অনুচ্ছেদ - কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তিনি
১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৫ মে ভারতের বর্ধমান জেলার চুরুলিয়ে গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা
থেকেই তিনি গান ও কবিতা লেখার পাশাপাশি লেটোর দলে গান করেছেন। বড় হয়ে তিনি সেনাবাহিনীর
হাবিলদার হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন। কবিতা, উপন্যাস, নাটক, গান ইত্যাদি রচনা করে তিনি
সবার মন জয় করেছেন। ছোটদের জন্য তিনি লিখছেন ঝিঙে ফুল, পিলেপটকা, ঘুমজাগানো পাখি, ঘুমপাড়ানি
মাসি-পিসি ইত্যাদি কাব্যগ্রন্থ। অন্যায়ের বিরুদ্ধে লেখার জন্য তাকে বিদ্রোহী কবি বলা
হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট এই মহান কবি মৃত্যুবরণ করেন।
উপযোগী শ্রেনীঃ তৃতীয়, চতুর্থ, পঞ্চম ।