অনুচ্ছেদ - গরু
গরু একটি গৃহপালিত প্রাণী। গ্রামের প্রতিটি
বাড়িতেই গরু পালন করা হয়। গরুর চারটি পা, একটি লম্বা মুখ, দুটি শিং, দুটি চোখ, একটি
নাক ও একটি লম্বা লেজ আছে। গরুর সমস্ত শরীর ছোট ছোট লোমে ঢাকা থাকে। গরু দিয়ে জমিতে
হাল চাষ করা হয়। গরু গাড়িও টানে। গরুর দুধ খুব পুষ্টিকর। লাল, সাদা, কালো ইত্যাদি রঙের
গরু দেখা যায়। গরু ঘাস, খড় ও ভুসি খায়। পুষ্টিকর দুধের জন্য আমি গরু খুব পছন্দ করি।
অথবা
গরু একটি গৃহপালিত প্রাণী। গ্রামের
প্রায় প্রতিটি বাড়িতেই গরু পালন করা হয়। গরুর চারটি পা, একটি লম্বা মুখ, দুটি শিং,
দুটি চোখ, একটি নাক ও একটি লম্বা লেজ আছে। গরু দিয়ে জমিতে হাল চাষ করা হয়। গরু গাড়িও
টানে। গরুর দুধ খুব পুষ্টিকর। গরু সাদা, কালো, লাল ও মিশ্র রঙ্গের হয়। গরু ঘাস, খড়
ও ভুসি খায়। গরুর দুধ আদর্শ ও পুষ্টিকর খাদ্য হিসেবে সবার কাছে প্রিয়।
উপযোগী শ্রেনীঃ তৃতীয়, চতুর্থ, পঞ্চম ।