চতুর্থ শ্রেনির ইংরেজি বইয়ের Vocabulary হ্যান্ডনোট ২০২৪ (পার্ট ৫)

 চতুর্থ শ্রেনির ইংরেজি বইয়ের Vocabulary হ্যান্ডনোট ২০২৪ (পার্ট ৫)

 

চতুর্থ শ্রেনির ইংরেজি বইয়ের Vocabulary হ্যান্ডনোট ২০২৪ (পার্ট ৫)

প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। নতুন বছরে, নতুন বইয়ে তোমাকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকের এই ব্লগে, আমি প্রাথমিক চতুর্থ শ্রেণির ইংরেজি বইয়ের সকল অধ্যায়ের Vocabulary (শব্দকোষ / শব্দভাণ্ডার)  এবং গুরুত্বপূর্ণ ইংরেজি ব্যাকরণের সংজ্ঞা ও উদাহরণসহ হ্যান্ডনোট শেয়ার করবো এবং আশা করি এই হ্যান্ডনোটটি ইংরেজি শেখার ক্ষেত্রে সর্বোত্তম সহায়ক হবে মনে করছি। তাহলে চল হ্যান্ডনোটটি দেখা যাক -


চতুর্থ শ্রেণির ইংরেজি বই এর Vocabulary হ্যান্ডনোট ২০২৪ পিডিএফ

[মাত্র ৪৯\= টাকা ##fa-cart-shopping##]


✔ চতুর্থ শ্রেনির ইংরেজি বইয়ের Vocabulary হ্যান্ডনোট ২০২৪ (পার্ট ১)

✔ চতুর্থ শ্রেনির ইংরেজি বইয়ের Vocabulary হ্যান্ডনোট ২০২৪ (পার্ট ২)

✔ চতুর্থ শ্রেনির ইংরেজি বইয়ের Vocabulary হ্যান্ডনোট ২০২৪ (পার্ট ৩)

✔ চতুর্থ শ্রেনির ইংরেজি বইয়ের Vocabulary হ্যান্ডনোট ২০২৪ (পার্ট ৪)



English for Today এর গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় 

Making Requests (Unit-7 / Lessons 1-2) [Page – 14]

Making requests

Can

I

borrow your pen?

Could

You

give me some paper?

 

Who’s First? (Unit-10 / Lessons 1-2) [Page – 20]

Ordinal numbers

Cardinal Number

Ordinal Number

1

First (1st)

2

Second (2nd)

3

Third (3rd)

4

Fourth (4th)

5

Fifth (5th)

6

Sixth (6th)

7

Seventh (7th)

8

Eighth (8th)

9

Ninth (9th)

10

Tenth (10th)

 

Days of the week? [Page – 24]

Saturday (Sat)

শনিবার

Sunday (Sun)

রবিবার

Monday (Mon)

সোমবার

Tuesday (Tue)

মঙ্গলবার

Wednesday (Wed)

বুধবার

Thursday (Thu)

বৃহস্পতিবার

Friday (Fri)

শুক্রবার

 

Questions with WH-words and do/does

Question word

Do/does

I/you/we/they/he/she/it

 

Where

do

I/you/we/they

sit?

Who

do

I/you/we/they

know?

How

do

I/you/we/they

open this?

What

does

he/she

study?

When

does

he/she

get up?

Why

does

it

rain?

 

at/in (Unit-16 / Lessons 3-5) [Source: Page - 33]

Using in/at for time

 

in

the morning

the afternoon

the evening

at

midday

night

midnight

Sagar gets up a 6 o’clock in the morning on weekdays.

He goes to bed at 10 o’clock at night on weekdays.

 

In the Park (Unit-17 / Lessons 1-2) [Page - 34]

Statements in the Present Continuous: We Use the present continuous to talk about things happening now

I

You

He/She/It

We

You

They

am

are

is

are

are

are

 

 

 

playing

 

 

 

with Mehnaz

 

Months of the Year

January - জানুয়ারি

July – জুলাই

February - ফেব্রুয়ারি

August - আগস্ট

March – মার্চ

September - সেপ্টেম্বর

April - এপ্রিল

October - অক্টোবর

May - মে

November - নভেম্বর

June - জুন

December - ডিসেম্বর

 

Irregular Verb

make

made

go

went

have

had

read

read

be

was/were

see

saw

eat

ate

sit

sat

 

Important Topics (গুরুত্বপূর্ণ বিষয়)

Pronoun:

সংজ্ঞাঃ এখানে Pro শব্দের অর্থ হলো – পরিবর্তে বা সমতুল্য। তাহলে Pronoun শব্দের অর্থ হলো Noun এর পরিবর্তে বা Noun এর সমতুল্য। সুতরাং বলা যায় যে, যে Word বা শব্দ Noun এর পরিবর্তে বসে তাকে Pronoun বা সর্বনাম বলে। যেমনঃ

 

Sumaiya is a good girl, Sumaiya goes to school every day, and Sumaiya obey her teacher.

 

উপরের বাক্যে ‘Sumaiya’ শব্দটি বারবার আসার কারনে বাক্যের শ্রুতিমাধুর্য নষ্ট করেছে। কিন্তু আমরা Pronoun ব্যবহার করার মাধ্যমে বাক্যের শ্রুতিমাধুর্য পিরিয়ে আনতে পারি। যেমন প্রথম বাক্যের পর প্রতি বাক্যের ‘Sumaiya’ এর স্থলে ‘She’ যোগ করার মাধ্যমে। তাহলে বাক্যটি হবে –

 

Sumaiya is a good girl, she goes to school every day, and she obey her teacher.

 

তাহলে এখানে She হলো Pronoun। এছাড়াও নিম্নে কিছু Pronoun এর তালিকা দেওয়া হলো – He, she, I, we, you they, our, us, mine, his, her, it ইত্যাদি।

 

Simple Present Tense:

সংজ্ঞাঃ Verb এর যে রুপ বর্তমানে কোন কাজ সচরাচর ঘটা, অভ্যাস বা চিরসত্য বুঝায় তাকে Present Indefinite Tense / Simple Present Tense বলে।

বাংলায় চিনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে এ, অ, ই, য় ইত্যাদি। অথবা করি, কর, করিস, করে, করেন, যাই, যাও, যান, যাস, পড়, পড়ে, পড়েন, পড়িস, ঘুমাও, ঘুমান ইত্যাদি থাকে।

গঠন প্রণালীঃ Subject + মূল Verb এর Present Form + Object.

উদাহরণঃ

They play football.

He lives in Dhaka.

Maha goes to School everyday.

নোটঃ

Subject যদি Third Person Singular Number হয় তাহলে Verb এর শেষে “s/es’ যোগ হয়।

Verb এর শেষ অক্ষর যদি Consonant হয় তাহলে উক্ত Verb এর শেষে ‘s’ যুক্ত হয়। আর যদি Verb এর শেষ অক্ষর Vowel বা “ss, sh, ch, x” ইত্যাদি থাকে তাহলে তাদের শেষে ‘es’ যুক্ত হয়।

Present Continuous Tense:

সংজ্ঞাঃ Verb এর যে রুপ দ্বারা বর্তমান কালে কোনো কাজ চলছে বুঝায় তাকে Present Continuous Tense বলে।

বাংলায় চিনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে তেছ, তেছি, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছ, ছেন ইত্যাদি হয়।

গঠন প্রণালীঃ Subject + am/is/are + মূল Verb এর Present Form এর সাথে ing + Object.

উদাহরণঃ

I am eating rice.

They are playing football.

Maha is writing a letter.

 

নোটঃ Subject “I” এর পরে am বসে। Subject “He, She, it” এবং অন্যসব Third Person ও Singular Number এর পরে is বসে। Subject “We, you, they” এবং অন্য Plural Subject এর পরে are বসে।

Simple Past Tense:

সংজ্ঞাঃ অতীতে কোনো কাজ ঘটেছিল এবং তার ফল এখন আর বিদ্যমান নেই এরুপ বুঝালে Past Indefinite Tense বা Simple Past Tense হয়।

বাংলায় চিনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম, লেন, ত, তাম, তেন, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন ইত্যাদি থাকে।

গঠন প্রণালীঃ Subject + Verb এর Past Form + Object.

উদাহরণঃ

They ate rice.

Habib arrived last night.

He went to the market.

Simple Future Tense:

সংজ্ঞাঃ কোনো কাজ ভবিষ্যতে সম্পন্ন হবে বুঝাতে Verb এর যে রুপ হয় তাকে Future Indefinite Tense / Simple Future Tense বলে।

বাংলায় চিনার উপায়ঃ বাংলা ক্রিয়ার শেষে ব, বে, বা, বি, বেন ইত্যাদি হয়।

গঠন প্রণালীঃ Subject + shall / will + verb এর present form + object.

উদাহরণঃ

I shall go home.

She will buy a plot of land.

They will attend the class.

 

নোটঃ Future Indefinite Tense এ shall/will এর ব্যবহার নিয়ে British এবং American ইংরেজিতে কিছুটা পার্থক্য রয়েছে। যেমনঃ

British ইংরেজিতেঃ First Person ‘I, we’ এর পরে Shall এবং Second Person ‘You’ ও Third Person ‘he, she, it, they’ ইত্যাদির পরে Will বসে। অর্থাৎ, First Person ‘I, we’ এর পরে Shall এবং বাকি সব ক্ষেত্রে Will বসে।

আমেরিকান ইংরেজিতেঃ যে কোনো First, Second এবং Third Person এর পরে Will ব্যবহার করা হয়।

Singular:

সংজ্ঞাঃ যে Noun দ্বারা একটি ব্যাক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায় তাকে Singular বলে। যেমনঃ Bird, Boy, Cat, Egg, House ইত্যাদি।

Plural:

সংজ্ঞাঃ যে Noun দ্বারা দুই বা ততোধিক ব্যাক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায় তাকে Plural বলে। যেমনঃ Birds, Boys, Cats, Eggs, Houses ইত্যাদি।

Capital Letter:

সংজ্ঞাঃ বড় হাতের অক্ষরের লিখিত রূপকে Capital Letter বলে। যেমনঃ A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

আশা করি আজকের এই ব্লগটি মনোযোগ সহকারে পড়েছ। আজকের ব্লগটি তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই  কমেন্ট করে জানাবে, পোষ্টে উল্লিখিত কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। ইনশাআল্লাহ্‌, সমস্যা সমাধানের চেষ্টা করবো। আজকের মতই এখানেই বিদায় নিলাম, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন ব্লগে। ভালো থাকবে সুস্থ থাকবে। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment