Capital Letter এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। আজকের ব্লগে ইংরেজি শব্দে Capital Letter এর ব্যবহার এবং উদাহরণসহ বিস্তারিত আলোচনা শেয়ার করবো। তাহলে চলুন আজকের ব্লগ শুরু করা যাক –

 

Capital Letter এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

Capital Letter এর ব্যবহার নিয়ে আলোচনা করার পূর্বে কয়েকটি উদাহরণ দেখা যাক –

Punctuation is very important in writing.

Maha is a good student.

Shanzida lives in Chandpur.

উপরের বাক্যগুলোতে কোন কোন শব্দের প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এবং অন্যান্য শব্দের প্রথম বর্ণ Small Letter (ছোট হাতের বর্ণ) এ লেখা হয়েছে। সুতরাং আজকের ব্লগে আশা করি Capital এবং Small letter এর ব্যবহার নিয়ে আর কোন সমস্যা হবে না বলে আশা করছি।

 

✔ প্রত্যেক Sentence এর প্রথম word (শব্দ) এর প্রথম letter (বর্ণ) টি Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

The sun sets in the west.

Her name is Maha.


 ইংরেজি কবিতার প্রত্যেক লাইন এর প্রথম letter (বর্ণ) টি Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

I should like to rise and go.

Where the golden apples grow.

নোটঃ ইংরেজি কবিতার নামের ক্ষেত্রে প্রতিটি শব্দের (Preposition, Conjunction এবং Article) প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়।


 সকল প্রকার Propper Noun ও Proper Adjective (Proper Noun হতে যে Adjective গঠিত হয় তাকে Proper Adjective বলে। ইহা Adjective of Quality হিসেবে গণ্য হয়। যেহেতু Proper Noun হতে Proper Adjective এর উৎপত্তি তাই ইহার প্রথম অক্ষর Capital Letter হয়।) এর প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

Do you know Maha?

We know Dhaka is the capital of Bangladesh.


 Allah অথবা God এর পরিবর্তে ব্যবহৃত সকল Noun বা Pronoun এর প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

Pray to Allah and He will help you.

O God! Save me.


 উপাধি, পদবীর প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

Akber the Great was kind and humane.

We obey the Prophet.

You must have heard the name of Muslim, the Charitable.


 বার, মাস, পর্ব (ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য নির্দিষ্ট দিনঃ পার্বণ, উৎসব, আয়োজন, পর্যায়, অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্য তিথি ও রবিসংক্রান্ত ইত্যাদি।) ও প্রসদ্ধি ঐতিহাসিক ঘটনার প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

He came on Friday last.

January is the first month of the year.

The Eid-ul-Fitr is a festival of the Muslims.

Napoleon was defeated in the Battle of Waterloo.

আরও কিছু উদাহরণ – January, Saturday, May Day, New Year’s Day, Pohela Boishakh, Eid Day, Independence Day, Annual Examination ইত্যাদি।


 কোন দেশের নাম, অফিসিয়াল পদমর্যাদা, শিক্ষাগত ডিগ্রি ইত্যাদির সংক্ষিপ্ত রূপ ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকটি বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

Maha lives in the U.S.A.

My father is a D.I.G.

Shanzida is a B.A


 অচেতন পদার্থকে সচেতনরূপে ব্যবহৃত এর প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

O Death! Where is thy?

O Solitude! (একাকিত্ব / নির্জনতা) Where is the charm?


 চিঠি-পত্রের এর প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

My dear Father.

Dear Sir.

My dear Maha.


 পুস্তক, সংবাদপত্র ও পত্রিকার নামের প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

Brighter Way to English (পুস্তকের নাম)

The Bangladesh Times (সংবাদপত্রের নাম)

The Holiday (সাপ্তাহিক পত্রিকার নাম)


 ব্যক্তি, স্থান, নদী, পর্বত ও সাগরের নামের প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

Shanzida (ব্যাক্তির নাম), Chandpur (স্থানের নাম), The Padma (নদীর নাম), The Himalayas (পর্বতের নাম), The Pacific Ocean (মহাসাগরের নাম) ইত্যাদি।


 ধর্ম, ধর্মগ্রন্থ, জাতি, ও সম্প্রদায়ের নামের প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

The Quran, The Bible, The Muslims, Islam, Hindu, Garo, The Bangladeshis, The African ইত্যাদি।


 Pronoun ‘I’ এবং Interjection এর প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

Tomorrow I may come.

O! You are too late.

Oh! You have missed the change.

Don’t play a game with me, Oh! Fortune.


 ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, উপসনালয়, সমিতি ও দলের নামের প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

I read in the Habib Boy’s School.

He is a member of the Shopno Shiri Organization.


 জাহাজ, বিমান, ট্রেন, বিখ্যাত ভবনের, বিখ্যাত স্থানের নামের প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

The Titanic, The Tajmahal, The Balaka ইত্যাদি।


 উদ্ধৃত বাক্যের প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

The teacher said, “Honesty is the best policy.”

He said to me, “You must leave the place.”

Mother said to him, “Don’t run in the sun.”


 মাস ও দিনের নামের প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

January, February (মাসের নাম)

Saturday, Sunday (দিনের নাম)


 Proper Noun এর প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

The Sun, The Moon, Dhaka, Shanzida, Chandpur, Iron ইত্যাদি।


 কোন দেশের নামের প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

Bangladesh, India, Pakistan, Iran, Britain ইত্যাদি।


 দ্বীপপুঞ্জের নামের প্রথম বর্ণ Capital Letter (বড় হাতের বর্ণ) এ লিখতে হয়। যেমন –

The Andamans

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment