প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। আজ আপনাদের মাঝে শেয়ার করবো ইংরেজি ব্যকরণের অন্ত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় Punctuation তাহলে শুরু করা যাক।
Punctuation শব্দটি ল্যাটিন “Punctus” শব্দ
হতে এসেছে। ‘Punctus’ এর শাব্দিক অর্থ হচ্ছে বিন্দু বা চিহ্ন। বাক্যের ভিতরে বিভিন্ন
রকম সাংকেতিক চিহ্ন ব্যবহার করে বাক্যস্থিত বিভিন্ন প্রকার ভাবকে পার্থক্যসূচক মাধ্যমে
বক্তব্য স্পষ্টভাবে প্রকাশ করার প্রক্রিয়াকে Punctuation বলে। এবং বিরতি জ্ঞাপনের জন্য
লিখিত Sentence এর মধ্যে বা শেষে যে বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়, সে চিহ্নগুলোকে
Punctuation Marks বা যতি চিহ্ন বা বিরতি চিহ্ন বলে। যেমন –
Maha, Shanzida and Samia read in class
10.
I am a Teacher.
Sumaiya looks wise; she has a bright
future.
উপরের উদাহরণ বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই
যে, একই বাক্যে বিভিন্ন প্রকার ভাব, কিংবা একটি ভাব বিভিন্ন ভঙ্গিতে বা এক জাতীয় উপাদান
বিভিন্ন সংখ্যক বার ব্যবহৃত হতে পারে। বাক্যকে সহজবোধ্য ও বক্তব্যকে নিখুঁত করার জন্য
এসব ভাব, ভঙ্গি বা উপাদানকে মাঝে মাঝে বিচ্ছিন্ন বা আলাদা করে উপস্থাপন করতে হয়, আর
এর জন্য বিশেষ কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হয়। যা ইংরেজি ব্যাকরণে
Punctuation Marks বা যতি চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয়। নিন্মে ইংরেজি ও বাংলা ভাষায়
ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিরাম চিহ্নের নাম ও প্রতিক নিচে দেওয়া হলো –
Punctuation Marks (যতি ও বিরাম
চিহ্ন) |
|
Name |
Marks |
Comma |
, |
Full-stop |
. |
Colon |
: |
Semi-colon |
; |
Question Mark or Note of Interrogation |
? |
Exclamation mark or Note of Exclamation |
! |
The Quotation mark or Inverted Comma |
‘….’
/ “….” |
Apostrophe |
` |
Dash |
_ |
Hyphen |
- |
Parentheses |
[{()}] |
Asterisk |
* |
Ellipsis |
….. |
নিম্নে উপরিল্লোখিত যতি ও বিরাম চিহ্নগুলোর
উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হলো –
Comma এর ব্যবহার – Comma সর্বাপেক্ষা স্বল্প
বিরতি নির্দেশ করে ‘১’ সংখ্যাটি উচ্চারণে যে সময়ের প্রয়োজন হয় কমায় (,) বিরতির সময়
ঠিক ততটুকু নির্দেশ করা হয়।
স্মরণীয় যে, Comma এর পর একটি space হবে কিন্তু
comma এর পূর্বে কোন space হবে না।
✔ একই Parts of Speech এর দুই বা ততোধিক পদ পাশাপাশি বসলে শেষ দুটি ছাড়া অন্যগুলোর পর comma (,) বসে।
You, he, and I should work together.
Maha, Samia and Habib went there.
নোটঃ উপরের উদাহরণ দু’টির শেষ দুটি পদ
and দ্বারা যুক্ত করা হয়েছে।
✔ দুইয়ের অধিক সমজাতীয় word, phrase বা clause পাশাপাশি ব্যবহৃত হলে comma (,) বসে।
Anwar, Sakib and Habib read in class X.
Maha has bought, eaten and damaged many
things.
নোটঃ মাত্র দু’টি উপাদান (word বা phrase)
পাশাপাশি বসলে তাদের মাঝে কমা বসাতে হয় না, তাদেরকে and দ্বারা যুক্ত করতে হয়। যেমন
–
Courage (সাহস) and diligence (অধ্যাবসায়/পরিশ্রম)
are two essential characteristics of a soldier.
নোটঃ American usage অনুসারে দুইয়ের অধিক
element এর শেষ দুটিকে and বা or দ্বারা যুক্ত করলেও confussion এড়ানোর জন্য and বা
or এর পূর্বে কমা বসাতে হয়। কিন্তু আমাদের দেশের প্রচলিত নিয়ম অনুসারে and বা or পূর্বে
কমা বসাতে হয় না। তবে অবশ্যই এই ধরনের ক্ষেত্রে কমা বসানো ভালো। যেমন –
Habib, Sakib and Samia did their
homework.
উপরের উদাহরণ বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই
যে, প্রত্যেকেই যার যার কাজ করেছে। কিন্তু বাক্যের দিকে তাকালে এরুপ মনে হওয়া স্বাভাবিক
যে Habib একা একটি কাজ এবং Sakib and Samia একত্রে অন্য একটি কাজ করেছিল। কিন্তু প্রকৃত
বক্তব্য যদি এরুপ না হয় তাহলে সামান্য একটি কমার ব্যবহারের জন্যই বক্তব্যটি অস্পস্ট
/ অনিশ্চয়তা হয়ে যায়। এজন্য and বা or থাকলেও তার পূর্বে কমা ব্যবহার করাই বেশি যুক্তিসঙ্গত।
তাহলে উদাহরণটি হলো –
Habib, Sakib, and Samia did their
homework.
✔ Noun বা Phrase যদি sentence এর subject বা object বা complement এর apposition থাকলে তার আগে ও পরে কমা (,) বসে। যেমন –
Milton, the great English poet, was
blind.
Mr. Habib, headmaster of this school,
is a good man.
I saw Maha, captain of our class, on
his way home.
He saw Habib, the leader of our team,
playing well.
Shahjahan, a lover of beauty, built the
Tajmahal.
✔ Vocative case কোন বাক্যের শুরুতে থাকলে তার পরে, মধ্যে থাকলে উভয় পাশে এবং শেষে থাকলে তার পূর্বে কমা বসে। সংক্ষিপ্তভাবে, Vocative case এর noun কে পৃথক করার জন্য কমা (,) ব্যবহৃত হয়। যেমন –
Tell me, my friends, what I can do for
you.
Maha, come here.
Do it, Habib.
Mother, let me have a cup of milk.
নোটঃ কিন্তু Vocative এর উপর যখন জোর দেওয়া
হয়, তখন আবেগসূচক চিহ্ন (Note of Exclamation) ব্যবহৃত হয়। যেমন –
Oh my child! Don’t tell a lie.
✔ Absolute phrase বা clause (যার সাথে বাক্যের অন্যান্য element এর কোন functional সম্পর্কে নেই) কে পৃথক রাখার জন্য উভয় পাশে কমা (,) ব্যবহৃত হয়। যেমন –
The sun had set, and we left for home.
She is, I think, the best girl in the
class.
This man, to be truthful, is a thief.
The sun having risen, we started our
work.
✔ Direct speech এ Reporting verb কে Quotation এর পূর্বে (Reported speech) থাকলে এর পূর্বে থাকলে quotation এর পূর্বে, দুই quotation এর মাঝে থাকলে reporting verb এর উভয় পাশে এবং quotation এর পরে থাকলে quotation এর পরে closing inverted comma এর আগে comma (,) বসে। যেমন –
The teacher said, “The earth is round.”
“I shall see your brother,” said he,
and tell him everything.”
“I shall go home,” said the boy.
“I shall come back,” said he, “and see
you.”
✔ Introductory ‘Yes’ বা ‘No’ এর পরে কমা (,) বসে। যেমন –
Yes, Maha will attend the class.
No, I can’t read.
✔ একাধিক pair of words থাকলে প্রত্যেক জোড়ার পর কমা (,) ব্যবহৃত হয়। যেমন –
High and low, rich and poor, all must
die.
✔ Sub-ordinate Clause যদি Principal Clause এর পূর্বে বসে, তাহলে Sub-ordinate Clause এর পরে কমা (,) বসে। যেমন –
If it rains, I shall not go to college.
Though he is poor, he is honest.
✔ Adjective Phrase এবং Adverb Phrase কোন sentence এর প্রথমে থাকলে এর পরে এবং মধ্যে থাকলে উভয় পাশে কমা (,) বসে। যেমন –
Seeing the snake, the boys ran away.
She is, by far, the best girl in the class.
✔ বাক্যের প্রথমে Adverbial Clause থাকলে তার পরে কমা (,) বসে। যেমন –
If you come, I shall go.
If you told me his address, I would
meet him tomorrow.
Because he is an honest man, he was
chosen as secretary of the club.
✔ তারিখ, স্থান, ঠিকানা ইত্যাদির element গুলোকে আলাদা করার জন্য কমা (,) ব্যবহৃত হয়। যেমন –
January 30, 1990.
He lives in Chandpur, Chittagong.
✔ একই শব্দ ‘and’ দ্বারা যুক্ত না করে পুনরুক্ত করতে চাইলে কমা (,) ব্যবহার করতে হয়। যেমন –
He is quite, quite unable to do it.
I will never, never help you.
✔ তিনের অধিক অংক বিশিষ্ট সংখ্যা লিখতে কমা (,) ব্যবহৃত হয়। যেমন-
The car cost TK 1,00,000
✔ Tag question এ Statement এর পরে কমা (,) ব্যবহৃত হয়। যেমন –
Birds fly, don’t they?
You live in Chandpur, right?
✔ Conjunctive adverb যেমন – however, moreover, therefore, as a result, consequently, on the contrary, on the other hand, in the same manner, after all ইত্যাদির পরে কমা (,) ব্যবহৃত হয়। যেমন –
He is, however, a good man.
You, after all, are an honest man.
He is, on the other hand, a thief.
✔ চিঠির শেষে Yours faithfully, Yours sincerely, Yours ever ইত্যাদি closing এর পরে কমা (,) ব্যবহৃত হয়। যেমন –
Yours faithfully, Ahshan Habib
✔ কোন word, phrase বা clause কে তার স্বাভাবিক অবস্থান থেকে সরিয়ে নিয়ে অন্য অবস্থানে বসালে তার পরে কমা (,) বসাতে হয়। যেমন –
Only to be kind, I will be cruel.
Except for Sumaiya, everyone attended
the class.
Except for Economics, his subjects are
not difficult for him.
✔ Sentence এর অন্যান্য শব্দ থেকে please কে
আলাদা করতে – please বাক্যের প্রথমে থাকলে please এর পরে এবং please শেষে থাকলে
please এর পূর্বে কমা (,) বসে। যেমন –
Please, give me a cup of tea.
Give me a glass of water, please.
নোটঃ please বাক্যের মাঝে থাকলে কমা বসে না।
যেমন –
Will you please help me?
👉 Punctuation কাকে বলে? এবং এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা (পার্ট ২)
👉 Punctuation কাকে বলে? এবং এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা (পার্ট ৩)
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।