অনুচ্ছেদ - বাংলাদেশের পাখি
আমাদের দেশ বাংলাদেশ। এ দেশে রয়েছে অসংখ্য
প্রজাতির পাখি। এগুলোর মধ্যে পরিচিত পাখি হলো – দোয়েল, কবুতর, শালিক, কাক, কোকিল, বুলবুলি,
ঘুঘু, মাছারাঙা, টিয়া, টুনটুনি, ময়না, কাঠঠোকরা ইত্যাদি। পাখির গান শুনে আমরা মুগ্ধ
হই। দোয়েল আমাদের জাতীয় পাখি। পাখি আমাদের পরিবেশকে সুন্দর রাখে। তাই পাখিদের ভালোবাসা
এবং রক্ষা করা আমাদের দায়িত্ব।
অথবা
আমাদের দেশ বাংলাদেশ। এদেশে রয়েছে
নানা প্রজাতির পাখি। এগুলোর মধ্যে পরিচিত পাখি হলোঃ দোয়েল, কবুতর, বুলবুলি, ঘুঘু, মাছরাঙা,
টিয়া, টুনটুনি, ময়না, শালিক, কাক, কোকিল, কাঠঠোকরা ইত্যাদি। পাখির গান শুনে আমরা মুগ্ধ
হই। আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। পাখি আমাদের পরিবেশকে সুন্দর রাখে। তাই পাখিদের
ভালোবাসা এবং নিরাপদ অভয়াশ্রম তৈরি করা আমাদের দায়িত্ব।
উপযোগী শ্রেনীঃ তৃতীয়, চতুর্থ, পঞ্চম ।