অনুচ্ছেদ - আমাদের বিদ্যালয়
আমাদের বিদ্যালয় নাম স্বপ্নকুঁড়ি বিদ্যানিকেতন।
শহরের কোলাহল থেকে দূরে এক মনোরম পরিবেশে এ বিদ্যালয়টি অবস্থিত। এখানে ৩টি ভবনে ১৫টি
শ্রেণিকক্ষ আছে। এতে প্রায় ৫০০ ছাত্রছাত্রী পড়ালেখা করে। এখানে শিক্ষকরা যত্নসহকারে
আমাদের পাঠদান করেন এবং প্রত্যেককে খুব আদর করেন। তাঁরা আমাদের ভালো মানুষ হয়ে গড়ে
উঠতে মহৎ মানুষের উদাহরণ ও উপদেশ দেন। এখানে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও নাচ-গানের
বিষয়েও শিক্ষা দেওয়া হয়। আমি আমাদের বিদ্যালয়কে খুব ভালোবাসি। এ বিদ্যালয়কে নিয়ে গর্ববোধ
করি।
উপযোগী শ্রেনীঃ তৃতীয়, চতুর্থ, পঞ্চম ।