ে যাবে

 TypeScript এর টাইপ ডিফাইন এবং ব্যবহার করার মাধ্যমে কোডবেইস অনেক বড় হয়, যা প্রাথমিক অবস্থায় বুঝতে এবং রক্ষণাবেক্ষণ করতে অনেক দুর্ভোগ পোহাতে হয় কিন্তু দুর্ভোগের মাঝেও কোডে error/bug কমাতে সাহায্য করে TypeScript সাধারণত Static Typed ভাষা, তাই যারা এই ভাষায় অভ্যস্ত নয়, প্রথম দিকে তার জন্য TypeScript কঠিন এবং জটিল হতে পারে

 


আশা করি আপনি আজকের এই ব্লগটি মনোযোগ সহকারে পড়েছেন। আজকের ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই  কমেন্ট করে জানাবেন, আর যদি কোন ভূল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোথায় ভূল হয়েছে কমেন্ট করে জানাবেন। পোষ্টে উল্লিখিত কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইনশাআল্লাহ্, সমস্যা সমাধানের চেষ্টা করবো। আর ওয়েবসাইটটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতই এখানেই বিদায় নিলাম, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন ব্লগে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment