প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। গত ব্লগে Punctuation এর সংজ্ঞা এবং ব্যবহার নিয়ে উদাহরণসহ আলোচনা করেছি, আজকের ব্লগে Punctuation এর ব্যবহার এবং উদাহরণসহ দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে শেয়ার করবো । তাহলে শুরু করা যাক।
Semi-colon (;) এর ব্যবহার –
Comma এর বেশি ও Full-stop এর চেয়ে কম সময়
থামার জন্য Semi-colon ব্যবহৃত হয়। Semi-colon এর সাধারণ কিছু ব্যবহার –
✔ সাধারণত Co-ordinate clause সমূহের যখন
conjunction বাদ দেওয়া হয় তখন Semi-colon দ্বারা পৃথক করা হয়। যেমন –
I reached school; I sat on the first
bench; I listened to what the teachers said.
✔ দুটি স্বাধীন clause যদি conjunction
(and, but বা or) এর দ্বারা যুক্ত না হয় তবে তাদেরকে Semi-colon ব্যবহার করে পৃথক রাখা
হয়। যেমন –
To err is human; to forgive is divine.
The girl looks happy; she has got
results.
✔ দুটি clause যখন, also, besides,
consequently, furthermore, hence, however, likewise, moreover, nevertheless, in
addition to, so, then, therefore, yet ইত্যাদি conjunction দ্বারা যুক্ত হয় তখন এই
conjunction গুলোর পূর্বে Semi-colon এবং পরে comma বসে। যেমন –
He did not study hard; consequently, he
failed.
✔ And, but বা yet ইত্যাদি দ্বারা যুক্ত
coordinating clause এর subject পৃথক হলে Semi-colon বসে। যেমন –
The music came to an end; the
musician was greeted heartily.
✔ বিভিন্ন set element এর মধ্যে যদি কমা ব্যবহৃত
হয় তাহলে কমাসহ প্রতিটি set কে অপর set টি থেকে পৃথক করার জন্য Semi-colon ব্যবহৃত
হয়। যেমন –
Two groups have come – Habib, Rahim,
and Sakib; Maha, Samia, and Shnazida
✔ Compound sentence এর clause গুলো দীর্ঘ হলে
এবং কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে সেক্ষেত্রে Semi-colon ব্যবহার করে clause গুলোকে
পৃথক করতে হয়। যেমন –
Yesterday the man came to me with this
cow; and asked me if I would buy the cow for TK. 50,000
Colon (:) এর ব্যবহার –
Semi-colon এর চেয়ে দীর্ঘ বিরতির জন্য
Colon ব্যবহৃত হয়। Colon এর সাধারণ কিছু ব্যবহার –
✔ সাধারণত কোন উদাহরণ, উদ্ধৃতি, ব্যাখ্যা প্রভৃতির
পূর্বে Colon ব্যবহৃত হয়। যেমন –
There are two kinds of voice: Active
Voice and Passive Voice.
The results of the examination are as
follows: Twelve passed in the first division and the rest in the second
division.
✔ পরবর্তীতে কিছু আছে, বিশেষ করে কোন এক
series element আছে, এরূপ ঘোষনা দিলে তারপর colon ব্যবহৃত হয়। যেমন –
Here are three things: a pen, a pencil,
and a knife.
There are many reasons: for example: he
was lazy; he was foolish; and he was very selfish also.
✔ কোন quotation যদি দীর্ঘ হয় তাহলে তার আগে
কমা না বসে colon বসে। যেমন – The man said: “I am an English man. I have come
from London in order to see my wife who is Bangladeshi.”
✔ দুইটি বাক্যের মধ্যে যদি দ্বিতীয়টি প্রথমটির
ব্যাখ্যামূলক হয় তাহলে বাক্য দুটিতে বিচ্ছিন্ন করতে তাদের মাঝে colon বসে। যেমন –
I know him very well: we lived together
for a long time.
✔ Dialogue বা drama তে বক্তার নাম ও তার কথার
মধ্যে colon বসে। যেমন –
The teacher: Have you done your
homework, Habib?
The student: Sorry, sir, I was ill.
✔ গণনা করতে এক এক করে বলে যাওয়ার সময়
colon বসে। যেমন –
Example of Nouns are: Habib, Honest,
Milk, Sugar, Dhaka etc.
Tenses are of three kinds: Present,
Past and Future, etc.
✔ পরস্পর বিরোধী ভাবযুক্ত দুটি বাক্যের মধ্যে
conjunction না থাকলে colon ব্যবহৃত হয়। যেমন – Man proposes: God disposes
✔ সময় লেখার ক্ষেত্রে ঘন্টা বা মিনিটের মধ্যখানে
colon বসে। যেমন –
8:30 am, 9:10 pm
Full-stop (.) এর ব্যবহার –
সর্বাপেক্ষা দীর্ঘ বিরতি নির্দেশ করতে
Full-stop ব্যবহৃত হয়। Full-stop এর সাধারণ কিছু ব্যবহার –
✔ একটি পূর্ণ বাক্যের শেষে Full-stop বা
period ব্যবহৃত হয় যদি বাক্যটি Interrogative, Exclamatory না হয়। যেমন –
Maha reads in class 9. (Assertive)
Don’t run in the sun. (Imperative)
May Allah help you. (Optative)
✔ নামের সংক্ষিপ্ত রূপ এবং শব্দের সংক্ষিপ্ত
রূপ (abbreviation) চিহ্নিত করতে Full-stop ব্যবহৃত হয়। যেমন –
M.A. = Master of Arts.
B.A. = Bachelor of Arts.
M.P. = Member of Parliament.
U.N.O = Upazilla Nirbahi Officer.
নোটঃ বর্তমানে প্রচলিত ইংরেজিতে Mr ও Mrs
এর পরে Full-stop বসে না। কেননা এখন এদেরকে সম্পূর্ণ বানান হিসেবে ধরা হয়। […Wren
& Martin]
নিন্মলিখিত শব্দসমূহের পরে American
English এ Full-stop ব্যবহৃত হয় আর British English এ Full-stop ব্যবহৃত হয় না –
American |
British |
Mr. |
Mr |
St. |
St |
Dr. |
Dr |
K.G. |
KG |
Ltd. |
Ltd |
✔ ওয়েবসাইট ঠিকানা অথবা ইমেইল এর ঠিকানা লিখতে
Full-stop ব্যবহৃত হয়। এ ধরনের full-stop কে সাধারণত “dot – ডট” বলা হয়। যেমন –
Website: https://www.notesaid24.com/
Email: abc@gmail.com
যখন সংক্ষিপ্ত শব্দাংশ কোন বড় শব্দের পরিবর্তে
বসে তখন সেই সংক্ষিপ্ত শব্দাংশের পরে full-stop বসে না। যেমন – Examination এর জন্য
exam, Mathematics এর জন্য math ইত্যাদি।
Question mark বা Note of interrogation
(?) এর ব্যবহার –
✔ প্রশ্নবোধক বাক্যের শেষে Question mark বা
Note of interrogation বসে। যেমন –
What do you read in?
Which is your brother?
Did you go there yesterday?
What is your father?
✔ কোন word যদি এমনভাবে ব্যবহৃত হয় যে বাক্যের
বক্তা বা লেখক ঐ Word এর সত্যতা সম্পর্কে সন্দেহ পোষন করে, তাহলে সেক্ষেত্রে word টির
পরে একটি বন্ধনীর মধ্যে question mark (?) বসে। যেমন –
His interesting (?) remarks were more
than I could bear.
We visited Chandpur on 4 August (?)
Maha earns TK. 50,000 (?) per month.
নোটঃ কিছু indirect বা dependent
question এরপর question mark না বসে Full-stop বসে। যেমন –
I know where he lives.
I do not know what he wants.
Exclamation mark Or Note of Exclamation
(!) এর ব্যবহার –
✔ যদি কোন Word বা Sentence দ্বারা আবেগ, বিস্ময়,
আনন্দ, উল্লাস, দুঃখ, বিষাদ ইত্যাদি আকস্মিক ভাবাবেগ বুঝায় Exclamation ও
Interjection এর পর Exclamation mark Or Note of Exclamation বসে। যেমন –
Alas! I am ruined.
What a fool you are!
Go away!
Hurrah! We have won the game.
How beautiful the flower is!
Allah help us!
✔ স্বাভাবিকভাবে Vocative এর ক্ষেত্রে
comma বসে কিন্তু vocative এর উপর বেশি জোর দেওয়া বোঝালে এর পরে Exclamation mark
Or Note of Exclamation বসে। যেমন –
O my friend! Do not disturb me,
The Quotation mark or Inverted comma
(“”, ‘’) এর ব্যবহার –
স্মরণীয় যে, সাধারণত Quotation দুই ধরনের
হয়ে থাকে - Double Quotation (“Double Quotation”) এবং Single Quotation (‘Single
Quotation’)
✔ কারো উক্তিকে হুবহু উদ্ধৃতি করতে
Quotation Marks ব্যবহৃত হয়। যেমন –
Maha said, “I am a Doctor.”
The Teacher said, “The earth is round.”
Father said, “Honesty is the best
policy.”
✔ যে কোন গল্প, কবিতা, গান, সিনেমা, জাহাজ,
ইত্যাদির শিরোনামকে বাক্যে লেখার জন্য Quotation Marks ব্যবহৃত হয়। যেমন –
The “Skylark” is a good poem written by
Wordsworth.
“Titanic” movie directed by James
Cameroon.
✔ বইয়ের তালিকা তে বাছাইকৃত article এর
title কে সমগ্র পুস্তকটির (যার মধ্যে থেকে নেয়া হয়েছে) নাম থেকে আলাদাভাবে বুঝানোর
জন্য Quotation Marks ব্যবহৃত হয়। যেমন –
Written by Sylvia Plath, “Tulips” is a
sad poem with a happy title.
✔ কোন word কে বাক্যের functional element হিসেবে
না ব্যবহার করে একটি ‘Word’ হিসেবে দেখাতে চাইলে Quotation Marks ব্যবহৃত হয়। যেমন
–
The word “happiness” has no clear
meaning to him (এখানে তার কাছে “happiness” শব্দটির স্পষ্ট কোন অর্থ নেই।)
👉 Punctuation কাকে বলে? এবং এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা (পার্ট ১)
👉 Punctuation কাকে বলে? এবং এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা (পার্ট ৩)
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।