অনুচ্ছেদ - আমাদের গ্রাম [no_toc]
আমাদের গ্রামটি সবুজে সবুজময়, ছায়াঘেরা, পাখিডাকা।
আমাদের গ্রামের নাম মনোহরপুর, খুব মিষ্টি নাম। গ্রামের উত্তর দিকে ফসলের মাঠ। মাঠের
ভেতর দিয়ে বয়ে গেছে নদী। আমাদের গ্রামের ভেতর দিয়ে পাকা রাস্তা চলে গেছে। এ গ্রামে
রয়েছে একটি স্কুল, পোষ্ট অফিস, ইউনিয়ন অফিস, ডিসপেনসারি ও একটি ছোট বাজার। নানা পেশার
মানুষ মিলেমিশে বাস করে এ গ্রামে। গ্রামে বিদ্যুৎ রয়েছে। এ গ্রামের মানুষ মাঝে মাঝেই
খেলাধুলা, গানবাজনা ও নাটকের আয়োজন করে। মনোহরপুর গ্রামটিকে আমি খুব ভালোবাসি।
অথবা
বাংলাদেশ গ্রাম প্রধান দেশ। সৌন্দর্যের
প্রতিচ্ছবি চাঁদপুর জেলার মনোহপুর গ্রামটি। এই গ্রামে আমি বাস করি। আমাদের গ্রামটি
বেশ বড় নয়। মায়াবি ছোট্ট একটি গ্রাম। গ্রামের বেশির ভাগ লোক কৃষিকাজ করে। এছাড়াও বিভিন্ন
পেশার লোক বাস করে। এখানে একটি মাদরাসা, একটি নূরানি ও হেফজ মাদরাসা, একটি প্রাথমিক
বিদ্যালয় এবং একটি কমউনিটি ক্লিনিক আছে। আমাদের গ্রামের পাশ দিয়ে একটি পাকা রাস্তা
জেলা সদর পর্যন্ত গেছে। গ্রামটিতে বৈদ্যুতিক ব্যবস্থা আছে। আমাদের গ্রামটি বন্ধুত্ব
ও ভ্রাতৃত্ববোধের অপুর্ব মিলনে শান্তির সুনিবিড় স্থান।
উপযোগী শ্রেনীঃ তৃতীয়, চতুর্থ, পঞ্চম ।